Posts

হিমবাহের ক্ষয় কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপ এর সচিত্র বিবরণ

  প্রশ্নঃ হিমবাহের ক্ষয় কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপ এর সচিত্র বিবরণ দাও। উঃ হিমবাহের ক্ষয়কার্য কেবল পর্বতের উপরেই সীমাবদ্ধ থাকে। হিমবাহের ক্ষয় কার্যের ফলে উচ্চ পার্বত্য অঞ্চলে যে বিভিন্ন প্রকার ভূমিরূপের সৃষ্টি হয় তা হল - ক) করি বা সার্কঃ উচ্চ পর্বত গাত্রে হিমবাহের ক্ষয় কার্যের ফলে গঠিত হাতলযুক্ত চেয়ারের মতো আকৃতি বিশিষ্ট ভূমিরূপকে করি বা সার্ক বলে। গঠনঃ করির তিনটি অংশ মস্তক দেশে খাড়া দেওয়াল মধ্যভাগে গর্ত এবং নিম্নদিকে ধীবির মতো উঁচু শিলাস্তূপ। বৈশিষ্ট্যঃ ক) করির পিছনের দেওয়াল খুব খাড়া হয়। খ) করির উপরিভাগে একটি হিমবাহ অবস্থান করে। গ) করির মধ্যভাগের গর্তে জল জমে হ্রদ তৈরি হয়, যেটিকে করি হ্রদ বা টার্ন হ্রদ বলে।  ২) হিমদ্রোণীঃ হিমবাহের ক্ষয় কার্যের ফলে সৃষ্ট উপত্যকাকে হিমদ্রোণী বলে। গঠনঃ যে উপত্যকার মধ্য দিয়ে হিমবাহ প্রবাহিত হয় সেই উপত্যকাটি হিমবাহের ক্ষয়কার্যের দ্বারা অত্যন্ত প্রশস্ত, মোটামুটি মসৃণ তলদেশ ও পার্শ্বদেশে খাড়া ঢাল বিশিষ্ট উপত্যকায় পরিণত হয়। ইহা ইংরেজি U আকৃতি বিশিষ্ট হয়। বৈশিষ্ট্যঃ ক) অনেক সময় এইরকম গভীর উপত্যকায় হিমবাহ গলা জল জমে হ্রদের ...

হ য ব র ল- সুকুমার রায়

            হ য ব র ল      প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন  ১-১৫ পৃঃ পর্যন্ত প্রশ্ন ও উত্তর সহ বর্ণনা করা হয়েছে। ১) হ য ব র ল - কার লেখা ?  উঃ সুকুমার রায়  ২) রুমালটা কি হয়ে গিয়েছিল ? উঃ বিড়াল ৩) ছিল একটা ডিম, হয়ে গেল দিব্যি একটা _______। উঃ প্যাঁকপেঁকে হাঁস ৪) এক চোখ বুজে ফ্যাচফ্যাচ করে, বিশ্রী রকম হাসছিল কে ? উঃ মোটাসোটা লাল টকটকে একটা বিড়াল। ৫) কোথায় রুমালটা বেড়াল হয়ে গিয়েছিল ? শেষ পর্যন্ত সে কোথায় চলে গেল ? উঃ ঘাসের উপরে রাখা রুমালটা বেড়াল হয়ে গিয়েছিল।          শেষ পর্যন্ত সে লেজ খাড়া করে বাগানের বেড়া টপকে পালিয়ে গিয়েছিল। ৬) চন্দ্রবিন্দুর চ, বেড়ালের তালব্য শ, রুমালের মা হল ____________। উঃ চশমা ৭) গরম লাগে তো____________ গেলেই পারো। উঃ তিব্বত  ৮) বিড়াল তিব্বত যাওয়ার রাস্তা কিভাবে বলেছিল ? উঃ কলকাতা, ডায়মন্ড হারবার, রানাঘাট, তিব্বত ।ব্যাস, সিধে রাস্তা সওয়া ঘন্টার পথ। ৯) গেছো দাদা কোথায় থাকে ? উঃ গাছেই থাকে  ১০) চোখ খুলে গল্পের কত কি দেখেন ? উঃ বিড়ালটা ল্যাজ খাড়া করে...

