মাকু গল্পের প্রশ্ন উত্তর সপ্তম

  দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 

              মাকু

দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মাকু গল্প থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি উত্তরসহ আলোচনা করা হয়েছে।

ক) নীচের প্রশ্নগুলির উত্তর দাও।

১) হোটেল ওয়ালা দেখতে কেমন ছিল ?

উঃ হোটেল ওয়ালার হাতে ছিল একটি হাতা। মুখে থুতনি ঢাকা ছাই রংয়ের দাড়ি ভর্তি ছিল। দেখে মনে হয় যেন সে ধোপার বাড়ি থেকে ফিরেছে। 


২) টিয়ার রুমালটি কেমন দেখতে ছিল ?

উঃ গোলাপ ফুলের নকশা কাটা


৩) হোটেলওয়ালা কিসে করে জল এনেছিল ? 

উঃ টিনের মগে


৪) হোটেলে রোজ রাত্রিতে কি পাওয়া যেত ?

উঃ হাতরুটি ও স্বর্গের সুরুয়া


৫) টাকার যে আমার বড় দরকার - উক্তিটির বক্তা কে ?

উঃ হোটেল ওয়ালা 


৬) মাকুর রাতে কিভাবে পালানো বন্ধ হয়েছিল ?

উঃ সোনা পুতুলের মুখের বড় সেফটিপিন দিয়ে নিজের ফক এর সঙ্গে মাকুর জামার কোনটা এঁটে দিয়ে মাকু রাতে পালানো বন্ধ করেছিল। 


৭) সোনা মাকুর কি নাম দিয়েছিল ?

উঃ বেহারি


৮) কোথায় খরগোশ ধরার ফাঁদ পাতা হয়েছিল ?

উঃ বনের মধ্যে বাঁশতলায় 


৯) খরগোশ দিয়ে কি হবে ?

উঃ কালিয়া 


১০) সাদা খরগোশ পেলে কটি ধরে আনার কথা বলেছে ?

উঃ দুটি 


১১) সার্কাসের লোক বনের মধ্যে ঘুরছিল কেন ?

উঃ নতুন তাঁবু কিনে, বড় ঝাড়বাতি কিনে, সকলের নতুন পোশাক বানিয়ে, চারিদিকে নতুন খেলার বিজ্ঞাপন দিয়ে খেলা শুরু হওয়ার আগেই কোন জিনিসের দাম না দিয়ে কাউকে কিছু না বলে, ওদের অধিকারী মশাই পালিয়ে গিয়েছিল। দোকানদাররা থানায় খবর দিয়েছে। জিনিসপত্র সব টেনে নিয়ে আটক করেছে। অধিকারী মশাই নিখোঁজ। তাই এদের নামেই পরোয়ানা বের করেছে । দেখা পেলেই ধরে নিয়ে ফাটোকে দেবে। তাই তারা জঙ্গলের মধ্যে গা ঢাকা দিয়ে ঘুরছিল। 


১২) পরীদের রানী কোথায় দাঁড়িয়েছিল ?

উঃ টাট্টু ঘোড়ার সোনালী জিনের ওপর ।


১৩) পরীদের রানী কেমন দেখতে ?

উঃ পরিদের রানীর গোলাপি মুখে সুন্দর কালো কালো চোখছিল, মাথায় সোনালি চুল, পরনে রুপালি পোশাক এবং কোমরে জাদুকরের দড়ি জড়ানো ছিল। 


১৪) হোটেলওলার জন্মদিনে কি কি রান্না হয়েছিল ?

উঃ ভুনিখিচুড়ি, হরিণের মাংসের কোর্মা, পায়েস আর স্বর্গের সুরুয়া।


১৫) সং হপ্তায় ক'বার পোস্ট অফিসে যায় ?কেন ?

উঃ তিনবার 

           সং এক টাকা দিয়ে লটারি কিনেছে। যদি একবার জিতে যায় একসঙ্গে অনেক টাকা পেয়ে বড়লোক হয়ে যাবে। তাই খবর আনতে যায়। 


১৬) ঘড়িওয়ালা কে ?

উঃ হোটেলওয়ালার দাদা।


১৭) কানা তোলা কাঠের থালায় হোটেল‌ওয়ালা সোনা টিয়াকে কি দিয়েছিল ?

উঃ স্টু ভাত 


১৮) হোটেল ওয়ালা কি খুঁজছিল ?

উঃ হোটেল ওয়ালা সং -এর লটারি টিকিটের আধখানা কানে গুঁজে রেখেছিল। সেটি কোথায় পড়ে গিয়েছিল। তাই সেটিকে খুঁজছিল।


১৯) মাকুর দাম কত ?

উঃ ৫০০০ টাকা। 


২০) শূকোর ধরার ফাঁদ পাতা হয়েছিল কিভাবে ?

উঃ মাটিতে দু -মানুষ গভীর গর্ত খুঁড়ে তার ওপরে কাঠ কুটো লতাপাতা দিয়ে ঢেকে রাখত শস্য খেতে এসে তার মধ্যে শুয়োর পড়ে যেত আর শস্য খাওয়া ঘুচত। 


২১) পেয়াদা কিভাবে ফাঁদের মধ্যে পড়ে গিয়েছিল ?

উঃ পেয়াদা, ঘড়িওয়ালা, মাকু, সার্কাসের লোকদের ধরতে এসেছিল। সেই ভয়ে সোনাটিয়া দৌড়াতে থাকে। তাদের পিছনে পিছনে পেয়াদাও দৌড়াতে থাকে। তারপরেই হুড়মুড় করে পেয়াদা ফাঁদের মধ্যে পড়ে গিয়েছিল।






Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)