শক্তি দম্ভ স্বার্থ লোভ Bengali compulsory 1st semester Burdwan University

 শক্তি দম্ভ স্বার্থ লোভ 

        ৯২ সংখ্যক কবিতা


শক্তি দম্ভ স্বার্থ লোভ মারীর মতন 

দেখিতে দেখিতে আজি ঘিরিছে ভূবন। 

দেশ হতে দেশান্তরে স্পর্শবিষ তার 

শান্তিময় পল্লী যত করে ছারখার। 

যে প্রশান্ত সরলতা জ্ঞানে সমুজ্জ্বল, 

স্নেহে যাহা রসসিক্ত, সন্তোষে শীতল, 

ছিল তাহা ভারতের তপোবনতলে।


বস্তুভারহীন মন সর্ব জলে স্থলে 

পরিব্যাপ্ত করি দিত উদার কল্যাণ, 

জড়ে জীবে সর্বভূতে অবারিত ধ্যান 

পশিত আত্মীয়রূপে। আজি তাহা নাশি 

চিত্ত যেথা ছিল সেথা এল দ্রব্যরাশি, 

তৃপ্তি যেথা ছিল সেথা এল আড়ম্বর, 

শান্তি যেথা ছিল সেথা স্বার্থের সমর।


বিষয় সংকেত:

ক) 'শক্তি দস্ত স্বার্থ লোভ' কবিতাটি নৈবেদ্য কাব্যগ্রন্থের ৯২ সংখ্যক কবিতা।

খ) ৯২ সংখ্যক কবিতাটি স্তোত্রধর্মী গীতি কবিতা।

গ) কবিতাটি ১৩০৮ বঙ্গাব্দে প্রকাশিত হয়।

ঘ) কবিতাটি চতুর্দশপদী প্রবহমান পয়ার আঙ্গিকে লেখা।

 

বিকল্পভিত্তিক সঠিক উত্তর নির্বাচন


১। 'শক্তি দন্ত স্বার্থ লোভ' কবিতাটি কোন্ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?

(ক) ক্ষণিকা

(খ) পুনশ্চ

(গ) শিশু

(ঘ) নৈবেদ্য

উঃ নৈবেদ্য


২। 'শক্তি দস্ত স্বার্থ লোভ' কত সংখ্যক কবিতা?

(ক) ১২

(খ) ৭২

(গ) ৩০

(ঘ) ৬৪

উঃ ৯২


৩। ৯২ সংখ্যক কবিতা কোন্ প্রেক্ষাপটে রচিত?

(ক) পাশ্চাত্যসাম্রাজ্যবাদী শক্তির উদগ্র দন্ত

(খ) স্বাধীনতা আন্দোলন

(গ) তেভাগা আন্দোলন

(ঘ) পলাশীর যুদ্ধ

উঃ পাশ্চাত্য সাম্রাজ্যবাদী শক্তির উদগ্র দম্ভ


৪। ৯২ সংখ্যক কবিতাটি কোন আঙ্গিকে লেখা? 

(ক) চতুর্দশপদী প্রবহমান পয়ার

(খ) স্বরবৃত্ত

(গ) অক্ষরবৃত্ত 

(ঘ) মাত্রাবৃত্ত 

উঃ চতুর্দশপদী প্রবহমান পড়ার


৫। ভাবের দিক্ থেকে ৯২ সংখ্যক কবিতাটি কোন্ শ্রেণীর?

(ক) মিশ্ররীতির 

(খ) স্তোত্রধর্মী গীতি কবিতা

(গ) গীতিমূলক 

(ঘ) কোনটাই নয়

উঃ স্তোত্রধর্মী গীতিকবিতা


৬। 'শক্তি দস্ত স্বার্থ লোভ' কবিতাটির সমধর্মী একটি কবিতার নাম লেখ।

(ক) শতাব্দীর সূর্য আজি

(খ) বৈরাগ্যসাধনে মুক্তি

(গ) তোমার পতাকা যারে দাও

ঘ) বাসনারে খর্ব করি দাও হে প্রাণেশ

উঃ শতাব্দীর সূর্য আজি


৭। শক্তি দস্ত স্বার্থ লোভ কিসের মতন ভুবন ঘিরে ফেলছে?

(ক) জলাতঙ্ক

(খ) মারী

(গ) ক্যান্সার

(ঘ) যক্ষ্মা

উঃ মারী


৮। 'মারী' শব্দের অর্থ কী?

