‌‌                             প্রবন্ধ 

                  স্ত্রী জাতির অবনতি

        বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন


১)" স্ত্রীশিক্ষাকে নমস্কার"- কোথা থেকে নেওয়া হয়েছে 

উঃ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত স্ত্রী জাতির অবনতি শীর্ষক প্রবন্ধ থেকে উদ্ধৃত অংশটি গৃহীত হয়েছে।

২) আমরা সমাজের অর্ধ অঙ্গ"- একথা কে বলেছেন?

উঃ স্ত্রীজাতির অবনতি প্রবন্ধের লেখিকা বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন।

৩) ৫০ বছর পরে লেডি ভাইসরয় হইয়া এদেশের সমস্ত নারীকে রানি করিয়া ফেলিবো"- একথা কে বলেছেন

উঃ স্ত্রী জাতির অবনতি প্রবন্ধের লেখিকা বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন আলোচ্য কথাটি বলেছেন।

৪) আজকাল অধিকাংশ লোক কোন বিষয়কে চাকরি লাভের পথ মনে করেন

উঃ  শিক্ষাকে।

৫) স্ত্রী জাতির বুদ্ধি বৃদ্ধিকে সজাগ করবার উপায় কি ?

উঃ অনুশীলনের প্রয়োজন

৬) স্ত্রী জাতির মন কক্ষে জ্ঞানের আলো প্রবেশনা করার কারণ কি  ?

উঃ মেয়েদের জন্য উপযুক্ত স্কুল কলেজ নেই এবং পুরুষদের মতো নারীদের শিক্ষা গ্রহণে সুযোগ-সুবিধা নেই।।

৭) পুরুষদের স্বার্থ আর আমাদের স্বার্থ ভিন্ন নহে আমাদের বলতে কাদের কথা বলা হয়েছে ?

উঃ স্ত্রী জাতির কথা।

৮) রাজকীয় কার্যক্ষেত্র বলতে কী বোঝানো হয়েছে ?

উঃ ব্রিটিশ সরকারের অধীনে সরকারি চাকরিকে বোঝানো হয়েছে।

৯) অকর্মন্য পুতুল কাদের সম্পর্কে বলা হয়েছে ?

উঃ অসহায় নারীদের জীবনকে।

১০) স্ত্রীশিক্ষার অপূর্ণতা কোথায় ?

উঃ স্ত্রীশিক্ষার অপূর্ণতার ক্ষেত্র হল সমাজের মানুষের উদার মানসিকতার অভাব এবং উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠান অভাব।

১০) আমাদের শয়নপক্ষে যেমন সূর্যলোক প্রবেশ করে না তদ্রূপ"- তদ্রুপ বলতে কী বোঝানো হয়েছে ?

উঃ অবরুদ্ধ কক্ষে যেমন সূর্যালোক প্রবেশ করতে পারে না, তেমনি স্ত্রী জাতির মন কক্ষেও গানের আলো প্রবেশ করে না।

১১) নারী তাহার প্রভুত্ব সহ্য করে কেন ?

উঃ পুরুষরা যেহেতু একমাত্র আয় করে এবং সেই আয়ের অর্থ ভোগবতী হয় নারী। এছাড়া নারীরা পুরুষদের মতো শারীরিক শ্রম করতে পারে না। তাই বাধ্য হয়ে পুরুষদের প্রভুক্ত নারীরা সহ্য করে।

১২) আজকাল অধিকাংশ লোকে শিক্ষাকে কেবল চাকুরি লাভের পথ মনে করে, কে কোন প্রবন্ধে এই উক্তিটি করেছেন ?

উঃ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বিরচিত স্ত্রী জাতি অবনতি প্রবন্ধে লেখিকা স্বয়ং উদ্ধৃত উক্তিটি করেছেন।

১৩) কোন কোন ক্ষেত্রে নারী শ্রম করতে পারে ?

উঃ নারী শিক্ষিতা হলে কেরানি, জর্জ, ব্যারিস্টার ইত্যাদি হতে পারে। এছাড়া নারীরা শিল্প ও দাসী বৃত্তি করতে পারে বলে লেখিকার অভিমত।

১৪) ভারতের বর দুর্লভ হয়েছে বলিয়া কন্যা দায়ে কাঁদিয়া মরি কেন- উক্তিটি কার লেখা ?

