Posts

সংস্কৃত Sanskrit short questions class-12

    সাহিত্যের ইতিহাস               সংস্কৃত                                                প্রতিটি প্রশ্নের মান- ১ ১) ভাসের সর্বশ্রেষ্ঠ নাটকের নাম কি ? উঃ স্বপ্নবাসবদত্তা ২) মৃচ্ছকটিক নাটকের নায়িকার নাম কি ? উঃ বসন্তসেনা ৩) সুশ্রুত সংহিতার মূল রচয়িতার নাম কি ? উঃ সুশ্রুত ৪) অভিজ্ঞানশকুন্তলার নাটকের রচয়িতা কে ? উঃ মহাকবি কালিদাস  ৫) একটি স্ত্রীবর্জিত নাটকের নাম কি ? উঃ মুদ্রারাক্ষস ৬) শল্যচিকিৎসা পদ্ধতির প্রবর্তক কে ছিলেন ? উঃ  ৭) গীতগোবিন্দ কোন ধরনের রচনা ? উঃ ভক্তিমূলক গীতিকাব্য  ৮) লীলাবতী কোন বিষয়ক গ্রন্থ ? উঃ গণিত শাস্ত্র ৯) ভাষের লেখা নাটকের সংখ্যা কটি ? উঃ ১৩ টি ১০) সৌর সিদ্ধান্ত কার লেখা ? উঃ বরাহমিহির ১১) স্বপ্নবাসবদত্তমের কয়টি অংক ? উঃ ছয় ১২) মেঘদুত কোন ছন্দে রচিত ? উঃ মন্দাক্রান্তা  ১৩) ধন্বন্তরির শিষ্য কে ছিলেন ? উঃ সুশ্রুত  ১৪) স্ত্রীভূমিকা বর্জিত একটি সংস্কৃত নাট্যগ্রন্থের নাম ...

দাম গল্পের বড় প্রশ্ন

 ১) "এ অপরাধ আমি বইবো কি করে"- বক্তা কে ? তিনি কোন অপরাধ করেছেন ? তিনি কোন আত্মগ্লানিতে ভুগছেন ? উঃ প্রখ্যাত সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত "দাম" গল্পের অন্তর্গত আলোচ্য প্রশ্নোদ্ধৃত উক্তিটির বক্তা হলেন গল্পকথক সুকুমার।          এক পত্রিকার পক্ষ থেকে ফরমাস আসে যে গল্পকথকের ছোটবেলার গল্প শোনাতে হবে। শেষ পর্যন্ত তিনি তার শৈশবের অংকের মাস্টারমশাইকে নিয়ে গল্প লিখেছিলেন। সেই জন্য তিনি পত্রিকা কর্তৃপক্ষের কাছ থেকে দশ টাকা দক্ষিণা পেয়েছিলেন। কথকের ধারণা মাস্টারমশাইয়ের কাছ থেকে ওইটুকুই তার নগদ লাভ। এই কাজকেই কথক অপরাধ বলে মনে করেছেন।            বাংলাদেশের এক কলেজে বক্তৃতা দেওয়ার কিছুক্ষণ পরে মাস্টারমশাইয়ের সাথে কথকের সাক্ষাৎ হয়। মাস্টারমশাই কথকের বক্তৃতার প্রশংসা করেন। মাস্টারমশাই বলেন, তার ছাত্রই তাকে অমর করে দিয়েছে। সুকুমারের জন্য তিনি গর্ব অনুভব করেন। তখনই নিজের কৃতকর্মের জন্য কথক আত্ম- অনুশোচনায় দগ্ধ হতে থাকেন। লজ্জায় তার মাথা নত হয়ে যায়। তিনি অনুভব করেন যে, তিনি মায়া-মমতা- ক্ষমার এক মহাসমুদ্রের তীরে এসে দাঁড়িয়েছ...