আত্মকথা - রামকিঙ্কর বেইজ

          আত্মকথা              রামকিঙ্কর বেইজ  ১) রামকিঙ্কর বেইজের চিত্রশিল্পে প্রথম বর্ণপরিচয় কিসে হয় ? উঃ ভিসুয়াল আর্ট  ২) ছবি আমার তখনই ভালো লাগতো - কার কখন ছবি ভালো লাগতো? উঃ রামকিঙ্কর বেইজের শৈশবে ছবি ভালো লাগার কথা বলা হয়েছে।       তিনি বলেছেন, তাদের বাড়ি-ঘরের চারিদিকের দেওয়ালে নানা দেবদেবীর ছবি থাকতো আর সেই দেখেই তিনি কপি করতেন। আর তখনই তার ছবি ভালো লাগতো। ৩) একদিন হঠাৎ বৃষ্টির পরে দেখি মরাম ধুয়ে _______ মাটি বেরিয়ে পড়েছে । উঃ নীল রঙের  ৪) লেখকের প্রথম শিল্পের স্কুল বলতে কি ছিল? উঃ বাড়ির পাশে থাকা কুমোর পাড়া  ৫) এইগুলি রঙের প্রয়োজন মেটাতো- কিসের কথা বলা হয়েছে ? উঃ গাছের পাতার রস, বাটনা বাটা শিলের হলুদ, মেয়েদের পায়ের আলতা, মুড়ি-ভাজা খোলার চাঁছা ভুষকালির কথা বলা হয়েছে। ৬) লেখক কি দিয়ে তুলি বানাতেন ? উঃ ছাগলের ঘাড়ের লোম কেটে বাঁশের কাঠির ডগায় বেঁধে তুলে বানাতেন। ৭) ছাত্রাবস্থায় লেখকের প্রতিমাসের কাজ কি ছিল ? উঃ স্কুলের দেওয়ালে আঁকা ছবি ঝোলানো আর পত্রিকায় ছবি দেওয়া। ...

শক্তি দম্ভ স্বার্থ লোভ Bengali compulsory 1st semester Burdwan University

  শক্তি দম্ভ স্বার্থ লোভ           ৯২ সংখ্যক কবিতা শক্তি দম্ভ স্বার্থ লোভ মারীর মতন  দেখিতে দেখিতে আজি ঘিরিছে ভূবন।  দেশ হতে দেশান্তরে স্পর্শবিষ তার  শান্তিময় পল্লী যত করে ছারখার।  যে প্রশান্ত সরলতা জ্ঞানে সমুজ্জ্বল,  স্নেহে যাহা রসসিক্ত, সন্তোষে শীতল,  ছিল তাহা ভারতের তপোবনতলে। বস্তুভারহীন মন সর্ব জলে স্থলে  পরিব্যাপ্ত করি দিত উদার কল্যাণ,  জড়ে জীবে সর্বভূতে অবারিত ধ্যান  পশিত আত্মীয়রূপে। আজি তাহা নাশি  চিত্ত যেথা ছিল সেথা এল দ্রব্যরাশি,  তৃপ্তি যেথা ছিল সেথা এল আড়ম্বর,  শান্তি যেথা ছিল সেথা স্বার্থের সমর। বিষয় সংকেত: ক) 'শক্তি দস্ত স্বার্থ লোভ' কবিতাটি নৈবেদ্য কাব্যগ্রন্থের ৯২ সংখ্যক কবিতা। খ) ৯২ সংখ্যক কবিতাটি স্তোত্রধর্মী গীতি কবিতা। গ) কবিতাটি ১৩০৮ বঙ্গাব্দে প্রকাশিত হয়। ঘ) কবিতাটি চতুর্দশপদী প্রবহমান পয়ার আঙ্গিকে লেখা।   বিকল্পভিত্তিক সঠিক উত্তর নির্বাচন ১। 'শক্তি দন্ত স্বার্থ লোভ' কবিতাটি কোন্ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? (ক) ক্ষণিকা (খ) পুনশ্চ (গ) শিশু (ঘ) নৈবেদ্য উঃ নৈবেদ্য ২। '...

