Class-8 Bengali model activity task 2022

                 মডেল অ্যাক্টিভিটি টাস্ক ২০২২

                            অষ্টম শ্রেণি

                              বাংলা 

                          পূর্ণমান ২০


১) ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ।

১.১ অদ্ভুত আতিথেয়তা গল্পে আরব জাতির সঙ্গে যাদের সংগ্রামের প্রসঙ্গ রয়েছে -

ক) ইরানীয়                        খ) তুর্কি 

গ) স্পার্টা                           ঘ) মুর 


১.২) মুর সেনাপতি আরব শিবিরে এসেছিলেন-

ক) ঘোড়ায় চড়ে                   খ) উটে চড়ে 

গ) হাতিতে চড়ে                    ঘ) রথে চড়ে 


১.৩) "আপনি সত্বর প্রস্থান করুন"- একথা বলেছেন--

ক) আরব রাজ                    খ) আরব সেনাপতি 

গ) মুর রাজ।                        ঘ) মুর সেনাপতি 


২) নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও।

২.১) "আশ্রয় প্রার্থনা করিলেন"-- কোথায় আশ্রয় প্রার্থনা করা হয়েছে?

উঃ 'অদ্ভুত আতিথেয়তা' গল্পে মুর সেনাপতি আরব সেনাপতিদের শিবিরে উপস্থিত হয়ে আশ্রয় প্রার্থনা করেছিলেন।


২.২) "সন্দিহান চিত্তে শয়ন করিলেন"-- কেন তার মনে সন্দেহ জেগেছে ? 

উঃ মুর সেনাপতি আরব সেনাপতির শিবিরে বিশ্রাম ও খাদ্য গ্রহণ করে পূর্বপুরুষদের সাহস ও পরাক্রমের কথাবার্তা চলাকালীন হঠাৎ আরব সেনাপতি অসুস্থতার কথা বলে উঠে যান এবং পরেরদিন সকালে নিজ শিবিরে ফিরে যেতে বলেন। এরকম অদ্ভুত আচরণে মুর সেনাপতির মনে সন্দেহ জেগেছিল।


২.৩) "আমা অপেক্ষা আপনকার ঘোরতর বিপক্ষ আর  নেই "--বক্তা কেন একথা বলেছে ?

উঃ আরব সেনাপতি তার পিতার মৃত্যুর প্রতিশোধ নিতে তৎপর। সেই হত্যাকারীকে অতিথি হিসাবে হাতের কাছে পেয়েও তাকে কিছু করতে পারেন না। তাই শত্রুকে সাবধান করে তিনি আলোচ্য কথাটি বলেছেন ।


৩) নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও।

৩.১) কিন্তু তাহার দিকভ্রম জন্মিয়াছিল"-- কার কথা বলা হয়েছে? এর ফলে কি ঘটেছিল ?  

উঃ আলোচ্য অংশে মুর সেনাপতির কথা বলা হয়েছে।

                মুর সেনাপতি আরব সেনাপতি দূর পর্যন্ত অনুসরণ করলে তিনি প্রাণভয়ে দ্রুতবেগে পালিয়ে যান কিন্তু শেষ পর্যন্ত তিনি পথ ভুলকরে বিপক্ষ শিবিরে এসে উপস্থিত হন এবং আরব সেনাপতি তাঁবুতে এসে আশ্রয় প্রার্থনা করেন।


৩.২) "এই সময়ে আরব সেনাপতির মুখ বিবর্ণ হইয়া গেল"--আরব সেনাপতি মুখে বিবর্ণ হয়ে গেল কেন?

উঃ আশ্রয়প্রার্থী মুর সেনাপতি আরব সেনাপতির শিবিরে বিশ্রাম, আহার, জল গ্রহণের পর কিছুটা সুস্থ হলে তাদের মধ্যে কথাবার্তা শুরু হয়। তাদের পূর্বপুরুষদের সাহস, সংগ্রাম কৌশল শুনতে-শুনতে আরব সেনাপতি বুঝতে পারেন এই মুর সেনাপতিই তার পিতার হত্যাকারী। সেই মুহূর্তে মনের যন্ত্রণায় আরব সেনাপতির মুখ বিবর্ণ হয়ে উঠেছিল।


৩.৩) "এই বলিয়া আরব সেনাপতি সাদর সম্ভাষণ ও করমর্দন পূর্বক তাহাকে বিদায় দিলেন ।"--আরব সেনাপতি উদ্দিষ্ট ব্যক্তিকে কি বলেছিলেন ?

উঃ আলোচ্য অংশে উদ্দিষ্ট ব্যক্তি হলেন মুর সেনাপতি। তিনি বলেন, সূর্যোদয়ের আগেই যেন মুর সেনাপতি সেখান থেকে চলে যান। কারণ তিনি তার পিতার মৃত্যুর প্রতিশোধ নিতে তৎপর হবেন।


৪) নিচের প্রশ্নটির উত্তর নিজের ভাষায় লেখ।

"অদ্ভুত আতিথেয়তা" গল্পে আরব সেনাপতির আতিথেয়তাকে অদ্ভুত বলা হয়েছে কেন ?

উঃ অতিথি সেবার বিচারে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হলো আরব জাতি। কোন অতিথি আরবদের গৃহে উপস্থিত হলে তারা সাধ্যানুসারে সেই অতিথির পরিচর্যা বা আপ্যায়ন করেন। সেই ব্যক্তি তাদের শত্রু হলেও তারা তাদের প্রতি কোনরূপ অনাদর বা বিদ্বেষ প্রদর্শন করেন না।

              আশ্রয়প্রার্থী মুর সেনাপতি আরব সেনাপতির পিতাকে হত্যা করেছেন জেনেও আরব সেনাপতি কর্তব্যে স্থির থেকে অতিথিসেবা করেছেন। তিনি পরম শত্রুকে হাতের কাছে পেয়েও প্রতিশোধ নেওয়ার চেয়ে অতিথিসেবার উপরেই জোর দিয়েছিলেন বলে তার আতিথেয়তাকে অদ্ভুত বলা হয়েছে।




।।।।।।


Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)