পৃথিবীর গতি সমূহ থেকে অনুশীলনের প্রশ্ন ও উত্তর

     পৃথিবীর গতিসমূহ  ১) বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখ ।                                                  প্রতিটি প্রশ্নের মান- ১ ১.১) নিজের অক্ষের চারিদিকে একবার সম্পূর্ণ আবর্তনে পৃথিবীর সময় লাগে প্রায় -ক) ৯ ঘন্টা ৫৬ মিনিট/খ) ২৪ ঘন্টা / গ) ২৪ ঘন্টা ৩৭ মিনিট /ঘ) ২৪ ঘন্টা ৫৮ মিনিট।  উঃ ২৪ ঘন্টা  ১.২) পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে তা প্রমাণ করেন - ক) গ্যালিলিও / খ) অ্যারিস্টোটল / গ) টলেমি / ঘ) আলেকজান্ডার।  উঃ গ্যালিলিও ১.৩) পৃথিবীর আবর্তনের গতিবেগ সর্বাধিক- ক) নিরক্ষরেখায়/ খ) কর্কটক্রান্তি ও মকরক্রান্তি রেখায় / গ) মেরু বৃত্তে / ঘ) মেরু বিন্দুতে । উঃ নিরক্ষরেখায় ১.৪) আবর্তন গতির জন্য হয় - ক) দিনরাত্রি / খ) দিনরাত্রির হ্রাস বৃদ্ধি / গ) ঋতু পরিবর্তন / ঘ) বিষুব। উঃ দিনরাত্রি  ১.৫) পৃথিবীর কক্ষপথের আকৃতি -ক) গোল / খ) উপবৃত্তাকার / গ) ত্রিভুজাকার / ঘ) সমকোণীযুক্ত  উঃ উপবৃত্তাকার ১.৬) পরিক্রমণ গতির জন্য হয...

মাকু গল্পের প্রশ্ন ও উত্তর

               মাকু              লীলা মজুমদার    ১) মাকু গল্পের লেখিকা কে ? উঃ লীলা মজুমদার  ২) মাকু গল্পের অলংকরণ করেছেন কে ? উঃ সমীর সরকার  ৩) আম্মা কে ? উঃ সোনা, টিয়ার বাবার ছোটবেলাকার ধাইমা। ৪) সোনা জন্মদিনে কি কি খেলনা পেয়েছিল ? উঃ ঠেলাগাড়ি, বেবিপুতুল,পেয়ালা-পিরিচ, সত্যিকারের চামচ কাঁটা।  ৫) আম্মার চশমা কেমন ছিল ? উঃ আম্মার কালো সুতোবাঁধা স্টিল ফ্রেমের চশমা ছিল। ৬) কালিয়ার বনে কি কি আছে ? উঃ লাল, নীল, বেগুনি প্রজাপতি আর কাঠঠোকরা পাখি আছে । তারা ঝুঁটিমাথা নিচের দিকে করে গাছের গায়ে গর্ত খুঁড়ে।  ৭) সোনা, টিয়া ঘড়িওয়ালাকে কোথায় দেখেছিল ? উঃ কালিয়ার বনে কবরস্থানের ফটকের কাছে ঝোলাঝালা কোট প্যান্টালুন পরা অবস্থায় দেখেছিল।  ৮) মাকুকে তৈরি করতে ঘড়িওয়ালার কত সময় লেগেছে? উঃ ১৭ বছর  ৯) ঘড়িওয়ালা কেন লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছিল ? উঃ ঘড়িওয়ালাকে দেখলেই মাকু হাসার কল, কাঁদার কল বসিয়ে নেবে। তাহলেই সে একটা আস্ত ভালো মানুষ হয়ে যাবে। রাজার মেয়েকে বিয়ে করবে। সেই ভয়ে ঘ...

