Class-7 আমাদের পরিবেশ প্রশ্ন উত্তর
১) কোন ধরনের প্রতিফলনে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয় ?
উঃ সমতল দর্পণে নিয়মিত প্রতিফলনে
২) উপচ্ছায়া কাকে বলে ?
উঃ প্রচ্ছাকে ঘিরে থাকা আবছা অন্ধকার অংশকে উপচ্ছায়া বলে।
৩) আপতিত রশ্মি প্রতিফলকের ওপর 60 ডিগ্রি কোণ করে পড়লে প্রতিফলন কোণের মান কত হবে ?
উঃ 60
৪) চুম্বকের যেকোনো দুটি ধর্ম লেখ।
উঃ চুম্বকের দুটি ধর্ম হলো-
ক) দিক নির্দেশক ধর্ম।
খ) আগে আবেশ
গ) চুম্বকের সর্বদা দুটি বিপরীত মেরু থাকে।
৫) একটি জ্বলন্ত বাল্বের তাপ ও আলোক শক্তির মূল উৎস কোন শক্তি ?
উঃ বিদ্যুৎ শক্তি
৬) রংধনু সৃষ্টির কারণ হলো আলোর _________।
উঃ আলোর বিচ্ছুরণ
৭) যে ক্ষেত্রে আলোর বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে না সেটি হল _______।
উঃ আয়না
৮) চুম্বকের আকর্ষণের পূর্বে যে ঘটনাটি ঘটে সেটি হল ________ ।
উঃ আবেশ
৯) একটি জীবাশ্ম জ্বালানির উদাহরণ দাও।
উঃ কয়লা
১০) তড়িতের সুপরিবাহী পদার্থটি হল _________ ।
উঃ তামা
১১) সূচিছিদ্র ক্যামেরা বস্তুর উল্টো প্রতিকৃতি গঠন করে, এর দ্বারা কি প্রমাণিত হয় ?
উঃ আলো সরলরেখায় চলাচল করে।
১২) সমতল দর্পণ থেকে কোন বস্তুর দূরত্ব ৫০ সেন্টিমিটার হলে বস্তু ও প্রতিবিম্বের দূরত্ব কত হবে ?
উঃ
১৩) চৌম্বক দৈর্ঘ্য এবং জ্যামিতিক দৈর্ঘ্যের মধ্যে সম্পর্কটি লেখ।
উঃ চৌম্বক দৈর্ঘ্য = চুম্বকটির জ্যামিতিক দৈর্ঘ্য × ০.৮৬
১৪) কোন একটি দন্ড চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য ৯ সেন্টিমিটার হলে চুম্বকটির চৌম্বক দৈর্ঘ্য নির্ণয় কর।
উঃ চৌম্বক দৈর্ঘ্য = ৯×০.৮৬ = ৭.৭৪ সেমি
১৫) বৈদ্যুতিক বর্তনীর নিরাপত্তার জন্য কি তার ব্যবহার করা হয় ?
উঃ ফিউজ তার
১৬) পরিবেশবান্ধব শক্তির প্রয়োজনীয়তা কি ?
উঃ পরিবেশকে দূষণমুক্ত করা
১৭) শক্তির চাহিদা দিনে দিনে বেড়ে চলেছে এর প্রধান তিনটি কারণ লেখ।
উঃ ক)
১৮) কোনো চুম্বকের উত্তর ও দক্ষিণ মেরু দুটির প্রকৃত নাম কি ? এই মেরু দুটি প্রকৃতপক্ষে কোন কোন দিক নির্দেশ করে ? অবাধে ঝুলন্ত চুম্বক কেন এরূপ দিক নির্দেশ করে ?
উঃ চুম্বকের উত্তর ও দক্ষিণ মেরু দুটির প্রকৃত নাম হলো উত্তর সন্ধানে মেরু এবং দক্ষিণ সন্ধানে মেরু।
উত্তর সন্ধানে মেরু উত্তর দিক নির্দেশ করে এবং দক্ষিণ সন্ধানী মেরু দক্ষিণ দিক নির্দেশ করে।
চুম্বকের বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে। যেহেতু পৃথিবী নিজেই একটি চুম্বক সেহেতু পৃথিবীর উত্তর দিকে দক্ষিণ চুম্বক মেরু থাকার কারণে দণ্ড চুম্বক উত্তর ও দক্ষিণ দিকে মুখ করে থাকে।
১৯) সমতল আয়নার সঙ্গে লম্বভাবে কোন আলোকরশ্মি ওই দর্পণের ওপর আপতিত হলে প্রতিফলন কোণের মান কত হবে ?
উঃ
২০) একটি দন্ড চুম্বকের দুটি মেরু থাকে তাহলে একটি তড়িৎ চুম্বকের মেরু থাকবে কটি ?
উঃ দুটি
২১) কুয়াশা হল একটি _________মাধ্যম।
উঃ ঈষৎ স্বচ্ছ
২২) ইলেকট্রিক বাল্বের ফিলামেন্টে থাকে ________।
উঃ টাংস্টেন
২৩) অপ্রচলিত শক্তির উৎস হল ________।
উঃ সৌরশক্তি
২৪) চুম্বকের আকর্ষণের পূর্বে যে ঘটনাটি ঘটে তা হল _________।
উঃ আবেশ
২৫) চুম্বকের চৌম্বক দৈর্ঘ্য তার জ্যামিতিক দৈর্ঘ্যের কত গুণ ?
উঃ ০.৮৬ গুণ
২৬) প্রাইমারি সেলে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তর ঘটে ?
উঃ রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে
২৭) আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ দাও।
উঃ রংধনু
২৮) সৌরশক্তি জীবদেহে কি রূপে আবদ্ধ থাকে ?