Class-7 history question

  Class 7 history 2nd chapter First summative exam history question History chapter 2 for class- 7 ১) ইন্ডিয়া নামটি কে প্রথম ব্যবহার করেছিলেন ? উঃ গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস  ২) ইতিহাসের উপাদান বলতে কী বোঝো?  উঃ পুরনো দিনের যে সকল জিনিসপত্র দেখে অতীতের কথা জানা যায় তাদের ইতিহাসের উপাদান বলে ।যেমন - পুরানো বাড়িঘর, মন্দির, মসজিদ, টাকা পয়সা ইত্যাদি। ৩) লেখ বলতে কী বোঝো ? উঃ পাথর বা ধাতুর পাতে লেখা থেকে পুরনো দিনের অনেক কথা জানা যায়, সেগুলিকে লেখ বলে। ৪) ইতিহাসের উপাদানগুলিকে কটি ভাগে ভাগ করা যায় ও কি কি ? উঃ চারটি - লেখ, মুদ্রা ,স্থাপত্য-ভাস্কর্য ও লিখিত উপাদান। ৫) বঙ্গ নামটির প্রথম উল্লেখ পাওয়া যায় কোথায় ? উঃ ঋকবেদের ঐতরেয় আরণ্যকে  ৬) অর্থশাস্ত্র কে রচনা করেন ? উঃ কৌটিল্য  ৭) রঘুবংশম কাব্যটি কার লেখা ? উঃ কালিদাস  ৮) সুবা শব্দের অর্থ কি ?  উঃ প্রদেশ বা রাজ্য  ৯) প্রাচীন বাংলার অঞ্চল গুলির মধ্যে বৃহত্তম অঞ্চলের নাম কি ? উঃ পুন্ড্রবর্ধন  ১০) ভাগীরথী ও করতোয়া নদীর মাঝের এলাকা _______ নামে পরিচিত।  উঃ বরেন্দ্র অঞ্চল  ১১) শশাঙ্কের...

দশম শ্রেণী ইতিহাস প্রথম অধ্যায়

   মাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায়       ইতিহাসের ধারণা A একটি বাক্যে উত্তর দাও  ১) বাঙালি ছানার তৈরি মিষ্টির ব্যবহার শেখে কাদের কাছ থেকে ? উঃ পোর্তুগীজ ২) মোহনবাগান ক্লাব কবে IFA শিল্ড জয় করেছিল ? উঃ ১৯১১ খ্রিস্টাব্দে ৩) ৭০ বৎসর নামক আত্মজীবনী গ্রন্থটি কার লেখা ? উঃ বিপিনচন্দ্র পাল ৪) সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয় ? উঃ দিল্লির জাতীয় মহাফেজখানায়। ৫) Twenty two yards two freedom বইটির লেখক কে ? উঃ বোরিয়া মজুমদার  ৬) নতুন সামাজিক ইতিহাসে কাদের কথা বলা হয়েছে ? উঃ সাধারণ মানুষ  ৭) ভারতীয় ফুটবলের জনক বলা হয় কাকে ? উঃ নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী  ৮) জীবনের ঝরাপাতা কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল ? উঃ দেশ  ৯) জীবনের ঝরাপাতা কার আত্মজীবনী ? উঃ সরলা দেবীচৌধুরানী ১০) ২২ গজের খেলা কাকে বলে ? উঃ ক্রিকেট  ১১) জীবনস্মৃতি আসলে কার স্মৃতিকথা ? উঃ রবীন্দ্রনাথ ঠাকুর  ১২) বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কি ? উঃ দিগদর্শন  ১৩) ঠুংরি গানের প্রবর্তক কে ? উঃ গোলাম আলী খাঁ  ১৪) কাকে কেকের দেশ বলে ? উঃ স্কটল্যান্ড ১৫) স...

