রচনা লেখার কৌশল
প্রবন্ধ রচনা
রচনা লেখার কৌশল /কিভাবে রচনা লিখতে হয়?
West Bengal Higher secondary education পরীক্ষাতে প্রতিবছর জীবনী রচনা লিখতে হয় একটি। তাই একটি জীবনী রচনা মুখস্থ করে কিভাবে একাধিক জীবনে দেখা যায় তার একটি সুন্দর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক পর্ষদ, বাংলা প্রবন্ধ রচনা, রচনা লেখার কৌশল,HS Bengali rochona,Bengali prabandha rochana/
প্রবন্ধ রচনা লেখার কৌশল
ভূমিকাঃ
এই মানব জীবন ক্ষণস্থায়ী। তাই মানব জীবনের মূল্য তার আয়ুর দ্বারা বিচার করা যায় না। কোন মানুষ তাঁর কৃতিত্বের মধ্য দিয়ে সমগ্র মানুষের মধ্যে অমরত্ব লাভ করতে পারে। তাঁর ব্যক্তিত্ব চিন্তা-ভাবনা ও কর্মকাণ্ডের মধ্য দিয়েই তিনি সমগ্র মানবজাতির মধ্যে শ্রদ্ধেয় হয়ে ওঠেন।(যার বিষয়ে রচনা লেখা হবে তার নাম লিখবেন এখানে বুঝতে না পারলে YouTube video follow করুন) এমনই একজন মানুষ ছিলেন। তাঁর আশ্চর্য প্রতিভা বিশ্ব তথা ভারতবাসীর কাছে অম্লান ও মৃত্যুঞ্জয়ী করে তুলেছে।
জন্ম ও বংশপরিচয়ঃ
মানবসমাজ বংশপরম্পরায় প্রবাহমান। তাই যে কোন সাধারণ মানুষ বা মহামানব যাই হোক না কেন, তাদের বংশ পরিচয় থাকা আবশ্যক। অনেকেই বংশ পরিচয়ের মাধ্যমে পরিচিতি লাভ করেন আবার অনেকে নিজের কর্মের মাধ্যমে বংশের গৌরব বৃদ্ধি করেন। এমনই একজন ব্যক্তিত্ব হলেন (যার রচনা লেখা হচ্ছে এখানে তার নাম লিখবেন, এরপর প্রশ্নে যে পয়েন্ট দেওয়া থাকবে সেখান থেকে দেখে দু-চার লাইন লিখতে হবে)
শিক্ষাজীবনঃ
ছেলেবেলায় তিনি পাঠশালা থেকেই শিক্ষা জীবনে প্রবেশ করেন। (এরপর পয়েন্ট দেখে দু-চার কথা ওখানে লিখে দেবেন)
সাহিত্যকৃতিঃ
তার অসংখ্য কর্ম প্রণালীর মধ্যে সাহিত্যকৃতি এক উল্লেখযোগ্য অবদান। বিভিন্ন সাহিত্য রচনায় তিনি অসাধারণ প্রতিভার পরিচয় দিয়েছেন। তাঁর রচিত কয়েকটি উল্লেখযোগ্য সাহিত্য গ্রন্থ হল (প্রশ্নে দেওয়া থাকবে তা দেখে এখানে লিখতে হবে)
কর্মজীবনঃ
মানবতা কর্মজীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। কর্মকুশল মানুষ দৈহিক ও মানসিক প্রচেষ্টায় সকলের মন জয় করতে পারেন এবং নিজে আনন্দ পেতে পারেন। কর্মের মাধ্যমে মানবজীবন শ্রেষ্ঠ আসন লাভ করে। (এরপর পয়েন্ট দেখে দু-চার কথা এখানে লিখতে হবে)
উপসংহারঃ
বাংলা সাহিত্যের তিনি ছিলেন যথার্থই একজন প্রতিভাবান ব্যক্তিত্ব। উচ্চ চিন্তা শক্তি, সাহিত্যকৃতি ও কর্মকুশলতা গুণে তিনি উচ্চ শিখরে অধিষ্ঠিত হয়েছেন। তার জীবনমুখী রচনাগুলি আমাদের জীবনে চলার পথে যথেষ্ট ভাবেই অনুপ্রাণিত করে। অন্তরের অন্তঃস্থল থেকে উঠে আসা পবিত্র ভালোবাসার সংমিশ্রণে রচিত সাহিত্যকৃতি জন্য তিনি আজও আমাদের কাছে স্মরণীয় হয়ে আছেন।
Comments
Post a Comment
Haven't doubt please let me know.