দশম শ্রেণী ইতিহাস প্রথম অধ্যায়
মাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায়
ইতিহাসের ধারণা
B) দুটি বা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও
প্রতিটি প্রশ্নের মান 2
১) স্থানীয় ইতিহাস চর্চা কেন গুরুত্বপূর্ণ ?
উঃ স্থানীয় ইতিহাস চর্চা থেকে একটা প্রতিবেশী মূলক ভাবাবেগ তৈরি হয়। স্থানীয় ইতিহাস থেকেই পারিবারিক ইতিহাসের সম্পর্ক জানা যায়। কোন নির্দিষ্ট অঞ্চলের ইতিহাস,সেখানকার পরিবার, নারী -পুরুষ, যুবক-যুবতী, শিশু সকলের কথাই জানা যায়, তাই স্থানীয় ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ।
২) সরকারি নথিপত্র আধুনিক ইতিহাস চর্চায় কতটা মূল্যবান তথ্য পরিবেশন করে ?
উঃ সরকারি নথিপত্রগুলি মহাফেজখানায় জমা থাকে। তার থেকে ইতিহাসের অনেক বিষয় প্রকাশ পায়। সংরক্ষিত ঘটনা পুনরায় বিশ্লেষণের মাধ্যমে ইতিহাসের নানা উপাদান সংগ্রহ করা সম্ভব হয়।
৩) অ্যানাল স্কুল কি ?
উঃ অ্যানাল স্কুল হল ফ্রান্সের একটি পত্রিকা গোষ্ঠী। এই গোষ্ঠীর ইতিহাস চর্চায় সমাজ, অর্থনীতি,সংস্কৃতি, সাধারণ মানুষ, পরিবার প্রভৃতি বিষয় স্থান পেয়েছে। এককথায় ইহা সমাজের ভেতর থেকে উপাদান সংগ্রহ করে সঠিকভাবে নতুন সামাজিক ইতিহাস চর্চা করে।
৪) নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কী বোঝো ?
উঃ ১৮৯০ এর দশক থেকে বিভিন্ন দেশের গবেষকদের উদ্যোগে নিম্নবর্গের মানুষদের নিয়ে ইতিহাস চর্চা যথেষ্ট ভাবে বৃদ্ধি পেয়েছে। এই ধারা নিম্নবর্গের ইতিহাস চর্চা নামে পরিচিত।
৫) ভারতীয় জাতীয়তাবাদের ইতিহাসে ১৯১১ খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ণ কেন ?
উঃ ক) ১৯১১ খ্রিস্টাব্দে মোহনবাগান ক্লাব আই এফ এ শিল্ড জয়লাভ করেছিল।
খ) 1911 খ্রিস্টাব্দে 12 ডিসেম্বর ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়।
৬) সামরিক ইতিহাসচর্চার গুরুত্ব কি ?
উঃ সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব হল-ক) সময়ের সঙ্গে যুদ্ধের বিবর্তন সম্পর্কে জ্ঞান লাভ করা যায়। খ) যুদ্ধে কোন শক্তির জয় বা পরাজয়ের ব্যাখ্যা খুঁজে পাওয়া যায়।
৭) পরিবেশের ইতিহাসের গুরুত্ব কি ?
উঃ মানব সভ্যতার অগ্রগতির জন্য পরিবেশ সচেতনতার ব্যবস্থা করা। খ) পরিবেশের সংকটজনক পরিস্থিতি, পরিবেশের বিপর্যয় সম্পর্কে মানুষকে জানিয়ে দেওয়া। এবং গ) বাসস্থানের ওপর পরিবেশগত গুরুত্ব আরোপ করা।
৮) সংবাদপত্র ও সাময়িক পত্রের মধ্যে পার্থক্য কি ?
উঃ ক) সংবাদপত্র দৈনিক মুদ্রিত হয়। ইহা সস্তা দামের কাগজ, বাঁধাহীন ভাবে থাকে। কিন্তু সাময়িক পত্র তুলনামূলকভাবে দামি কাগজে বাঁধাই আকারে প্রকাশিত হয়।
খ) সাময়িক পত্রে তাৎক্ষণিক সংবাদের দিকে ঝোঁক নেই। কিন্তু সংবাদপত্রে তাৎক্ষণিক বিষয় প্রকাশিত হয়।
৯) সাময়িক ইতিহাস চর্চার গুরুত্ব কি ?
উঃ ক) স্থানীয় অঞ্চলের সমাজ, অর্থনীতি, শিল্প প্রভৃতি সম্পর্কে ধারণা পাওয়া যায়। এবং খ) জাতীয় ইতিহাস চর্চার জন্য প্রয়োজনীয় বিভিন্ন উপাদান পাওয়া যায়।
১০) ইতিহাসের তথ্য সংগ্রহের ক্ষেত্রে ইন্টারনেটের সুবিধা গুলি লেখ।
উঃ ক) কোন বইপত্র কাছে রাখার দরকার হয় না। ফলে সুবিধা মত তথ্য সংগ্রহ করা যায়। খ) বহু জটিল ও সঠিক বিষয়ের তথ্য দিয়ে ইন্টারনেট আমাদের সাহায্য করে।
১১) জাতীয় মহাফেজখানায় কি কি সংরক্ষিত হয় ?