নদীর সঞ্চয় কার্যের ফলে শ্রেষ্ঠ ভূমিরূপ গুলির বিবরণ দাও।

 প্রশ্নঃ নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ গুলির সংক্ষিপ্ত বিবরণ দাও।             প্রশ্নের মান - ৫  উত্তরঃ পার্বত্য অঞ্চলে নদী প্রধানত ক্ষয়কাজ করে এবং সমভূমি অঞ্চলে সঞ্চয়কাজ করে। নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ সম্পর্কে আলোচনা করা হল-  ক) পলল ব্যজনীঃ পলল শব্দের অর্থ পলি আর ব্যজনী কথার অর্থ হাতপাখা। সমভূমি অঞ্চলের ভূমির ঢাল হঠাৎ কমে যায়। ফলে নদীর গতিবেগ এবং বহন ক্ষমতা কমে যায়। তাই সমভূমির নদীখাতে পলি, বালি, কাঁকর প্রভৃতি জমে হাত পাখার মত ত্রিকোণাকার পললভূমি বা পলল ব্যজনীর সৃষ্টি করে। উদাহরণঃ হিমালয়ের পাদদেশে গঙ্গার বিভিন্ন উপনদীতে পলল ব্যজনী দেখা যায়।  খ) বালুচরঃ সমভূমি অঞ্চলে নদীর গতিবেগ কম থাকায় পার্বত্য অঞ্চল থেকে বয়ে আনা নুড়ি, পাথর, বালি প্রভৃতি নদীবক্ষে সঞ্চিত হয়ে চড়ের আকারে জেগে ওঠে একে নদীচর বা বালুচর বলে।  উদাহরণঃ ব্রহ্মপুত্র নদের মাজুলী দ্বীপ ভারতের বৃহত্তম নদীচর। গ) নদীবাঁকঃ সমভূমি অঞ্চলে নদীর গতিবেগ কমে যায়। এর ফলে সামান্য বাধা পেলেই নদী এঁকেবেঁকে প্রবাহিত হয়। একেই নদীবাঁক বা মিয়েন্ডার বলে। উদাহ...

নদীর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ গুলির বর্ণনা দাও

  প্রশ্নঃ নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের বর্ণনা দাও।                                                 প্রশ্নের মান - ৫  উত্তরঃ নদীর উচ্চ গতিতে প্রধান কাজ হল ক্ষয় সাধন করা। নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা নিম্নে আলোচনা হল - ক) ক্যানিয়নঃ পার্বত্য অঞ্চলে নদীর ক্ষয় কার্যের ফলে ক্যানিয়নের সৃষ্টি করে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি হওয়ায় নদীগুলির নিম্ন ক্ষয় বেশি হয়। এজন্য নদীর উপত্যকা সংকীর্ণ ও গভীর হয়ে ইংরেজি I অক্ষরের মতো দেখতে হয়, একে ক্যানিয়ন বলে।  বৈশিষ্ট্যঃ অ) ইহা শুষ্ক জলবায়ু অঞ্চলে দেখা যায়। আ) এর আকৃতি ইংরেজি I অক্ষরের মত হয়। ই) এই প্রক্রিয়ায় নদীর কেবল নিম্নক্ষয় ঘটে। উদাহরণ - কলরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন।  খ) গিরিখাতঃ উচ্চ পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকায় নদীগুলি প্রবলভাবে নিম্নক্ষয় করে। এই নিম্ন ক্ষয়ের কারণে নদী উপত্যকা গুলি সংকীর্ণ ও গভীর হয়ে ওঠে। নদীর উভয় দিক থেকে নেমে আসা জল, আবহবিকা...