(ক) মড়ক

(খ) পঙ্গপাল

(গ) ঝড়বৃষ্টি

(ঘ) ভূমিকম্প

উঃ মড়ক


১। 'মারী' শব্দের একটি প্রতিশব্দ লেখ।

(ক) পঙ্গপাল

(খ) ঝড়বৃষ্টি

(গ) বসন্তরোগ

(ঘ) কলেরা

উঃ বসন্ত রোগ


১০। 'ভুবন' শব্দের দুটি প্রতিশব্দ লেখ।

(ক) পৃথিবী-নিখিল 

(খ) পৃথিবী মহাকাশ

(গ) নিখিল-আকাশ 

(ঘ) জল পৃথিবী

উঃ পৃথিবী নিখিল


১১। 'দেখিতে দেখিতে আজি ঘিরিছে ভুবন।'-কোন প্রসঙ্গে কবি এইকথা বলেছেন?

(ক) সাম্রাজ্যলোভীর আগ্রাসী ক্ষুধা

(খ) দস্ত

(গ) ক্রোধ

(ঘ) আকাঙ্ক্ষা

উঃ সাম্রাজ্য লোভির আগ্রাসী ক্ষুধা


১২। 'প্রশান্ত সরলতা' কিসে উজ্জ্বল?

(ক) মুক্তি

(খ) জ্ঞান

(গ) অভিলাষ

(ঘ) মোহ 

উঃ জ্ঞান


১৩। 'স্বার্থের সমর'-'সমর' শব্দের একটি প্রতিশব্দ লেখ।

(ক) কলেরা

(খ) যুদ্ধ

(গ) নিষ্ঠুর 

(ঘ) শান্তি

উঃ যুদ্ধ 


১৪। শান্তিময় পল্লী যত করে ছারখার'-'শান্তিময় পল্লী' বলতে কী বোঝানো হয়েছে?

(ক) শান্ত তপোবন

খ) গ্রাম

(গ) শহর

ঘ) মহানগর

উঃ শান্ত তপোবন


১৫। 'শান্তিময় পল্লী যত করে ছারখার'-'ছারখার' শব্দের অর্থ কী?

(ক) ভগ্ন 

খ) ছিন্নভিন্ন

(গ) শুরু 

(ঘ) পুনরুজ্জীবন

উঃ ছিন্নভিন্ন


১৬। 'দেখিতে দেখিতে আজি ঘিরিছে ডুবন'-কারা ভুবন ঘিরে ফেলছে?

(ক) সাধারণ মানুষ

খ) পুলিশ

(গ) নেতাবৃন্দ 

ঘ) সাম্রাজ্যবাদী শক্তি

উঃ সাম্রাজ্যবাদী শক্তি


১৭। 'দেশ হতে দেশান্তরে স্পর্শবিষ তার',- কার স্পর্শবিষের কথা বলা

(ক) পাশ্চাত্যের সাম্রাজ্যবাদী রাষ্ট্র 

খ) প্রাচ্যের শক্তি

(গ) নেতার 

ঘ) সাধারণ মানুষের

উঃ পাশ্চাত্যের সাম্রাজ্যবাদী রাষ্ট্র


১৮। 'যে প্রশান্ত সরলতা' আর কি কি গুনে সমৃদ্ধ ছিল ?

 (ক) স্নেহে রসসিক্ত সন্তোষে শীতল 

খ) লোভ ও দম্ভে পূর্ণ

(গ) হানাহানিতে

ঘ) কুসংস্কারের বসে

উঃ স্নেহে রসসিক্ত সন্তোষে শীতল


১৯। 'বন্ধু ভারহীন মন'-'বস্তুভারহীন মন'-বলতে কী বোঝানো হয়েছে?

(ক) যে মন চেতনাসমৃদ্ধ 

খ) ভাবপ্রবণ

(গ) স্নেহবিজড়িত

ঘ) সুখ সমৃদ্ধ

উঃ যে মন চেতনাসমৃদ্ধ


২০। 'বস্তুভারহীন' বলতে কী বোঝানো হয়েছে?

(ক) সাধারণ

খ) বিশেষ 

(গ) উন্নতবোধ

ঘ) অনুন্নত বিজ্ঞান

উঃ অনুন্নত বিজ্ঞান


২১। 'জড়ে জীবে সর্বভূতে অবারিত ধ্যান'-কবি কোন সংস্কৃতির কথা বলতে চেয়েছেন ?

