Class-7 history question
Class 7 history 2nd chapter
First summative exam history question
History chapter 2 for class- 7
১) ইন্ডিয়া নামটি কে প্রথম ব্যবহার করেছিলেন ?
উঃ গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস
২) ইতিহাসের উপাদান বলতে কী বোঝো?
উঃ পুরনো দিনের যে সকল জিনিসপত্র দেখে অতীতের কথা জানা যায় তাদের ইতিহাসের উপাদান বলে ।যেমন - পুরানো বাড়িঘর, মন্দির, মসজিদ, টাকা পয়সা ইত্যাদি।
৩) লেখ বলতে কী বোঝো ?
উঃ পাথর বা ধাতুর পাতে লেখা থেকে পুরনো দিনের অনেক কথা জানা যায়, সেগুলিকে লেখ বলে।
৪) ইতিহাসের উপাদানগুলিকে কটি ভাগে ভাগ করা যায় ও কি কি ?
উঃ চারটি - লেখ, মুদ্রা ,স্থাপত্য-ভাস্কর্য ও লিখিত উপাদান।
৫) বঙ্গ নামটির প্রথম উল্লেখ পাওয়া যায় কোথায় ?
উঃ ঋকবেদের ঐতরেয় আরণ্যকে
৬) অর্থশাস্ত্র কে রচনা করেন ?
উঃ কৌটিল্য
৭) রঘুবংশম কাব্যটি কার লেখা ?
উঃ কালিদাস
৮) সুবা শব্দের অর্থ কি ?
উঃ প্রদেশ বা রাজ্য
৯) প্রাচীন বাংলার অঞ্চল গুলির মধ্যে বৃহত্তম অঞ্চলের নাম কি ?
উঃ পুন্ড্রবর্ধন
১০) ভাগীরথী ও করতোয়া নদীর মাঝের এলাকা _______ নামে পরিচিত।
উঃ বরেন্দ্র অঞ্চল
১১) শশাঙ্কের রাজধানী কোথায় ছিল ?
উঃ কর্ণসুবর্ণ
১২) বাংলাদেশের চট্টগ্রামের উপকূল অঞ্চল________ নামে পরিচিত।
উঃ হরিকেল
১৩) গৌড়ের স্বাধীন শাসক কে ছিলেন ?
উঃ শশাঙ্ক
১৪) বৌদ্ধ বিহারের ধ্বংসাবশেষ কোথায় পাওয়া গেছে ?
উঃ মুর্শিদাবাদ জেলার চিরুটি রেলস্টেশনের কাছে রাজবাড়ী ডাঙ্গায়।
১৫) লো-টো-মো-চিহ কি ?
উঃ চীনা ভাষায় বৌদ্ধবিহারকে লো-টো-মো-চিহ বলে।
১৬) হর্ষবর্ধন কোন বংশের জন্মগ্রহণ করেছিলেন ?
উঃ পুষ্যভূতি
১৭) সকলোত্তরপথনাথ উপাধি কে গ্রহণ করেছিলেন ?
উঃ হর্ষবর্ধন
১৮) শশাঙ্ক কোন দেবতার উপাসক ছিলেন ?
উঃ শিবের
১৯) হর্ষবর্ধনের সভাকবি নাম কি ?
উঃ বানভট্ট
২০) হর্ষচরিত গ্রন্থটি কার লেখা ?
উঃ বানভট্ট
২১) শশাঙ্কের মৃত্যুর পর বাংলায় যে চরম বিশৃংখল অবস্থার সৃষ্টি হয় তাকে _________ বলে।
উঃ মাৎস্যন্যায়
২২) বাংলার প্রথম নির্বাচিত রাজার নাম কি ?
উঃ গোপাল
২৩) রামচরিত কাব্যটির রচয়িতা কে ?
উঃ সন্ধ্যাকর নন্দী
২৪) কৈবর্ত বিদ্রোহের একজন নেতার নাম লেখ।
উঃ দিব্যোক , রুদোক
২৫) রামপালের রাজধানী কোথায় ছিল ?
উঃ রামাবতী নগরে
২৬) কৈবর্ত বিদ্রোহের কথা জানা যায়______ কাব্য থেকে।
উঃ রামচরিত
২৭) সেন রাজাদের আদিবাসী স্থান কোথায় ছিল ?
উঃ মহীশূর
২৮) বাংলার শেষ রাজা কে ছিলেন ?
উঃ লক্ষণ সেন
২৯) লক্ষণ সেনের রাজধানী কোথায় ছিল ?
উঃ বিক্রমপুর
৩০) বল্লাল সেন রচিত দুটি গ্রন্থের নাম লেখ।
উঃ দানসাগর ও অদ্ভুত সাগর
৩১) চালুক্য বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন ?
উঃ দ্বিতীয় পুলকেশী
৩২) চলদের রাজধানী কোথায় ছিল ?
উঃ তাঞ্জোর
৩৩) গঙ্গাইকোন্ডচোল উপাধি নেন কে ?
উঃ রাজেন্দ্র চোল
৩৪) হজরত মহম্মদ জন্মগ্রহণ করেন কবে ?
উঃ ৫৭০ খ্রিঃ
৩৫) ঈশ্বর বা আল্লাহর বার্তাবাহক বলা হয় কাকে ?
উঃ হজরত মহম্মদকে
৩৬) হিজরত কী ?
উঃ ৬২২ খ্রিস্টাব্দে হজরত মহম্মদ এবং তার অনুগামীরা মক্কা থেকে মদিনায় চলে যায় একে আরবি ভাষায় হিজরত বলে।
৩৭) হিজরি সালের গণনা শুরু হয় কবে ?
উঃ ৬২২ খ্রিস্টাব্দ থেকে
৩৮) খলিফা শব্দের অর্থ কি ?
উঃ প্রতিনিধি বা উত্তরাধিকারী
৩৯) প্রথম খলিফা ছিলেন কে ?
উঃ আবু বকর
৪০) খলিফা কী জাতীয় শব্দ ?
উঃ আরবি
৪১) সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেছিলেন ?
উঃ ১৭ বার
৪২) শাহনামা কাব্যটির লেখক কে ?
উঃ ফিরদৌসি
৪৩) মুসলমানদের ধর্মগ্রন্থের নাম কি ?
উঃ কোরান
৪৪) দ্বিতীয় তরাইনের যুদ্ধ কবে হয়েছিল ?
উঃ ১১৯২ খ্রিঃ
৪৫) দিল্লিতে সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন কে ?
উঃ কুতুবউদ্দিন আইবক
৪৬) দ্বিতীয় তরাইনের যুদ্ধে কে পরাজিত হয় ?
উঃ পৃথ্বীরাজ চৌহান
৪৭) বাংলায় তুর্কি শাসন শুরু করেন কে ?
উঃ ইখতিয়ারউদ্দিন মহম্মদ বিন বখতিয়ার খলজি
৪৮)
Comments
Post a Comment
Haven't doubt please let me know.