Geography class -6
১) সূর্যের পরেই আমাদের সবথেকে কাছের নক্ষত্রের নাম কি ?
উঃ প্রক্সিমা সেনটাউরি (৪১ লক্ষ কোটি কিমি)
২) পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত ?
উঃ ১৫ কোটি কিমি।
৩) সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে ?
উঃ ৮মিনিট ২০ সেকেন্ড।
৪) বায়ুশূন্যস্থানে আলোর গতিবেগ কত ?
উঃ সেকেন্ডে ৩ লক্ষ কিমি
৫) এক আলোকবর্ষ কাকে বলে ?
উঃ এক বছরে আলো যতটা দূরত্ব যায়, তাকে এক আলোকবর্ষ বলে।
৬) সপ্তর্ষিমন্ডল কোন আকাশে দেখা যায় ?
উঃ উত্তর আকাশে
৭) ক্যাসিওপিয়া দেখতে কেমন ?
উঃ ইংরেজী M অক্ষরের মতো।
৮) কালপুরুষ দেখতে কেমন ?
উঃ পুরাকাহিনীর এক সাহসী শিকারি রূপে
৯) তারারা মিটমিট করে জ্বলে কেন ?
উঃ পৃথিবীর চারিদিকে বায়ুমণ্ডল আছে।তারার আলো যখন এই বায়ুস্তর পেরিয়ে আসে তখন কেঁপে যায়। তাই তারাদের মিটমিট করে জ্বলতে দেখা যায়।
১০) টেলিস্কোপ কে আবিষ্কার করেন ?
উঃ গ্যালিলিও
১১) সূর্য কীভাবে সৃষ্টি হয়েছে ?
উঃ প্রায় ৪৬০ কোটি বছর আগে মহাশূন্যে ভাসমান ধূলিকণা, হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের বিশাল মেঘ সংকুচিত হয়ে জমাট বেঁধে সূর্যের সৃষ্টি হয়েছে।
১১) সৌর জগতের কেন্দ্রে অবস্থান করেছে _________।
উঃ সূর্য
১২) সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কোনটি ?
উঃ বুধ
১৩) সবচেয়ে বড় গ্রহের নাম কি ?
উঃ বৃহস্পতি
১৪) দূরত্বের বিচারে আমাদের পৃথিবী কত নম্বরে আছে ?
উঃ তৃতীয়
১৫) সূর্য পৃথিবীর থেকে কত গুন বড় ?
উঃ ১৩ লক্ষ গুণ
১৬) সূর্যের বাইরের উষ্ণতা কত ?
উঃ প্রায় ৬ হাজার ডিগ্রি সেলসিয়াস
১৭) পৃথিবীর চেয়ে সূর্য কত গুণ ভারী ?
উঃ তিন লক্ষ গুণ
১৮) সৌরকলঙ্ক কাকে বলে?
উঃ সূর্যের গায়ে যেখানে উত্তাপ একটু কম সেই জায়গাগুলো একটু কম উজ্জ্বল হয়। তাই কালো দাগের মতো দেখায় একে সৌর কলঙ্ক বলে ।
১৯) সৌর ঝড় কাকে বলে ?
উঃ সূর্যের বাইরের অংশে ছোট ছোট বিস্ফোরণ হলে প্রচুর পরিমাণে আয়নিত কণা, গ্যাস, রশ্মি চারিদিকে ছড়িয়ে পড়ে একে সৌরঝড় বলে। প্রতি ১১ বছর অন্তর এই ঝড় জড়ালো হয়।
২০) খালি চোখে সূর্যের দিকে তাকাতে নেই কেন ?
উঃ কারণ আমাদের চোখে অবস্থিত রেটিনা পুড়ে গিয়ে চোখের ক্ষতি হতে পারে ।
২১) সন্ধ্যাতারাকে কোন আকাশে দেখা যায় ?