(ক) পাশ্চাত্যের সনাতন সংস্কৃতি

খ) ভারতের বৈদিক সংস্কৃতি

(গ) বুর্জোয়া সংস্কৃতি 

ঘ) কোনটাই নয়

উঃ ভারতের বৈদিক সংস্কৃতি


২২। 'পশিত আত্মীয়রূপে'-'পশিত' শব্দের অর্থ কী?

(ক) প্রবেশ করত

(খ) নিবারণ

(গ) আহূতি

(ঘ) দমন

উঃ প্রবেশ করত


২৩) চিত্তের পরিবর্তে এখন কি এসেছে ?

(ক) যন্ত্রপাতি

খ) বস্তুগত ব্যবহারিক জিনিস

(গ) দেনাপাওনা

ঘ) শিল্প ও সংস্কৃতি

উঃ বস্তুগত ব্যবহারিক জিনিস


২৪। কার পরিবর্তে আড়ম্বর এল?

(ক) তৃপ্তি

(খ) সুখ

(গ) ভোগ

(ঘ) বাসনা

উঃ তৃপ্তি


২৫। শান্তির পরিবর্তে এখন কী এসেছে?

(ক) হানাহানি

(খ) সাম্প্রদায়িকতা

(গ) স্বার্থের সমর

(ঘ) জাতিবিদ্বেষ

উঃ স্বার্থের সমর


২৩। স্বার্থের সমর কার সঙ্গে কার?

ক) সাম্রাজ্যবাদী শক্তিগুলির মধ্যে

(খ) তৃতীয় বিশ্বের দেশগুলির মধ্যে

(গ) এশিয়ার দেশগুলির মধ্যে

(ঘ) আফ্রিকার দেশগুলির মধ্যে

উঃ সাম্রাজ্যবাদী শক্তিগুলোর মধ্যে


২৭। শক্তিদন্ত স্বার্থলোড মারীর মতন'-কোন, অলংকার?

(ক) অতিশয়োক্তি

(খ) রূপক

গ) শ্লেষ

(ঘ) উপমা

উঃ উপমা


২৮। 'দেশ হতে দেশান্তরে স্পর্শবিষ তার' কোন্ অলংকার?

(ক) রূপক

(খ) উপমা

(গ) শ্লেষ

(ঘ) সমাসোক্তি

উঃ রূপক


১৯। ৯২ সংখ্যক কবিতার শেষ পংক্তিটি লেখ।

(ক) চিত্ত যেথা ছিল সেথা এল দ্রব্যরাশি

(খ) তৃপ্তি যেথা ছিল সেথা এল আড়ম্বর

(গ) পশিত আত্মীয়রূপে

(ঘ) শান্তি যেথা ছিল সেথা স্বার্থের সমর 

উঃ শান্তি যেথা ছিল সেথা স্বার্থের সমর


৩০। ৯২ সংখ্যক কবিতার প্রথম পংক্তিটি লেখ।

(ক) শক্তিদন্ত স্বার্থলোভ মারীর মতন

(খ) পরিব্যাপ্ত করি দিত উদার কল্যাণ

(গ) স্নেহে যাহা রসসিক্ত, সন্তোষে শীতল

(ঘ) দেখিতে দেখিতে আজ ঘিরিছে ভুবন।

উঃ শক্তি দম্ভ স্বার্থ লোভ মারীর মতন


৩১। 'ছিল তাহা ভারতের তপোবনতলে'-কত সংখ্যক কবিতা?

(ক) ৩০

(খ) ৭২

(গ) ৯২

(ঘ) ৬৪

উঃ ৯২


৩২। শূন্যস্থান পূরণ করো-শক্তি দস্ত স্বার্থ লোভ _______ মতন'।

(ক) সিংহের

(খ) বাঘের

(গ) মারীর

(ঘ) রাহুর

উঃ মারির


৩৩। 'তৃপ্তি যেথা ছিল সেথা এল '। -শূন্যস্থান পূরণ করো।

(ক) দীর্ঘশ্বাস

(খ) শাস্তি

(গ) বিলাস

(ঘ) আড়ম্বর

উঃ আরম্বড়


৩৪। 'শান্তিময় পল্লী যত করে ছারখার'-কতসংখ্যক কবিতা?

(ক) ৩০

(খ) ৭২

(গ) ৯২

(ঘ) ৬৪

উঃ ৯২


৩৫। 'জড়ে জীবে সর্বভূতে_______ ধ্যান'-শূন্যস্থান পুরণ করো।

(ক) নিবারিত

(খ) অবধারিত

(গ) অবারিত

(ঘ) নিশ্ছিদ্র

উঃ অবারিত






Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)