আমাদের পরিবেশ প্রশ্ন উত্তর পঞ্চম শ্রেণী second unit test
দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন/Amader poribesh/ class -5 /আমাদের পরিবেশ/পঞ্চম শ্রেণী/Second Unit Test
আমাদের পরিবেশ
১) কোন কোন নদীর মিলিতার নাম রূপনারায়ণ ?
উঃ দ্বারকেশ্বর ও শিলাবতী
২) রূপনারায়ণ_________ মিশেছে হুগলি নদীতে।
উঃ গেঁওখালিতে
৩) কোন কোন নদীর মিলিত নাম হলদি নদী ?
উঃ কেলেঘাই ও কংসাবতী
৪) শান্তিনিকেতন কোথায় অবস্থিত ?
উঃ বীরভূম জেলা
৫) নিত্যবহ নদী কাকে বলে ?
উঃ যে নদীতে সারা বছর জল থাকে অর্থাৎ বয়ে চলে তাকে নিত্যবহ নদী বলে। যেমন - গঙ্গা।
৬) "আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি" গানটির রচয়িতা কে ?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
৭) বাংলাদেশের জাতীয় সংগীত কোনটি ?
উঃ আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। গানটি 1905 সালে লেখা হয়েছিল।
৮) রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কোথায় ?
উঃ কলকাতার জোড়াসাঁকোয়
৯) গঙ্গা নদীর উৎস লেখ।
উঃ উত্তরাখণ্ড রাজ্যের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা।
১০) রাঢ় অঞ্চলের মাটি কেমন ?
উঃ উর্বর মাটি
১১) রাঢ় অঞ্চলে কোন কোন উদ্ভিদ দেখা যায় ?
উঃ সাল, সেগুন, মেহগিনি, কদম বাবলা ইত্যাদি।
১২) দামোদরের শাখা নদীর নাম কি ?
উঃ মুণ্ডেশ্বরী
১৩) সভ্যতা কাকে বলে ?
উঃ সভ্য মানুষের নানা কাজকর্মকে একসঙ্গে সভ্যতা বলে।
১৪) কোথায় পুরনো বন খন্ড আছে ?
উঃ নদিয়া জেলার বেথুয়া ডহরিতে।
১৫) সুন্দরবন কোথায় অবস্থিত ?
উঃ দক্ষিণ ২৪ পরগণা জেলা।
১৬) রয়েল বেঙ্গল টাইগার কোথায় দেখা যায় ?
উঃ সুন্দরবন
১৭) সুন্দরবনের বিখ্যাত প্রাণী ও উদ্ভিদের নাম লেখ।
উঃ সুন্দরবনের বিখ্যাত প্রাণী হলো রয়েল বেঙ্গল টাইগার।
সুন্দরবনের বিখ্যাত উদ্ভিদ হল সুন্দরী।
১৮) সুন্দরবনের কয়েকটি নদীর নাম লেখ।
উঃ মাতলা, বিদ্যাধরী, কালিন্দী ,রায়মঙ্গল।
১৯) ঠেস মূল দেখা যায় কোন গাছে ?
উঃ কেয়া গাছে
২০) শ্বাসমূল দেখা যায় কোন গাছে ?
উঃ সুন্দরী, গরান গাছে ।
২১) শ্বাসমূল কাকে বলে ?
উঃ যেসব গাছের মূল মাটি থেকে উপরে উঠে এসে বাতাস থেকে অক্সিজেন নেয় তাদের শ্বাসমূল বলে। এই ধরনের গাছকে ম্যানগ্রোভ জাতীয় গাছ বলে।
২২) বাঁশের কেল্লা কে নির্মাণ করেন ?
উঃ তিতুমীর
২৩) টেরাকোটার কাজ কোথায় ভালো হয় ?
উঃ বাঁকুড়া, বিষ্ণুপুর।
২৪) সরপুরিয়া কোথায় বিখ্যাত ?
উঃ নদিয়া জেলার কৃষ্ণনগর ।
২৫) ঝিনুকের মূর্তি কোথায় ভালো হয় ?
উঃ দীঘা
২৬) হারভেস্টার কি ?
উঃ ধান কাটা ও ঝাড়ার আধুনিক যন্ত্র হলো হারভেস্টার।
২৭) আগে কীটনাশক হিসাবে কি ব্যবহার করা হতো ?
উঃ নিমপাতা
২৮) দুটি অর্থকারী পোকার নাম লেখ।
উঃ মৌমাছি, রেশম পোকা
২৯) ধাপচাষ কাকে বলে ?
