জ্ঞানচক্ষু - আশাপূর্ণা দেবী
১) "তোমার গল্প তো দিব্যি হয়েছে"- কে কাকে উক্তিটি করেছে ?
উঃ ছোট মেসো তপনকে উক্তিটি করেছে।
২) কারেকশান শব্দের অর্থ কি ?
উঃ সংশোধন
৩) তপন প্রথমটা ভাবে ঠাট্টা - তপন কোনটাকে ঠাট্টা বলে মনে করে ?
উঃ তপনের গল্পটিকে দেখে যখন তার ছোট মেসো বলেন একটু কারেকশান করে দিলে ছাপাতে দেওয়া চলে। এ কথাকেই তপন প্রথমে ঠাট্টা বলে মনে করেছিল।
৪) মেসর উপযুক্ত কাজ হবে সেটা "- মেসোর উপযুক্ত কাজটি কি ?
উঃ তপনের লেখা গল্পটিকে ছাপিয়ে দেওয়া।
৫) ছোট মেসো কোন পত্রিকায় লিখতেন ?
উঃ সন্ধ্যাতারা
৬) তপনের হাত আছে - হাত আছে বলতে কী বোঝানো হয়েছে ?
উঃ গল্প লেখার দক্ষতা বা ভাষার দখলকে বোঝানো হয়েছে।
৭) তপনের গল্পের বিষয় কি ছিল ?
উঃ তপনের ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা আর অনুভূতি।
৮) তপনের বয়সের ছেলেমেয়েরা কি বিষয়ে গল্প লেখে ?
উঃ রাজা রানীর গল্প, নয়তো খুন, জখম, এক্সিডেন্ট, না খেতে পেয়ে মরে যাওয়া এইসব নিয়ে গল্প লেখে।
৯) তপন বিহ্বল দৃষ্টিতে তাকায় - বিহবল দৃষ্টিতে তাকানোর কারন কি ?
উঃ তপনের গল্প দেখে যখন তার ছোট তারিফ করে বলেন এটা খুব ভালো। ওর হবে। এ কথা শুনে তপন বিহ্বল দৃষ্টিতে তাকায়।
১০) শুধু এটাই জানা ছিল না - কি জানা ছিল না ?
উঃ গল্প যে সহজ মানুষেই লিখতে পারে এটাই তপনের জানা ছিল না।
১১) একাসনে বসে তপন কটি গল্প লিখেছিল ?
উঃ একটি
১২) মাথার চুল খাড়া হয়ে উঠল - কারন কি ?
উঃ তপন নিজের লেখা গল্প পড়লে তার মাথার চুল খাড়া হয়ে উঠেছিল ও গায়ে কাঁটা দিয়ে উঠেছিল।
১৩) গল্প লেখার কথা তপন সর্বাগ্রে কাকে দিয়েছিল ?
উঃ ছোটমাসিকে
১৪) ছোট মাসিকে বলে বসে - কে কি বলে ?
উঃ তপন, একটা গল্প লিখেছি।
১৫) তপনের থেকে ছোট মাসি কত দিনের বড় ?
উঃ ৮ বছর
১৬) এদিকে বাড়িতে তপনের নাম হয়ে গেছে - কি নাম হয়েছে ?
উঃ কবি, সাহিত্যিক, কথাশিল্পী।
১৭) যেন নেশায় পেয়েছে- কিসের নেশা ?
উঃ গল্প লেখার নেশা।
১৮) ঠাট্টা তামাশার মধ্যে তপন কয়টি গল্প লিখেছিল ?
উঃ দু তিনটে
১৯) এমন সময় ঘটলো সেই ঘটনা / বুকের রক্ত ছলকে ওঠে তপনের - কারণ কি ?
উঃ তপনের ছোট মাসি ও মেসোর হাতে এক সংখ্যা সন্ধ্যা তারা পত্রিকাটি দেখে তপনের বুকের রক্ত ছলকে উঠেছিল।
২০) পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে - কোনটিকে অলৌকিক ঘটনা বলা হয়েছে ?
