Modal activity task class 7 science part 6

 ১) ঠিক উত্তরটি নির্বাচন করো 

১.১ যে ক্ষেত্রে আলোর বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে না সেটি হল  ----

ক) দেয়াল  খ) কাগজ গ) কাপড়  ঘ) আয়না

 উঃ ঘ) আয়না


১.২) যেটি পরিবেশবান্ধব শক্তির উৎস নয় সেটি হল--

ক) সূর্য  খ) বায়ুপ্রবাহ  গ) জীবাশ্ম জ্বালানি  ঘ)জৈব গ্যাস 

উঃ গ) জীবাশ্ম জ্বালানি


১.৩ রূপান্তরিত অর্ধবায়বীয় কান্ড দেখা যায় যে উদ্ভিদে সেটি হল 

ক) আলু খ) কচুরিপানা গ) বের  ঘ) কুমড়ো 

উঃ খ) কচুরিপানা


২. ঠিক বাক্যের পাশে ✓ আর ভুল বাক্যের পাশে × চিহ্ন দাও ।

২.১ কোনো দন্ডচুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য তার চৌম্বক দৈর্ঘ্যের চেয়ে সামান্য কম হয়। ×

২.২ কাণ্ডের যে অংশ থেকে শাখা বের হয় তাকে পর্বমধ্য বলে । ×

২.৩ তেঁতুল পাতা হল একক পত্রের একটি উদাহরণ। ×


৩. একটি বাক্যে উত্তর দাও।

৩.১ চালু লাইনের কাজ করার সময় ইলেকট্রিক মিস্ত্রির কিসের উপর দাঁড়িয়ে কাজ করা উচিত---- লোহার চেয়ার না কাঠের টুল ? কেন ?

উঃ চালু লাইনে কাজ করার সময় ইলেকট্রিক মিস্ত্রির কাঠের টুলের ওপর দাঁড়িয়ে কাজ করা উচিত। কারণ কাঠ হল তড়িৎ এর কুপরিবাহী।


৩.২ উদ্ভিদের মূলের প্রধান কাজ কি কি ? 

উঃ উদ্ভিদের মূলের প্রধান কাজগুলি হল--- 

ক) গাছকে দৃঢ়তা প্রদান করা।

খ) গাছকে মাটির সঙ্গে আঁকড়ে ধরে রাখা এবং মাটি থেকে জল শোষন করা।


৪. তিন চারটি বাক্যে উত্তর দাও ।

৪.১ সূচিছিদ্র ক্যামেরার ছিদ্রটি বড়ো করা হলে প্রতিকৃতির কি পরিবর্তন হবে ? ব্যাখ্যা করো।

উঃ সূচিছিদ্র ক্যামেরার বস্তুর প্রতিকৃতি গঠিত হয় মাত্র। কখনোই বস্তুর প্রতিবিম্ব গঠিত হয় না।

           ছিদ্র বড় হলে তা অসংখ্য ছোট ছোট ছিদ্রের সমষ্টি রূপে কাজ করে। প্রতিটি সূক্ষ্ম ছিদ্রের এক একটি আলাদা আলাদা স্পষ্ট প্রতিকৃতি তৈরী করে।ফলে সমস্ত প্রতিকৃতি মিলেমিশে একটা অস্পষ্ট প্রতিকৃতি তৈরি করে।

৪.২ সমুদ্রের মাছ কিভাবে নিজের দেহে জলের পরিমাণ স্বাভাবিক রাখে ব্যাখ্যা করো।

উঃ সমুদ্রের মাছ ঘন ঘন মূত্র ত্যাগ করে। এর ফলে খুব কম জল দেহ থেকে বাইরে বেরিয়ে যায়। আবার ফুলকার মাধ্যমে দেহের অতিরিক্ত আয়রন ত্যাগ করে দেহে জলের পরিমাণ স্বাভাবিক রাখে।


Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)