উঃ পাহাড় কেটে ধাপ করে চাষ করাকে ধাপচাষ বলে।
৩০) চা চাষের জন্য কি রকম জমি প্রয়োজন ?
উঃ উঁচু ও ঢালু জমে যেখানে চা গাছের গোড়ায় জল দাঁড়াতে পারে না।
৩১) সাধারণতন্ত্র দিবস পালিত হয় _________।
উঃ ২৬ জানুয়ারি।
৩২) স্বাধীনতা দিবস পালিত হয় কবে?
উঃ ১৫ ই আগস্ট
৩৩) শিক্ষক দিবস পালিত হয় কবে ?
উঃ ৫ সেপ্টেম্বর
৩৪) শিশু দিবস পালিত হয় কবে ?
উঃ ১৪ নভেম্বর
৩৫) পরিবেশ দিবস পালিত হয় কবে ?
উঃ ৫ জুন
৩৬) ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি ?
উঃ জওহরলাল নেহেরু
৩৭) ভারতীয় সংবিধান রচনা করেন কে ?
উঃ বি আর আম্বেদকর
৩৮) গান্ধীবুড়ি নামে কে পরিচিত ?
উঃ মাতঙ্গিনী হাজরা
৩৯) দুটি পারিবারিক সম্পদের উদাহরণ দাও।
উঃ স্বাস্থ্য ও বুদ্ধি
৪০) ভারতের প্রথম শিক্ষা মন্ত্রীর নাম কি ?
উঃ আবুল কালাম আজাদ
৪১) আজাদ হিন্দ ফৌজ গঠন করেন কে ?
উঃ নেতাজি সুভাষচন্দ্র বসু
৪২) গান্ধীজীর পুরো নাম কি ?
উঃ মোহনদাস করমচাঁদ গান্ধী
৪৩) ক্ষুদিরাম বসুর মৃত্যু হয় কবে ?
উঃ ১৯০৮ সালে
৪৪) মনীষী কাদের বলে ?
উঃ যারা দেশের মানুষের কথা ভেবেছেন দেশের জন্য কাজ করেছেন তাদের মনীষী বলে।
যেমন- রাজা রামমোহন রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, ডিরোজিও।
৪৫) মুন্ডা বিদ্রোহের একজন নেতার নাম লেখ।
উঃ বিরসা মুন্ডা
৪৬) দানাশস্য জাতীয় একটি ফসলের উদাহরণ দাও।
উঃ জোয়ার, বাজরা
৪৭) তরাই অঞ্চলের দুটি নদীর নাম লেখ।
উঃ তিস্তা ও মহানন্দা
৪৮) কোথাকার চা স্বাদ ও সুগন্ধির জন্য বিখ্যাত ?
উঃ দার্জিলিং
৪৯) তরাইয়ের_________ আর ___________বিখ্যাত।
উঃ আনারস, কলা
৫০) রেশম কীট পালনের জন্য ___________চাষ হয়।
উঃ তুঁত গাছ
৫১) DVC এর পুরো কথা কি ?
উঃ দামোদর ভ্যালি কর্পোরেশন
৫২) মহানন্দা নদীর জন্ম কোথায় ?
উঃ দার্জিলিং জেলার ডাওহিল
৫৩) কুলিক পাখিরালয় কোথায় অবস্থিত ?
উঃ রায়গঞ্জ
৫৪) রাঢ় অঞ্চলের কয়েকটি উদ্ভিদের নাম লেখ।
উঃ পিপুল, বাবলা, নিম, তেঁতুল ইত্যাদি।
৫৫) ফজলি আমের জন্য বিখ্যাত কোন জেলা ?
উঃ মালদা
৫৬) কোথাকার পেয়ারা বিখ্যাত ?
উঃ বারুইপুর
৫৭) কাজুবাদাম চাষ হয় কোথায় ?
উঃ দীঘা
৫৮) দক্ষিণের নোনা জমিতে কোন কোন গাছের চাষ হয় ?
উঃ সূর্যমুখী, লঙ্কা, ভুট্টা, খেসারি ইত্যাদি।
৫৯) কোন মাছ লেজে ভর দিয়ে চলে ?
উঃ চ্যাং মাছ
৬০) কয়েকটি লুপ্তপ্রায় মাছের নাম লেখ।
উঃ সরপুঁটি, ন্যাদোস, খোরশুলা ইত্যাদি।
৬১) জাল ছাড়া আর কি দিয়ে মাছ ধরা হয় ?
উঃ ছিপ, ঘুনি, পোলো ইত্যাদি।
Comments
Post a Comment
Haven't doubt please let me know.