বাংলা বাগধারা ও প্রবাদ প্রবচন
বাংলা বাগধারা
১) অষ্টরম্ভা --- ফাঁকি
২) অহিনকুল সম্পর্ক --- চিরশত্রুতা
৩) আঁতে ঘা --- আত্মসম্মানে আঘাত
৪) আকাশকুসুম --- অলীক কল্পনা
৫) আকাশ থেকে পড়া --- অত্যন্ত অবাক হওয়া
৫) আক্কেল সেলামি --- বোকামির শাস্তি
৬) আঠারো মাসে বছর --- দীর্ঘসূত্রতা
৭) আষাঢ়ে গল্প --- অবিশ্বাস্য কাহিনী
৮) ইঁচড়েপাকা --- অকালপক্ক
৯) উত্তম-মধ্যম --- প্রচন্ড প্রহার
১০) উভয় সংকট --- দুদিকেই বিপদ
১১) একাই একশো --- অত্যন্ত ক্ষমতাশালী
১২) ওজন বুঝে চলা --- গুরুত্ব বুঝে চলা
১৩) কড়ায়-গণ্ডায় --- অতিসূক্ষ হিসাবে
১৪) কলুর বলদ --- অন্যের স্বার্থে চালিত
১৫) কাঁচা পয়সা --- হঠাৎ উপার্জিত অর্থ
১৬) কানকাটা --- নির্লজ্জ
১৭) কেউকেটা --- গণ্যমান্য ব্যক্তি
১৮) কেঁচে গন্ডুস --- নতুন করে শুরু করা
১৯) কুঁড়ের বাদশা --- অত্যন্ত অলস
২০) গড্ডালিকা প্রবাহ --- আলস্যে গা ভাসানো
২১) গদাই লস্করি চাল --- ধীরগতিসম্পন্ন
২২) গভীর জলের মাছ --- অত্যন্ত চাপা ও ধুরন্ধর লোক
২৩) গোড়ায় গলদ --- শুরুতেই ভুল
২৪) ঘোড়ার ডিম --- অলীক বস্তু
২৯) চক্ষুশূল --- অপ্রিয় ব্যক্তি
৩০) চাঁদেরহাট --- বহু গুণীজনের একসঙ্গে সমাবেশ
৩১) চুনোপুঁটি --- নগন্য ব্যাক্তি
৩২) চোখে চোখে রাখা --- অতি সতর্ক দৃষ্টি রাখা
৩৩) চোখের চামড়া --- চক্ষুলজ্জা
৩৪) চোখে সর্ষেফুল দেখা --- দিশেহারা অবস্থা
৩৫) ছেলের হাতের মোয়া --- অতি সহজে পাওয়া যায় এমন জিনিস
৩৬) জগাখিচুড়ি --- তালগোল পাকানো
৩৭) জড়ভরত --- জড়বুদ্ধিসম্পন্ন /অকর্মণ্য
৩৮) জলের আলপনা ---ক্ষণস্থায়ী
৩৯) জিলিপির প্যাঁচ --- কূটবুদ্ধি
৪০) ঝাঁকের কৈ --- নিন্দার্থে এক শ্রেণীভূক্ত
৪১) টইটুম্বুর --- পরিপূর্ণ
৪২) টনক নড়া --- সচেতন হওয়া
৪৩) টাকার কুমির --- প্রভূত অর্থবান
৪৪) ঠোঁটকাটা --- স্পষ্টবক্তা
৪৫) ঠুঁটো জগন্নাথ --- গুরুত্বহীন বা অকর্মণ্য
৪৬) ডুমুরের ফুল --- অদৃশ্য ব্যক্তি বা বস্তু
৪৭) ঢাকের বায়াঁ --- সর্বদা সঙ্গে থাকে কিন্তু কোন কাজে লাগে না
৪৮) তাসের ঘর --- ক্ষণস্থায়ী
৪৯) তীর্থের কাক --- অনুগ্রহ প্রত্যাশী
৫০) দুই নৌকায় পা --- দুদিক বজায় রাখার চেষ্টা
৫১) দুমুখো সাপ --- যে দুজনের কাছে দু'রকম
৫২) নয়নের মনি --- অত্যন্ত আদরের
৫৩) পাকা ধানে মই --- অত্যন্ত ক্ষতিসাধন
৫৪) পুকুরচুরি --- বড় রকমের চুরি
৫৫) বাপের ব্যাটা --- সাহসী
৫৬) বালির বাঁধ --- ক্ষণস্থায়ী বস্তু
৫৭) বুকের পাটা --- সাহস
৫৮) মাটির মানুষ --- অত্যন্ত নিরীহ প্রকৃতির ভালো মানুষ
৫৯) মান্ধাতার আমল --- অতি প্রাচীনকাল
৬০) মামা বাড়ির আবদার --- অযৌক্তিক দাবি
৬১) মিছরির ছুরি --- মিষ্টি কথায় চাবুক
৬২) মুখের কথা --- সহজ কথা
৬৩) রফা নিষ্পত্তি --- মীমাংসা
৬৪) রাঘববোয়াল --- অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি
৬৫) হ-য-ব-র-ল --- বিশৃংখল /উল্টোপাল্টা
৬৬) হাতের পাঁচ --- শেষ সম্বল
৬৭) হিতে বিপরীত --- ভালো করতে গিয়ে খারাপ।
৬৭) গদাই লস্করি চাল --- ভারিক্কি চাল
৬৭) জলের আলপনা --- অস্থায়ী
৬৮) টনক নড়া --- খেয়াল হওয়া
৬৯) ডুমুরের ফুল --- অদৃশ্য
৭০) নয়নের মনি --- অতিপ্রিয়
৭১) মান্ধাতার আমল --- প্রাচীনকাল
।।।।।
Comments
Post a Comment
Haven't doubt please let me know.