উঃ
২৯) কোন ধরনের প্রতিফলনের জন্য আমরা বই পড়তে পারি ?
উঃ বিক্ষিপ্ত প্রতিফলন
৩০) আলোর প্রতিফলনের সূত্র গুলি লেখ।
উঃ আলোর প্রতিফলনের সূত্র দুটি হল -
ক) আপতিত রস্তে প্রতিফলিত রশ্মি আপতন বিন্দুতে প্রতিফলকের ওপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে
খ) আপতন কোণ প্রতিফলন কোণের মান সর্বদা সমান হয়।
৩১) অ্যাম্বুলেন্স কথাটি গাড়িতে উল্টো করে লেখা থাকে কেন ?
উঃ
৩২) তড়িৎ চুম্বক কাকে বলে? তড়িৎ চুম্বকের শক্তি কি কি উপায়ে বৃদ্ধি করা যায় ?
উঃ
৩৩) একটি তরল জীবাশ্ম জ্বালানির উদাহরণ দাও। বায়ু প্রবাহের শক্তি ব্যবহার করলে কি কি সুবিধা হতে পারে ?
উঃ একটি তরল জীবাশ্ম জ্বালানি হল পেট্রোলিয়াম।
বায়ুপ্রবাহ শক্তি ব্যবহার করার সুবিধা গুলি হল -
ক) বায়ুর কোন অভাব নেই।
খ) বায়ুকল বসালে দীর্ঘদিন চলবে।
গ) যে সমস্ত জায়গায় অনেক দূর থেকে তারের মাধ্যমে বিদ্যুৎ আনা অসম্ভব সেগুলি বায়ু শক্তি ওপর নির্ভর করে সহজে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব।
৩৪) ফিউজ তার কিভাবে বর্তনীকে উচ্চ তড়িৎ প্রবাহ থেকে রক্ষা করে ?
উঃ বৈদ্যুতিক সার্কিট এর নিরাপত্তার জন্য ফিউজ তার ব্যবহার করা হয়। ফিউজ তার খুব কম উষ্ণতায় গলে যায়। ফলে কোন কারনে খুব বেশি পরিমাণ তড়ি ৎ এসে পড়লে ফিউজ তার খুব উত্তপ্ত হয়ে গলে যায়। ফলে বর্তনী ছিন্ন হয়ে তড়িৎ প্রবাহ বন্ধ হয়। এইভাবেই ফিউজ তার উচ্চ তড়িৎ প্রবাহ থেকে রক্ষা করে।
৩৫) একটি চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য ৭ সেন্টিমিটার হলে চুম্বকটির চৌম্বক দৈর্ঘ্য কত ?
উঃ
৩৬) উপচ্ছায়া গঠিত হয় কোন ক্ষেত্রে ?
উঃ আলোক উৎস বড় হলে উপচ্ছায়া গঠিত হয়।
৩৭) সূর্য যখন মাথার উপরে থাকে তখন কোন বস্তুর ছায়া কেমন প্রকৃতির হয় ?
উঃ ছোট হয়
৩৮) প্রতিফলিত রশ্মিগুচ্ছের প্রকৃতি কেমন হবে তা নির্ভর করে আয়নার_________ এর ওপর।
উঃ
৩৯) চুম্বকের মাছ বরাবর অঞ্চলকে ___________অঞ্চল বলা হয়।
উঃ উদাসীন
৪০) নাইক্রোম তার কি কি দিয়ে তৈরি ?
উঃ নিকেল ও ক্রোমিয়াম
৪১) কখন অস্বচ্ছ বস্তুর ছায়ার দৈর্ঘ্য বস্তুর দৈর্ঘ্যের সমান হবে ?
উঃ
৪২) একক মেরু যুক্ত চুম্বক হওয়া কি সম্ভব ?
উঃ না
৪৩) ইলেকট্রিক ইস্ত্রীর কার্যনীতি বর্ণনা কর।
উঃ
৪৪)
উঃ
৪৫) অপ্রভ বস্তু কি কখনো সপ্রভ বস্তুর মত আচরণ করে - ব্যাখ্যা কর।
উঃ যে সকল বস্তুর নিজস্ব আলো আছে সেগুলি স্বপ্রভ বস্তু। এমন কিছু অপ্রভু বস্তু আছে যার উপর আলো পড়লে ঠিকড়ে বেরিয়ে আসে। এবং ওই অপ্রভ বস্তুকে সব প্রভু বলে মনে হয়।
যেমনঃ স্টিলের বাসন একটি অপ্রভব বস্তু। কিন্তু এতে সূর্যের আলো পড়লে সেই আলো ঠিকরে বেরিয়ে আছে। তখন সেই আলোর উৎস হিসাবে তীরের বাসনকেই মনে করা হয়।
৪৬) খালি বালতি দেখার পর জলভরা বালতি দেখলে কম গভীর মনে হয় কেন ?
উঃ আলোর প্রতিসরণের জন্য এরকম মনে হয়। বালতির তলদেশ থেকে আশা আলোকরশ্মি গুচ্ছ যখনই জল পেরিয়ে বায়ুতে প্রবেশ করে সেই সময় মাধ্যম দয়ের বিভেদ দল থেকে আলোক রশ্মি গুচ্ছ অভিলম্ব থেকে দূরে সরে যায় ফলে বেঁকে যাওয়া প্রতিশ্রিত রশ্মি উৎসব যখন চোখে এসে পড়ে তখন ওই প্রতিবিম্ব কিছুটা উপরে উঠে এসেছে বলেই মনে হয়।
Comments
Post a Comment
Haven't doubt please let me know.