প্রাচীন ভারতের চিকিৎসায় চরকসংহিতার অবদান আলোচনা করো।

  ৪) প্রাচীন ভারতের চিকিৎসায় চরকসংহিতার অবদান আলোচনা করো। ভূমিকাঃ      "শরীরং ব্যাধিমন্দিরম"---মানুষের শরীর মাত্রই ব্যাধির আকর। তাই মানুষের স্বাস্থ্য রক্ষার জন্য ভারতবর্ষে অতি প্রাচীনকাল থেকেই আয়ুর্বেদের ব্যাপক চর্চা ঘটেছিল। যে শাস্ত্র পাঠ করলে আয়ু বা জীবন সম্পর্কে বিভিন্ন তথ্য জানা যায় এবং বিভিন্ন রোগ মুক্তির উপায় যে গ্রন্থে বর্ণিত হয়েছে তাকে আয়ুর্বেদ শাস্ত্র বলে। চিকিৎসাশাস্ত্র হিসাবে চরক সংহিতা আজও সর্ববৃহৎ এবং সর্বোচ্চ সমন্বিত।   গ্রন্থবিভাগঃ         চরক সংহিতা গ্রন্থটিতে 8টি স্থান ও 120 অধ্যায় রয়েছে। স্থান গুলি হল-- সূত্রস্থান, নিদানস্থান, বিমান স্থান, শরীরস্থান, ইন্দ্রিয়স্থান, চিকিৎসাস্থান ও সিদ্ধিস্থান। সূত্রস্থানঃ       ইহা চরকসংহিতার প্রথম ভাগ। এতে 30 টি অধ্যায় ও 1952 টি সূত্রে গাঁথা। এখানে আয়ুর্বেদের লক্ষণ ও প্রয়োজনীয় শারীরিক ও মানসিক দোষগুলির বিবরণ, খনিজ ও উদ্ভিজ্জ দ্রব্যগুলির রোগ নিরাময়ের জন্য প্রয়োগ প্রভৃতি বর্ণিত হয়েছে। নিদানস্থানঃ          এতে 8 টি  অধ্যায় ও 247 টি ...

ভাস সমস্যা বলতে কি বোঝ আলোচনা করো।

  ৫) ভাস সমস্যা বলতে কি বোঝ আলোচনা করো। ভূমিকা ঃ  কালিদাস পূর্ব যুগের একজন বিখ্যাত নাট্যকার হলেন ভাস। সমগ্র সংস্কৃত সাহিত্যের ইতিহাসে তার নাট্যখ্যাতি অবিসংবাদিতভাবে প্রতিষ্ঠিত। মাত্র 1909 থেকে 1911 খ্রিস্টাব্দের মধ্যে টি গণপতি শাস্ত্রী দক্ষিণ ভারতের মনল্লিকরনাথম নামক স্থানে তালপাতার পুঁথিতে মালয়ালম হরফে লেখা 13 টি নাটক আবিষ্কার করেন ।নাটক গুলির রচয়িতা ভাস ,না অন্য কেউ সেই নিয়ে এক বিশাল মতভেদ সৃষ্টি হয়েছে। ইহাই ভাসসমস্য নামে পরিচিত।  সমস্যা পক্ষে যুক্তিঃ           কীথ, টমাস, দেবনাথ প্রমুখ পণ্ডিতগণ গ্রন্থগুলির রচয়িতা হিসেবে ভাসের নাম উল্লেখ করেছেন। তাদের মতে যুক্তিগুলি হল ----- ১)  তেরোখানি নাটকেই রচয়িতার নামের উল্লেখ নেই ।   ২) সবগুলি নাটকেই ভাব-ভাষা বাগভঙ্গি ও রচনাশৈলী একই ধরনের।  ৩) প্রতিটি নাটকের আরম্ভ হয়েছে "নান্দ্যন্তে ততঃ প্রবিশতি সুত্রধারঃ" বলে।  ৪) প্রতিটি নাটকের ভরতবাক্য একই প্রকার। ৫) প্রতিটি নাটকেই প্রস্তাবনা শব্দের পরিবর্তে স্থাপনা শব্দ ব্যবহার করা হয়েছে।  ৬) তেরোটি রূপকেই পতাকা স্থানের প্রাচুর্য বর...

