বাংলা ব্যাকরণ সপ্তম শ্রেণী নানা রকম শব্দ প্রশ্ন উত্তর
বাংলা ব্যাকরণ
সপ্তম শ্রেণী
দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ব্যাকরণের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি উত্তরসহ আলোচনা করা হয়েছে।
১) শব্দ কাকে বলে ?
উঃ দুই বা ততোধিক বর্ণ পাশাপাশি বসে একটি নির্দিষ্ট অর্থ প্রকাশ করলে তাকে শব্দ বলে।
২) পদ কাকে বলে ?
উঃ বিভক্তিযুক্ত শব্দকে পদ বলে।
৩) হরিণ শব্দের প্রকৃতি প্রত্যয়জাত অর্থ কি ?
উঃ যে হরণ করে।
৪) পঙ্কজ শব্দের প্রকৃতি প্রত্যয়জাত অর্থ কি ?
উঃ যে পাঁকে জন্মায়।
৫) হরিণ ও পঙ্কজ শব্দের প্রচলিত অর্থ লেখ।
উঃ হরিণ শব্দের প্রচলিত অর্থ - একটি বিশেষ প্রাণী বা মৃগ।
পঙ্কজ শব্দের প্রচলিত অর্থ - পদ্ম
৬) যৌগিক শব্দ কাকে বলে ? উদাহরণ দাও।
উঃ যে শব্দের অর্থ প্রকৃতি প্রত্যয়ের সম্মিলিত অর্থ থেকেই পাওয়া যায় তাকে যৌগিক শব্দ বলে। যেমন - স্মরণীয়, গায়ক ইত্যাদি।
৭) রূঢ় শব্দ কাকে বলে ? উদাহরণ দাও।
উঃ যে শব্দের প্রচলিত অর্থের সঙ্গে বুৎপত্তিগত অর্থ বা প্রকৃতি প্রত্যয়জাত অর্থের কোন সম্পর্ক থাকে না তাকে রূঢ় শব্দ বলে ।
যেমন - হরিণ, মন্ডপ, প্রবীণ ইত্যাদি।
৮) যোগরূঢ় শব্দের সংজ্ঞাসহ উদাহরণ দাও।
উঃ যে শব্দের প্রচলিত অর্থে সঙ্গে ব্যুৎপত্তিগত অর্থ বা সম্পর্ক থাকলেও অন্য অর্থগুলির থেকে একটি অর্থই বিশেষ হয়ে যায় তাকে যোগরূঢ় শব্দ বলে। যেমন - পঙ্কজ, বাঁশি ইত্যাদি।
৯) অর্থগতভাবে শব্দকে কটি ভাগে ভাগ করা যায় ও কি কি ?
উঃ অর্থগতভাবে শব্দকে তিনটি ভাগে ভাগ করা যায় - ক) যৌগিক শব্দ খ) রুঢ় শব্দ গ) যোগরূঢ় শব্দ।
১০) গঠনগতভাবে শব্দকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কি কি ?
উঃ গঠনগতভাবে শব্দকে দুটি ভাগে ভাগ করা যায় - ক) মৌলিক শব্দ ও খ) সাধিত শব্দ।
১১) শব্দদ্বৈত কাকে বলে ?
উঃ একটি বিশেষ শব্দের দুবার ব্যবহারের মধ্য দিয়ে অর্থের ও ভাবের বৈচিত্র্য সৃষ্টি হলে তাকে শব্দদ্বৈত বলে।
১২) ধ্বন্যাত্মক শব্দ কাকে বলে ?
উঃ যে শব্দের মাধ্যমে কোন বাস্তব বা অনুভূতির গ্রাহ্য কোন অবস্থার দ্যোতনা ফুটে ওঠে তাদের ধ্বন্যাত্মক শব্দ বলে।
যেমন - ঢং ঢং করে ঘন্টা বাজল।
১৩) ধনাত্মক শব্দকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কি কি ? প্রত্যেক ভাগের একটি করে উদাহরণ দাও।
উঃ ধ্বন্যাত্মক শব্দকে দুটি ভাগে ভাগ করা যায় - ধ্বনি প্রকাশক ধ্বন্যাত্মক শব্দ এবং ভাব প্রকাশক ধ্বন্যাত্মক শব্দ।
১৪) নিচের বাক্যগুলিকে কোন অর্থে শব্দদ্বৈত ব্যবহার হয়েছে লেখে।
ক) হাতে হাতে কাজটা এগিয়ে দাও।
উঃ সাহায্য অর্থে
খ) আকাশে টুকরো টুকরো মেঘ ছড়িয়ে।
উঃ বহুলতা অর্থে
গ) জীবনটা হেসে খেলে কেটে গেল।
উঃ প্রায় সমার্থক শব্দযোগ অর্থে
ঘ) ভালো-মন্দ সবই নিয়ে এ ধরনী ভালো।
উঃ বিপরীতার্থক শব্দদ্বৈত
ঙ) মিনিটে মিনিটে জার্মানি গোল দিল।
উঃ দ্রুত অর্থে
Comments
Post a Comment
Haven't doubt please let me know.