উঃ তপন কুমার রায়ের লেখা গল্প হাজার হাজার ছেলের হাতে ঘুরবে, এটা কি অলৌকিক ঘটনা বলা হয়েছে।
২১) সূচিপত্রে নামও রয়েছে - কি নাম আছে ?
উঃ প্রথম দিন (গল্প) শ্রী তপন কুমার রায়।
২২) বাড়িতে শোরগোল পড়ে যায় - কারণ কি ?
উঃ তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে।
২৩) ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে - কোন কথা ?
উঃ কারেকশনের কথা
২৪) মেজকাকু বলে - কি বলে ?
উঃ ওরকম একটি লেখক মেসো থাকা মন্দ নয়।আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম।
২৫) সন্ধ্যা তারা পত্রিকার সম্পাদক তপনের গল্প কোন আঙুল দিয়ে ছুতো ?
উঃ কড়ে আঙুল
২৬) তখন ছাদে উঠে কিসে চোখ মোছে ?
উঃ শার্টের তলাটা তুলে
২৭) শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন - তখন কি সংকল্প করেছিল ?
উঃ যদি কখনো লেখা ছাপতে দেয় তো, তপন নিজে গিয়ে দেবে। নিজের কাঁচা লেখা। তাতে ছাপা হয় হোক না হয় না হোক।
২৮) তপনের মেসোমশাই কোন পত্রিকার সম্পাদক কে চিনতেন ?
উঃ সন্ধ্যাতারা
২৯) যেন নেশায় পেয়েছে "- কাকে কিসের নেশায় পেয়েছে ?
উঃ আলোচ্য অংশে তপনকে গল্প লেখার নেশার কথা বলা হয়েছে।
৩০) "শুধু এটাই জানা ছিল না"- কার কি জানা ছিল না ?
উঃ
৩১) তপন কৃতার্থ হয়ে বসে বসে দিন গোনে - কৃতার্থ শব্দটির অর্থ কি ?
উঃ
প্রতিটি প্রশ্নের মান - ৩
১) যদি কখনো লেখা ছাপাতে দেয় তো, তপন নিজে গিয়ে দেবে"- কখন তপন এমন সিদ্ধান্ত নিয়েছিল ? কেন তার এমন সিদ্ধান্ত ? ১+২=৩
উঃ
২) "যে ভয়ংকর আহ্লাদটা হবার কথা, সে আহ্লাদ খুঁজে পায় না"- আহ্লাদ হওয়ার কথা ছিল কেন ? আহ্লাদ খুঁজে না পাওয়ার কারণ কি ?
উঃ
৩) "আজ আর অন্য কথা নেই"- কোন দিনের কথা বলা হয়েছে? অন্য কথা নেই কেন ?
উঃ
৪) "তবে তপনেরই বা লেখক হতে বাধা কি?"- কি কারণে তপনের লেখক হতে বাধা ছিল না ?
উঃ
প্রতিটি প্রশ্নের মান ৫
১) তখন আর পড়তে পারে না বোবার মত বসে থাকে তপনের এরকম অবস্থার কারণ বর্ণনা কর।
উঃ
২) "তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের"- কার এই অনুভূতি ? কোন ঘটনার পরিপ্রেক্ষিতে তার এই অনুভূতি হয়েছিল তা কাহিনী অনুসারে নিজের ভাষায় লেখ।
৩) "তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন"- দিনটিকে তপনের সবচেয়ে দুঃখের দিন বলে মনে হয় কেন ? দিনটি তপনের কাছে কতটা গুরুত্বপূর্ণ ?
উঃ
৪) "কিন্তু নতুন মেসোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের"- কিভাবে তপনের প্রথম জ্ঞানচক্ষু খুলেছিল? তার সত্যিকারের জ্ঞানচক্ষু খুলেছিল কিভাবে ?
Comments
Post a Comment
Haven't doubt please let me know.