Hs Bengali suggestion2022
Higher secondary suggestion-2022
Bengali
Wbhse 2022 suggestion Bengali/ HS Bengali suggestion 2022/Higher secondary Bengali suggestion/Higher secondary Bengali suggestion 2022/Bangla suggestion/উচ্চ মাধ্যমিক বাংলা সাজেশন 2022/বাংলা বিষয়ে সাজেশন//বাংলা সাজেশন ২০২২//HS Bengali suggestion
পশ্চিমবঙ্গ সরকার পরিচালনায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার বিষয়ে সময়সূচী আগেই ঘোষিত হয়েছে। 2022 সালের সিলেবাস অনুযায়ী গুরুত্বপূর্ণ সাজেশন এখানে পাবেন। প্রত্যেকটি অনুচ্ছেদ অনুযায়ী এখানে সাজেশন প্রদান করা হলো
ভারতবর্ষ ্ঃ
১) "দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়াল চারিদিকে"প্রসঙ্গ উল্লেখ করে এই উত্তেজনাপূর্ণ ঘটনার বিবরণ দাও।
২) "কতক্ষণ সে মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারত কে জানে" সে বলতে কার কথা বলা হয়েছে? জনতা মারমুখী হয়ে উঠেছিল কেন?
৩) শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল"-কার কথা বলা হয়েছে? সে ক্রমশ আবছা হয়ে গেল কেন?
৪) আমি কি তা দেখতে পাচ্ছিস নে?-কোন প্রশ্নের উত্তরে বক্তা একথা বলেছেন ? গল্প অনুসারে বক্তার স্বরূপ উদঘাটন কর?
৫) সাম্প্রদায়িকতাবিরোধী গল্প হিসাবে ভারত বর্ষ গল্পটি কতখানি সার্থক আলোচনা করো।
ভাত ঃ
১) দাঁতগুলো বের করে সে কামড়ের মত হিংস্র ভঙ্গি করে"-কে কার প্রতি এরূপ আচরণ করেছিল ? এরূপ আচরণ করার কারণ বিশ্লেষণ করো।
২)" বাদার ভাত খেলে তবে তো সে আসল বাদার খোঁজ পেয়ে যাবে একদিন"-বাধা কাকে বলে ? উদ্দিষ্ট ব্যক্তির এরূপ মনে হওয়ার কারণ কি?
৩) "বিয়ে বাড়ির সবকিছুই চলে বড় পিসিমা নিয়মে"-বড় পিসিমা চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা করো।
৪) "ফুটন্ত ভাতের গন্ধ তাকে বড় উতলা করে"-কার কথা বলা হয়েছে ? ফুটন্ত ভাতের গন্ধ কেন তাকে উতলা করে?
আমার বাংলা ঃ
১) কিন্তু হাতি বেগার আর চলল না"-হাতি বেগার আইন কি ? তা আর চলল না কেন ?
২)" চেংমানের মাথায় আকাশ ভেঙে পড়ে"-চেংমান কে? কেন তার মাথায় আকাশ ভেঙে পড়েছিল?
৩) আর এক রকমের প্রথা আছে"-প্রথাটির নাম কি ? সেই প্রথা সম্পর্কে লেখ । তাদের অবস্থার পরিবর্তন কি হয়েছিল?
৪) ছাতির বদলে হাতি রচনায় প্রজাদের উপর জমিদারদের যে শোষণ চিত্র বর্ণিত হয়েছে তা লেখ।
৫) মেঘের গায়ে জেলখানা গল্প অবলম্বনে বক্সা জেলখানার বর্ণনা দাও।
৬) মেঘের গায়ে জেলখানা গল্পাংশ অভিজাত ও কয়েদিদের যে বর্ণনা পাওয়া যায়, তা আলোচনা করো।
৭) সরু লিকলিকে আঙ্গুল দিয়ে সেইসব খুনিদের শনাক্ত করছে"-কে শনাক্ত করছে ? কাদের কেন খুনি বলা হয়েছে?
৮) তোমরা হাত বাড়াও তাকে সাহায্য করো"- লেখক কাকে, কিভাবে, কেন সাহায্য করতে বলেছেন?
বাঙালির ভাষা ও শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাসঃ
১) বাংলা চিত্রকলায় রামকিঙ্কর বেইজের অবদান লেখ
২) বাংলা চিত্রকলার ইতিহাসে নন্দলাল বসুর অবদান লেখ।
৩) বাংলা চিত্রকলার ইতিহাসে যামিনী রায়ের অবদান লেখ।
৪) বাংলা চিত্রকলার ইতিহাসে অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো।
৫) বাংলা চলচ্চিত্রে সত্যজিৎ রায়ের অবদান লেখ।
৬) বাংলা চলচ্চিত্রে মৃণাল সেন, ঋত্বিক ঘটক ও তপন সিংহের অবদান আলোচনা করো।
৭) বাংলা বিজ্ঞান চর্চার ইতিহাসে জগদীশচন্দ্র বসু, মেঘনাথ সাহা ও কাদম্বিনী বসু (গঙ্গোপাধ্যায়ের) অবদান আলোচনা করো।
ভাষাবিজ্ঞানঃ
১) ভাষাবিজ্ঞানের বহুল প্রচলিত তিনটি শাখার নাম লেখ। যেকোনো একটি শাখা সম্পর্কে আলোচনা করো।
২) সমাজ ভাষাবিজ্ঞান কাকে বলে ? সমাজ ভাষাবিজ্ঞান এর কয়টি ভাগ ? সমাজভাষাবিজ্ঞান সম্পর্কে যা জানো লেখ।
৩) শৈলী বিজ্ঞান কাকে বলে ? শৈলী বিচার করার কয়টি ক্ষেত্র ও কি কি ? এদের বৈশিষ্ট্য লেখ।
৪) গুচ্ছ ধ্বনী ও যুক্ত ধ্বনি বলতে কি বোঝো? উদাহরণসহ লেখ।
৫) মুন্ডমাল শব্দ কাকে বলে ? উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও।
৬) গঠন অনুসারে বাক্যকে কয়টি ভাগে ভাগ করা যায় এবং কি কি ? প্রত্যেক ভাগের একটি করে উদাহরণ দাও।
৭) বাক্যের অব্যবহিত উপাদান এর দরকারি নীতিগুলি আলোচনা করো।
........
Comments
Post a Comment
Haven't doubt please let me know.