History( class--viii) question and answer

  অধ্যায় অনুসারে অষ্টম শ্রেণির ইতিহাসের প্রশ্ন-উত্তর বিষয়ে আলোচনা           History( class--viii) question and answer        ১) আঞ্চলিক শক্তির উত্থান   অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর ১) ঔরঙ্গজেবের মৃত্যু হয় কত সালে? উঃ ১৭০৭ খ্রীঃ ২) পলাশির যুদ্ধ কবে হয়েছিল? উঃ ১৭৫৭ খ্রীঃ ৩) ব্রিটিশ শক্তির উত্থান কবে হয়েছিল? উঃ 1757 খ্রিস্টাব্দে ৪) নাদির শাহ কতবার ভারত আক্রমণ করেছিলেন? উঃ 17 বার ৫) বণিক রাজা নামে কারা পরিচিত ছিল? উঃ মুর্শিদাবাদের রাজনীতি ও অর্থনীতিতে যেসকল বণিকদের প্রভাব ছিল,তারা বণিক রাজা নামে পরিচিত ছিল।এদের মধ্যে উল্লেখযোগ্য হলো--উমিচাঁদ,জগৎ শেঠ,প্রমুখ। ৬) জগৎ শেঠ কার উপাধি? উঃ। ফতেহ চাঁদ ৭) মুর্শিদকুলি খাঁ কবে মারা যান? উঃ ১৭২৭ খ্রিস্টাব্দে ৮) মুর্শিদকুলি খাঁ এর সেনাপতির নাম কি? উঃ আলিবর্দি খাঁ ৯) আলীবর্দী খাঁ কবে মারা যান? উঃ 1756 খ্রিস্টাব্দের ১০) আলীবর্দী খাঁর দৌহিত্রের নাম কি? উঃ সিরাজউদ্দৌলা ১১) বাংলায় বর্গী হানা বলতে কী বোঝো? উঃ নবাব আলীবর্দীর সময়ে বাংলার এক গুরুত্বপূর্ণ ঘটনা হল মারাঠা বর্গী আক্রমন। 1742 থেকে 1751...

बंगला शब्द भंडार, বাংলা শব্দ ভান্ডার শব্দের উৎস গত শ্রেনীবিভাগের

ক) কোনটি কি জাতীয় শব্দ   রাজা ---- তৎসম শব্দ কেশর ---- তৎসম  বালতি---বিদেশী  উড়ালপুল ---- মিশ্রশব্দ  বেগম--- -তুর্কি  মহামিছিল ---- মিশ্র  ঐশ্বর্য ---- তৎসম  রিক্সা ---- জাপানি  পোশাক ---- ফরাসি  প্রভাত ---- তৎসম  মাছ ---- তদ্ভব  পিস্তল ---- পর্তুগিজ  বেস্পতিবার --- অর্ধতৎসম সুনামি ---- জাপানি শব্দ  গ্রন্থাগার ---- তৎসম শব্দ  মোচ্ছব ---- অর্ধ তৎসম শব্দ  টেরাকাটা ---- ইংরেজি শব্দ  বায়না ---- আরবি-ফারসি শব্দ  দেউড়ি ---- তদ্ভব   শ্রদ্ধা ---- তৎসম শব্দ  ঘেন্না ---- অর্ধ তৎসম শব্দ  মাছ ---- তদ্ভব শব্দ  সওগাত ---- তুর্কি শব্দ  স্বর্গ ---- তৎসম শব্দ  ধরণী ---- তৎসম শব্দ  মহারাজা ---- তৎসম শব্দ  সন্ন্যাসী ---- তৎসম শব্দ  পল্লব ---- তৎসম শব্দ  মোচ্ছব---- অর্ধ তৎসম শব্দ  লতা ---- তৎসম শব্দ  হরতাল ---- গুজরাটি শব্দ   মন্দির ---- তৎসম শব্দ  চা---- চিনা শব্দ  লতা ---- তৎসম শব্দ   আস্তাবল ---- ইংরেজি শব্দ  আমড...

