ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ
১) পাহাড় কাকে বলে ? পাহাড়ের বৈশিষ্ট্য লেখ। উঃ সাধারণত পর্বত এর থেকে কম উচ্চতা বিশিষ্ট 300 থেকে 1000 মিটার এবং কোন অঞ্চল জুড়ে বিস্তৃত স্বাভাবিক শিলাস্তূপকে পাহাড় বলে। উদাহরণ বাঁকুড়া জেলার শুশুনিয়া পাহাড়, পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়। পাহাড়ের বৈশিষ্ট্য ঃঃ ক) পাহাড় সাধারণত কম উচ্চতা বিশিষ্ট হয়। খ) পাহাড়ের শৃঙ্গ থাকে, তবে তার সংখ্যা ও উচ্চতা উভয়ই কম হয়। গ) পাহাড়ের ঢাল খাড়া হয়না। ঘ) পাহাড়ের চূড়ায় খুবই কম বরফ জমে। ঙ) পাহাড় গুলি বিচ্ছিন্নভাবে অবস্থান করে। চ) বেশিরভাগ পাহাড় গম্বুজ এর মত দেখতে লাগে। ২) পর্বত কাকে বলে ? পর্বত এর কয়েকটি বৈশিষ্ট্য লেখ। উঃ সুউচ্চ শৃঙ্গবিশিষ্ট , বন্ধুর, অসমান এবং বিস্তীর্ণ অঞ্চলজুড়ে অবস্থিত, এরকম শিলাময় ভূমিরূপকে পর্বত বলে। উদাহরণঃ হিমালয় পর্বত, আন্দিজ পর্বত, রকি পর্বত। পর্বতের বৈশিষ্ট্যঃ ক) পর্বত বিস্তীর্ণ অঞ্চলজুড়ে অবস্থান করে। খ) পর্বতের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 1000 মিটারেরও বেশি হয়। গ) এর অসংখ্য সুউচ্চ শৃঙ্গ ও গভীর গিরিখাত থাকে। ঘ) পর্বতের ঢাল খুব খাড়া হয়। ঙ) এর ভূতাত্ত্বিক গঠন বেশ জটিল হয় । ৩) মহীখাত কাকে ...