উঃ পশ্চিম আকাশে
২২) গ্রহের বৈশিষ্ট্য গুলি লেখ।
উঃ ক) গ্রহের নিজস্ব আলো ও উত্তাপ নেই ।
খ) গ্রহগুলির নক্ষত্রের আলোয় আলোকিত হয় ।
গ) নক্ষত্রের আকর্ষণে গ্রহগুলি নক্ষত্রের চারিদিকে ঘোরে।
ঘ) গ্রহ-নক্ষত্রের থেকে অনেক ছোট হয়।
২৩) সৌর জগতের অন্তঃস্থ গ্রহ গুলির নাম লেখ।
উঃ বুধ, শুক্র, পৃথিবী ও মঙ্গল।
২৪) সৌর জগতের বহিঃস্থ গ্রহ গুলি লেখ।
উঃ বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন
২৫) কোন গ্রহ পূর্ব থেকে পশ্চিম দিকে আবর্তন করে ?
উঃ শুক্রগ্রহ
২৬) কোন গ্রহ উত্তর দক্ষিণে আবর্তন করে ?
উঃ ইউরেনাস
২৭) সৌর জগতের উষ্ণতম গ্রহের নাম কি ?
উঃ শুক্রগ্রহ কারণ প্রচুর কার্বন ডাই অক্সাইড থাকায় উষ্ণতা অনেক বেশি।
২৮) সৌরজগতের একমাত্র গ্রহের নাম লেখ, যেখানে প্রাণের অস্তিত্ব আছে ?
উঃ পৃথিবী
২৯) মহাকাশ থেকে পৃথিবীকে কেমন দেখায় ?
উঃ নীল রং
৩০) কোন গ্রহ লাল গ্রহ নামে পরিচিত ?
উঃ মঙ্গল গ্রহ
৩১) মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলে কেন ?
উঃ মঙ্গল গ্রহের মাটিতে প্রচুর ফেরাস অক্সাইড থাকার জন্য ইহা দেখতে লাল।
৩২) কোন গ্রহের বলয় আছে ?
উঃ শনি গ্রহ
৩৩) সবুজ গ্রহ নামে পরিচিত কোন গ্রহ ?
উঃ ইউরেনাস কারণ মিথেন গ্যাস বেশি থাকে বলে ইহা সবুজ রঙের হয়।
৩৪) বামন গ্রহ কাকে বলে ?
উঃ যে সকল গ্রহ নিজের কক্ষপথে কোন মহাজাগতিক বস্তু এলে সরিয়ে দিতে পারে না, তাদের বামন গ্রহ বলে ।যেমন - প্লুটো
৩৫) পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম কি ?
উঃ চাঁদ
৩৬) পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত ?
উঃ ৩ লক্ষ ৮৪ হাজার কিলোমিটার।
৩৭) পৃথিবীর আয়তনের চার ভাগের এক ভাগের সমান চাঁদ।স্ত্রী/ মিথ্যা।
উঃ সত্য
৩৮) চাঁদের অভিকর্ষ পৃথিবীর কত ভাগ ?
উঃ ⅙ ভাগ
৩৯) মঙ্গল গ্রহের কয়টি উপগ্রহ ও কি কি ?
উঃ দুটি উপগ্রহ আছে, ডাইমস ও ফোবস।
৪০) বৃহস্পতির একটি উপগ্রহের নাম লেখ।
উঃ বৃহস্পতি গ্রহের ৬৭ টি উপগ্রহ আছে। এর একটি উপগ্রহ হলো গ্যানিমিড।
৪১) শনি গ্রহের বৃহত্তম উপগ্রহের নাম কি ?
উঃ টাইটান
৪২) চন্দ্রকলা বলতে কী বোঝো ?
উঃ অমাবস্যা থেকে পূর্ণিমা আবার পূর্ণিমা থেকে অমাবস্যায় চাঁদের আলোকিত অংশের বাড়া কমাকে চন্দ্রকলা বলে।
৪৩) চন্দ্রমাস কাকে বলে ?
উঃ একটা পূর্ণিমা থেকে আরেকটা পূর্ণিমা পর্যন্ত সময়কে বলে চন্দ্রমাস।
৪৪) সৌর জগতের বৃহত্তম গ্রহাণুর নাম কি ?
উঃ সেরেস
৪৫) গ্রহাণুপুঞ্জ কাকে বলে?
