হ য ব র ল- সুকুমার রায়
হ য ব র ল
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন
১-১৫ পৃঃ পর্যন্ত প্রশ্ন ও উত্তর সহ বর্ণনা করা হয়েছে।
১) হ য ব র ল - কার লেখা ?
উঃ সুকুমার রায়
২) রুমালটা কি হয়ে গিয়েছিল ?
উঃ বিড়াল
৩) ছিল একটা ডিম, হয়ে গেল দিব্যি একটা _______।
উঃ প্যাঁকপেঁকে হাঁস
৪) এক চোখ বুজে ফ্যাচফ্যাচ করে, বিশ্রী রকম হাসছিল কে ?
উঃ মোটাসোটা লাল টকটকে একটা বিড়াল।
৫) কোথায় রুমালটা বেড়াল হয়ে গিয়েছিল ? শেষ পর্যন্ত সে কোথায় চলে গেল ?
উঃ ঘাসের উপরে রাখা রুমালটা বেড়াল হয়ে গিয়েছিল।
শেষ পর্যন্ত সে লেজ খাড়া করে বাগানের বেড়া টপকে পালিয়ে গিয়েছিল।
৬) চন্দ্রবিন্দুর চ, বেড়ালের তালব্য শ, রুমালের মা হল ____________।
উঃ চশমা
৭) গরম লাগে তো____________ গেলেই পারো।
উঃ তিব্বত
৮) বিড়াল তিব্বত যাওয়ার রাস্তা কিভাবে বলেছিল ?
উঃ কলকাতা, ডায়মন্ড হারবার, রানাঘাট, তিব্বত ।ব্যাস, সিধে রাস্তা সওয়া ঘন্টার পথ।
৯) গেছো দাদা কোথায় থাকে ?
উঃ গাছেই থাকে
১০) চোখ খুলে গল্পের কত কি দেখেন ?
উঃ বিড়ালটা ল্যাজ খাড়া করে বাগানের বেড়ার টোপকিয় পালাচ্ছিল আর ফ্যাচফ্যাচ করে হাসছিল।
১১) সাত দুগুনে কত হয় ? - একথা কে বলেছিল ?
উঃ একটি দাঁড়কাক
১২) সাত দুগুনে কত হয় - এই প্রশ্নের উত্তরে কাক কি বলেছিল ?
উঃ চোদ্দোর নামে চার, হাতে রইলো পেন্সিল।
১৩) গল্পেবুড়ো কেমন ছিল ?
উঃ গল্পের বুড়োটি ছিল দেড় হাত লম্বা। তার পা পর্যন্ত সবুজ রঙের দাড়ি, হাতে একটা হুঁকো, তাতে কলকে টলকে কিছু নেই আর মাথা ভরা টাক।
১৪) বুড়োর মাপ কত ইঞ্চি ছিল ? কেন ?
উঃ ২৬ ইঞ্চি কারণ পুরনো ফিতেটার সব লেখা উঠে গেছে । কেবল ২৬ লেখাটা একটু পড়া যাচ্ছিল। তাই বুড়ো যা কিছু মাপে সবই ২৬ ইঞ্চি হয়ে যায়।
১৫) বিড়ালের রং কেমন ছিল ?
উঃ লাল টকটকে
১৬) হ য ব র ল - কথাটির অর্থ কি ?
উঃ বিশৃঙ্খল অবস্থা
Comments
Post a Comment
Haven't doubt please let me know.