নদীর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ গুলির বর্ণনা দাও

 প্রশ্নঃ নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের বর্ণনা দাও।                                                প্রশ্নের মান - ৫ 

উত্তরঃ নদীর উচ্চ গতিতে প্রধান কাজ হল ক্ষয় সাধন করা। নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা নিম্নে আলোচনা হল -

ক) ক্যানিয়নঃ পার্বত্য অঞ্চলে নদীর ক্ষয় কার্যের ফলে ক্যানিয়নের সৃষ্টি করে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি হওয়ায় নদীগুলির নিম্ন ক্ষয় বেশি হয়। এজন্য নদীর উপত্যকা সংকীর্ণ ও গভীর হয়ে ইংরেজি I অক্ষরের মতো দেখতে হয়, একে ক্যানিয়ন বলে। 

বৈশিষ্ট্যঃ অ) ইহা শুষ্ক জলবায়ু অঞ্চলে দেখা যায়। আ) এর আকৃতি ইংরেজি I অক্ষরের মত হয়। ই) এই প্রক্রিয়ায় নদীর কেবল নিম্নক্ষয় ঘটে।

উদাহরণ - কলরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন। 

খ) গিরিখাতঃ উচ্চ পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকায় নদীগুলি প্রবলভাবে নিম্নক্ষয় করে। এই নিম্ন ক্ষয়ের কারণে নদী উপত্যকা গুলি সংকীর্ণ ও গভীর হয়ে ওঠে। নদীর উভয় দিক থেকে নেমে আসা জল, আবহবিকার ইত্যাদির প্রভাবে কিছুটা পার্শ্বক্ষয় হয় । ফলে নদী উপত্যকা ইংরেজি V অক্ষরের মতো আকৃতি ধারণ করে, একে গিরিখাত বলে।

বৈশিষ্ট্যঃ অ) আর্দ্র জলবায়ু অঞ্চলে গিরিখাত সৃষ্টি হয়। আ) গিরিখাত সাধারণত ইংরেজি V অক্ষরের মতো আকৃতি ধারণ করে।

উদাহরণ - 

গ) জলপ্রপাতঃ নদীর জলপ্রবাহ যখন হঠাৎ কোনো উচ্চস্থান থেকে নিচের দিকে লাফিয়ে পড়ে তখন তাকে জলপ্রপাত বলে।

সৃষ্টির কারণঃ নদীর গতিপথে কঠিন ও কোমল শিলাস্তর উপরে নিচে আড়াআড়ি ভাবে অবস্থান করলে, প্রবল স্রোতে উপরের কঠিন শিলাস্তর ধীরে ধীরে ক্ষয় হওয়ার ফলে নিচের কোমল শিলাস্তর উন্মুক্ত হয়ে পড়ে। কোমল শিলাস্তর দ্রুত ক্ষয়প্রাপ্ত হয় বলে সেখানে খাড়া ঢালের সৃষ্টি হয় এবং নদীর স্রোত খাড়া ঢাল থেকে প্রবল বেগে নিচে লাফিয়ে পড়ে জলপ্রপাত সৃষ্টি করে। 

বৈশিষ্ট্যঃ অ) এই প্রকার ভূমি রূপে উঁচু স্থান থেকে জল নিচের দিকে লাফিয়ে পড়ে। আ) এই প্রকার ভূমিরূপে নদীর গতিপথে কঠিন ও কোমল শিলাস্তর উপর নিচে আড়াআড়িভাবে অবস্থান করে। 

উদাহরণ - এঞ্জেল জলপ্রপাত (পৃথিবীর উচ্চতম জলপ্রপাত)

ঘ) প্রপাত কূপঃ জলপ্রপাতের নিচের অংশে জলের গতিবেগ ও শক্তির খুব বেশি থাকে। জলপ্রপাতের জল যে অংশে নিচে পড়ে নদীখাতের সেই অংশের জল ও পাথর খণ্ডের আঘাতে বড় বড় গর্ত সৃষ্টি করে, একে প্রপাত কূপ বলে। 

উদাহরণঃ মধ্য প্রদেশের পাঁচমারিতে লিটল ফল জলপ্রপাত।

ঙ) মন্থকূপঃ নদীর উচ্চ গতিতে প্রবল জলস্রোতের সঙ্গে নুড়ি, পাথর প্রভৃতি ঘুরতে ঘুরতে নদীর তলদেশ দিয়ে এগিয়ে যায়। ফলে তাদের ধর্ষণে নদীখাতে কূপের মত অনেক গর্ত সৃষ্টি হয়,এগুলিকে মন্থকূপ বলে। 

উদাহরণঃ তিস্তা নদীর পার্বত্য প্রবাহের অনেক মন্থকূপ দেখা যায়।





Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)