হারিয়ে যাওয়া কালিকলম"গল্পে কালি কলমের প্রতি লেখকের ভালোবাসা কিভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো। ৫

  ১) হারিয়ে যাওয়া কালিকলম"গল্পে কালি কলমের প্রতি লেখকের ভালোবাসা কিভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো। ৫ উঃ  শ্রীপান্থের লেখা হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে দোয়াত ,কলম, কালি প্রভৃতি লেখার সরঞ্জামগুলিকে ঘিরে লেখকের মমতা ও ভালোবাসা যেভাবে ফুটে উঠেছে তা আলোচনা করা হলো।            ছোটবেলায় লেখকরা নিজের বাড়িতে নিজের হাতে কালি কলম বানিয়ে নিতেন। সরু বাঁশের কঞ্চি কেটে কলম তৈরি করতেন। বাড়িতে রান্না করা কড়াই এর নিচে ভুসোকালি লাউ পাতা দিয়ে ঘষে তুলে পাথরের বাটিতে জল দিয়ে গুলে নিতেন। এইভাবে তারা কালি তৈরি করতেন।               অবশেষে দেখা যায়, সেই কালি কলমের জায়গা করে নেয় ফাউন্টেন পেন। সেই পেনের প্রেমে পড়ে যান লেখক। এরপর বাজারে বলপয়েন্ট কলম আসলেও তার লেখকের মনে ধরেনি। যদিও সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে তার কাছেই লেখককে আত্মসমর্পণ করতে হল।যন্ত্রসভ্যতার হাত ধরে এর কম্পিউটার।দিন ফুরাল কলমের। এখন সবাই কম্পিউটারেই লেখে। কিন্তু লেখক এবং তার মতো কিছু মানুষ এখনও কলম ফেলে কম্পিউটারকে আপন করে নিতে পারেনি। এই যন্ত্...

প্রাচীন ভারতের গণিতচর্চা বিষয়ে আলোচনা করো।

  ৩) প্রাচীন ভারতের গণিতচর্চা বিষয়ে আলোচনা করো।  ভূমিকাঃ       গণিত শব্দের অর্থ হলো সংখ্যা বা অংক গণনার পদ্ধতি। গণ শব্দের অর্থ হলো সমষ্টি সুতরাং ব্যষ্টি বা সমষ্টির দ্বারা নির্ণয় পদ্ধতির নাম হল গণিত। গণিত শাস্ত্রের উৎপত্তি নিয়ে পণ্ডিতগণ নানা মতামত ব্যক্ত করেছেন। কেউ বলেছেন ব্যাবিলন কেউ কেউ বলেছেন ভারতবর্ষেই গণিত এর উৎপত্তি হয়েছে। শ্রেণীবিভাগঃ          গণিতের দুটি শাখা বিদ্যমান। একটি সংখ্যা গণিত অন্যটি আকৃতি গণিত। সংখ্যাগুণিতের পাটিগণিত ও বীজগণিত অন্তর্ভুক্ত হয়েছেন আর আকৃতি গণিত জ্যামিতি অন্তর্ভুক্ত হয়েছে।  পাটিগণিতঃ          প্রাচীনকালে জ্যোতির্বিদেরা কোন ফলকে ধূলিস্তর তৈরি করে তাতে আঁকাআঁকি করে গণিত বিষয়ের সমাধান করতন। এগুলি ধূলিকর্ম নামে পরিচিত ।পদ্ধতিগতভাবে পাটিগণিত রচিত হয় প্রথম আর্য ভট্টের সময় থেকে। ভারতীয় পাটিগণিতের কুড়িটি পরিকর্ম ও আটটি ব্যবহারের কথা উল্লেখিত হয়েছে। কুড়িটি পরিকর্ম হল- সংকলিত, ব্যবকলিত, গুন, ভাগ, বর্গ, বর্গমূল, ঘণ ও ঘনমূল প্রভৃতি এবং আটটি ব্যবহার হলো মিশ্রক,শ্রেড়ী,ক্ষেত্র,...