ছুটি গল্প-রীন্দ্রনাথ ঠাকুর

  Bengali compulsory  1st semister Burdwan University                       ছুটি                          রবীন্দ্রনাথ ঠাকুর  রচনাকাল - ১২৯৯ বঙ্গাব্দ  উৎস - ছিন্নপত্র প্রকাশিত পত্রিকা - সাধনা পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। প্রধান চরিত্র - ফটিক চক্রবর্তী গল্পের বিষয়বস্তু নিম্নলিখিতঃ  বালকদিগের সর্দার ফটিক চক্রবর্তীর মাথায় চট করিয়া একটা নূতন ভাবোদয় হইল, নদীর ধারে একটা প্রকাণ্ড শালকাষ্ঠ মাস্তলে রূপান্তরিত হইবার প্রতীক্ষায় পড়িয়া ছিল; স্থির হইল, সেটা সকলে মিলিয়া গড়াইয়া লইয়া যাইবে। যে-ব্যক্তির কাঠ, আবশ্যককালে তাহার যে কতখানি বিস্ময়, বিরক্তি এবং অসুবিধা বোধ হইবে, তাহাই উপলব্ধি করিয়া বালকেরা এ প্রস্তাবে সম্পূর্ণ অনুমোদন করিল। কোমর বাঁধিয়া সকলেই যখন মনোযোগের সহিত কার্যে প্রবৃত্ত হইবার উপক্রম করিতেছে, এমন সময়ে ফটিকের কনিষ্ঠ মাখনলাল গম্ভীরভাবে সেই গুঁড়ির উপরে গিয়া বসিল; ছেলেরা তাহার এইরূপ উদার ঔদাসীন্য দেখিয়া কিছু বিমর্ষ হইয়া গেল। একজন আসিয়া ভয়ে ভয়ে ত...

জ্ঞানচক্ষু - আশাপূর্ণা দেবী

 ১) "তোমার গল্প তো দিব্যি হয়েছে"- কে কাকে উক্তিটি করেছে ? উঃ ছোট মেসো তপনকে উক্তিটি করেছে। ২) কারেকশান শব্দের অর্থ কি ? উঃ সংশোধন  ৩) তপন প্রথমটা ভাবে ঠাট্টা - তপন কোনটাকে ঠাট্টা বলে মনে করে ? উঃ তপনের গল্পটিকে দেখে যখন তার ছোট মেসো বলেন একটু কারেকশান করে দিলে ছাপাতে দেওয়া চলে। এ কথাকেই তপন প্রথমে ঠাট্টা বলে মনে করেছিল।  ৪) মেসর উপযুক্ত কাজ হবে সেটা "- মেসোর উপযুক্ত কাজটি কি ? উঃ তপনের লেখা গল্পটিকে ছাপিয়ে দেওয়া। ৫) ছোট মেসো কোন পত্রিকায় লিখতেন ? উঃ সন্ধ্যাতারা  ৬) তপনের হাত আছে - হাত আছে বলতে কী বোঝানো হয়েছে ? উঃ গল্প লেখার দক্ষতা বা ভাষার দখলকে বোঝানো হয়েছে। ৭) তপনের গল্পের বিষয় কি ছিল ? উঃ তপনের ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা আর অনুভূতি। ৮) তপনের বয়সের ছেলেমেয়েরা কি বিষয়ে গল্প লেখে ? উঃ রাজা রানীর গল্প, নয়তো খুন, জখম, এক্সিডেন্ট, না খেতে পেয়ে মরে যাওয়া এইসব নিয়ে গল্প লেখে। ৯) তপন বিহ্বল দৃষ্টিতে তাকায় - বিহবল দৃষ্টিতে তাকানোর কারন কি ? উঃ তপনের গল্প দেখে যখন তার ছোট তারিফ করে বলেন এটা খুব ভালো। ওর হবে। এ কথা শুনে তপন বিহ্বল দৃষ্টিতে তাকায়। ১০) শুধু এ...