উঃ গ্রহের মতো খুব ছোট ছোট জ্যোতিষ্ক নির্দিষ্ট কক্ষপথে সূর্যের চারিদিকে পাক খায়। এদের একসঙ্গে গ্রহাণুপুঞ্জ বলে।
৪৬) ধুমকেতু কাকে বলে ?
উঃ ঝাঁটার মত লেজবিশিষ্ট উজ্জ্বল জ্যোতিষ্ককে ধুমকেতু বলে।
৪৭) হ্যালির ধুমকেতু কত বছর অন্তর দেখা যায় ?
উঃ ৭৬ বছর।
৪৮) শেষ কত সালে হ্যালির ধূমকেতু দেখা গিয়েছিল ?
উঃ ১৯৮৬ সালে।
৪৯) অভিকর্ষ বল বলতে কী বোঝো ?
উঃ পৃথিবী তার কেন্দ্রের দিকে পৃথিবী পৃষ্ঠের সকল বস্তুকে যে বল দ্বারা আকর্ষণ করে তাকে অভিকর্ষ বল বলে।
৫০) মঙ্গল আর _________ মাঝে প্রায় 40 হাজার গ্রহাণুপুঞ্জ দেখা যায়।
উঃ বৃহস্পতির
৫১) মহাকাশে যাওয়ার পোশাককে বলে _____________ ।
উঃ স্পেস স্যুট
৫২) মহাকাশে যাওয়ার যানকে বলে ____________ ।
উঃ স্পেস শাটল
৫৩) কৃত্রিম উপগ্রহ কি কাজে লাগে ?
উঃ ক) আবহাওয়ার পূর্বাভাস খ) সমুদ্র পরিবহন গ) প্রাকৃতিক দুর্যোগের আগাম সতর্কতা এবং ঘ) মহাকাশ গবেষণায় কৃত্রিম উপগ্রহ গুলোকে কাজে লাগানো হয়।
৫৪) আমেরিকা যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থার নাম কি ?
উঃ NASA
৫৫) ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি ?
উঃ আর্যভট্ট
৫৬) ভারতের প্রথম মহাকাশচারীর নাম কি ?
উঃ রাকেশ শর্মা
৫৭) ISRO পুরো কথা কি ?
উঃ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেসান।
৫৮) মহাকাশের প্রথম যাত্রী কে ছিল ?
উঃ রাশিয়ার লাইকান নামক কুকুর।
৫৯) শনি ছাড়া আর কোন কোন গ্রহের বলয় আছে ?
উঃ বৃহস্পতি, ইউরেনাস ও নেপচুন ।
৬০) গ্রহ ও নক্ষত্রের মধ্যে পার্থক্য লেখ।
উঃ ক) গ্রহের নিজস্ব আলো নেই কিন্তু নক্ষত্রের নিজস্ব আলো আছে।
খ) গ্রহগুলি নক্ষত্রের চারিদিকে ঘোরে কিন্তু নক্ষত্র স্থির থাকে।
গ) গ্রহ বলে অনেক ছোট হয় আর নক্ষত্র গ্রহের তুলনায় বড় হয়।
৬১) গ্রহ ও উপগ্রহের মধ্যে পার্থক্য লেখ।
উঃ ক) গ্রহগুলি নক্ষত্রের আকর্ষণে সূর্যের চারিদিকে ঘোরে কিন্তু উপগ্রহ গ্রহের আকর্ষণে গ্রহের চারিদিকে ঘোরে।
৬২) পৃথিবীর প্রথম মহাকাশচারীর নাম কি ?
উঃ ইউরি গ্যাগারিন
৬৩) পৃথিবীর প্রথম মহিলা মহাকাশচারীর নাম কি ?
উঃ ভ্যালেন্তিনা তেরেসকোভা
৬৪) প্রথম ভারতীয় মহিলা মহাকাশচারীর নাম কি ?
উঃ কল্পনা চাওলা
৬৫) মহাকাশে সবথেকে বেশি সময় কাটিয়েছেন এমন মহিলা মহাকাশচারীর নাম কি ?
উঃ সুনিতা উইলিয়ামস
Comments
Post a Comment
Haven't doubt please let me know.