উঃ জাতীয় মহাফেজ খানায় সরকারি বিভিন্ন নথিপত্র সংরক্ষণ করা হয়। যেমন- হান্টার কমিশন, নীল কমিশন, নেতাজির অন্তর্ধান রহস্যের নানা ফাইল, পুলিশ প্রতিনিয়ত যেসব রেকর্ড তৈরি করে থাকে সেগুলি, সরকারি গোয়েন্দা, সিবিআই সংস্থার নানা নথিপত্র সংরক্ষণ করা থাকে।
১২) ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেটের দুটি অসুবিধা লেখ।
উঃ ক) সব তথ্য সময় মত সঠিকভাবে পাওয়া যায় না। খ) সার্ভার ডাউন হলে কোন কিছু করা সম্ভব হয় না।
১৩) ব্রিটিশ সরকার কেন সোমপ্রকাশ পত্রিকা বন্ধ করে দিয়েছিল ?
উঃ সোমপ্রকাশ হল একটি সাপ্তাহিক পত্রিকা। 1878 খ্রিস্টাব্দে লর্ড লিটনের সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন, এর বিরুদ্ধে প্রতিবাদ করায় এবং সরকার বিরোধী প্রবন্ধ প্রকাশের পরও ক্ষমা না চাওয়ায় এবং অর্থদণ্ড অগ্রাহ্য করায় সরকার সোমপ্রকাশ পত্রিকা বন্ধ করে দেয়।
১৪) আত্মজীবনী কিভাবে ইতিহাসের উপাদান হিসেবে ব্যবহৃত হতে পারে ?
উঃ স্মৃতি বা আত্মজীবনীমূলক গ্রন্থগুলি দেশ -কাল- সংস্কৃতি, ইতিহাস ইত্যাদি বিষয়ে জানতে সাহায্য করে। এছাড়া, এই উপাদান ব্যবহার করে লেখকের মানসিক অবস্থা, মনোভাব, লেখার উদ্দেশ্য ইত্যাদি যাচাই করে ইতিহাস চর্চায় কাজে লাগানো হয়।
১৫) আধুনিক ইতিহাস চর্চায় সংবাদপত্রের গুরুত্ব কি ?
উঃ আধুনিক ইতিহাস চর্চায় সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম। সংবাদপত্রে ব্যক্তিগত মতামতকে গুরুত্ব দেওয়া হয়। সংবাদপত্রের মাধ্যমে দৈনিক ঘটনাবলী প্রকাশিত হয়। এর ফলে নিত্য নৈমিত্তিক ঘটনাগুলি আমরা সহজেই জানতে পারি।
১৬) বঙ্গদর্শন পত্রিকা থেকে কি কি বিষয় জানা যায় ?
উঃ বঙ্গদর্শন হল একটি সাময়িক পত্রিকা। নীল বিদ্রোহের পরবর্তী কৃষক আন্দোলন, ইংরেজদের অত্যাচার, তৎকালীন সমাজচিত্র, বাবু সমাজের কালচার প্রভৃতি নিয়মিতভাবে এই পত্রিকায় প্রকাশিত হতো। এছাড়াও বাঙ্গালীদের স্বদেশপ্রীতি ও দেশপ্রেম সম্পর্কেও জানা যায়।
১৭) আধুনিক ইতিহাস চর্চার প্রধান বৈশিষ্ট্য কি ?
উঃ
১৮) খেলাধুলার ইতিহাস সম্পর্কে কি জানো ?
উঃ খেলাধুলা হল আমাদের সংস্কৃতির একটি প্রধান অঙ্গ। খেলাধুলার মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক সম্প্রীতি গড়ে ওঠে।এই খেলাধুলার মাধ্যমেই ভাবের আদান-প্রদান ঘটে ও জাতীয়তাবোধের উন্মেষ ঘটে। নানা খেলার উৎস ও ফলাফল খেলাধুলার ইতিহাস থেকেই জানা যায়।
১৯) নতুন সামাজিক ইতিহাস কি ?
উঃ সাধারণ মানুষের ইতিহাসই হল নতুন সামাজিক ইতিহাস। বর্তমান সমাজে সাধারণ মানুষের মর্যাদা, অস্তিত্ব ও অবদানকে গুরুত্ব দেওয়া হয় যে ইতিহাসে তাকে নতুন সামাজিক ইতিহাস বলে।
২০) ফটোগ্রাফ কিভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হয়ে উঠেছিল ?
উঃ
২১) আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা কি ?
উঃ ক) সরকারি নথিপত্রগুলি সরকারের নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে লেখা হয়, জনগণের দৃষ্টিভঙ্গি উপেক্ষিত থাকে।
খ) সরকারি নথিপত্রগুলিতে অনেক ক্ষেত্রে ভুল ও বিকৃত তথ্য থাকে। তাই এগুলো সমকালীন ইতিহাস রচনার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
গ) সরকারি নথিপত্রগুলি ঐতিহাসিক উপাদান হিসেবে রচিত হয় না। তাই ঐতিহাসিকদের তথ্য সংগ্রহের সময় সতর্ক থাকতে হয়।
২২) আত্মজীবনী এবং স্মৃতিকথা বলতে কী বোঝায় ?
উঃ আত্মজীবনীঃ যে রচনায় লেখক তার নিজের জীবনের ও সময়ের বিভিন্ন ঘটনাবলীর বিবরণ লিপিবদ্ধ করেন এবং তা গ্রন্থাকারে প্রকাশ করেন তাকে আত্মজীবনী বলে।
স্মৃতিকথাঃ অতীতের কোন বিশেষ ঘটনার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত কোন ব্যক্তি যদি পরবর্তীকালে তার স্মৃতি থেকে প্রাপ্ত সেই ঘটনার বিবরণ লিপিবদ্ধ করেন তাহলে তাকে স্মৃতিকথা বলে। যেমন- দক্ষিণারঞ্জন বসুর "ছেড়ে আসা গ্রাম"।
Comments
Post a Comment
Haven't doubt please let me know.