উঃ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের লেখা স্ত্রী জাতীয় অবনতি প্রবন্ধের অংশবিশেষ। 

১৫) God helps those that helps the help "- কোন প্রবন্ধ থেকে গৃহীত 

উঃ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বিরোচিত স্ত্রী জাতীয় অবনতি প্রবন্ধ থেকে গৃহীত।

১৬) পুতুল জীবন কথাটির তাৎপর্য লেখ।

উঃ পুতুলের যেমন নিজে থেকে করার কিছু নেই বাজিগর পুতুলকে যেমন ভাবে চালায় ঠিক তেমনি মেয়েদের জীবনেও পরমুখাপেক্ষী, পরনির্ভর। তাই মেয়েদের সম্পর্কে পুতুল জীবন শব্দ ব্যবহৃত হয়েছে।

১৭) স্ত্রীজাতির অবনতি প্রবন্ধটি কোন মূল গ্রন্থ থেকে নেওয়া হয়েছে

উঃ মতিচুর প্রবন্ধ গ্রন্থের প্রথম খণ্ডের দ্বিতীয় প্রবন্ধ।

১৮) এই সকল লোকের চাক্ষর স্ত্রী শিক্ষা সম্পর্কে অনবদ্যক কেন

উঃ সমাজের সাধনা লোকেদের স্ত্রী শিক্ষা বিষয়ে কুসংস্কার ছিল। আসলে স্ত্রী জাতি যেহেতু পুরুষ জাতির অধীন তাই তাদের কোন স্বতন্ত্র সত্ত্বা ছিল না। ফলে স্ত্রীশিক্ষা নাম শুনলে সকলে চমকিত হতো। 

১৯) এই সকল লোকের চোখে স্ত্রী শিক্ষার সম্পূর্ণ অনাবশ্যক"-  কোন সকল লোকের কথা বলা হয়েছে? 

উঃ অধিকাংশ লোকের মতে শিক্ষা কেবলমাত্র চাকরি লাভের উপায় আর সেই শিক্ষা শুধু পুরুষরাই গ্রহণ করতে পারে। নারীদের যেহেতু আয়ের উৎস ভাবা হতো না, তাই তাদের পড়াশোনা উপযোগিতা স্বীকার করা হতো না। এখানে সেই সমস্ত লোকের কথা বলা হয়েছে।

২০) "কি করিলে লুপ্তরত্ন উদ্ধার হইবে"- লুপ্তরত্ন বলতে কী বোঝানো হয়েছে ?

উঃ লেখিকা নারীদের স্বাধীনতা তেজস্বিতা নিজ বুদ্ধিবৃত্তি ও নারী হৃদয়ের উচ্চচিত্রবৃত্তি প্রভৃতিকে লুপ্তরত্ন বলেছেন ।

২১) মনকক্ষে জ্ঞানের আলো প্রবেশ করার অর্থ কি ?

উঃ আমাদের সত্তা যদি বিকশিত না হয় অন্তলোক যদি অশিক্ষার দ্বারা আবৃত হয় তাহলে মানুষের সর্বাঙ্গীণ উন্নতি সম্ভব নয়।

২২) লেখকার কাছে স্ত্রী শিক্ষা অনাবশ্যক কেন ?

উঃ অধিকাংশ লোক শিক্ষাকে কেবলমাত্র চাকরি লাভের পথ বলে মনে করে। সেই সময় মহিলাদের চাকরি গ্রহণ অসম্ভব ছিল। তারা মূলত পুরুষের ধন-সম্পদে ভোগবতী হয়ে সুখী হতো। তাই সমাজের অনেকের কাছে স্ত্রী শিক্ষা ছিল অনাবশ্যক।

২৩) পুরুষদের সমকক্ষ লাভের জন্য নারীদের কি করনীয় ?

উঃ পুরুষের সমকক্ষ লাভের জন্য নারীদের প্রয়োজন। স্বাধীনভাবে জীবিকা অর্জনের উপায় খোঁঁজা। সেজন্য দৃঢ় সংকল্প গ্রহণ করে সুশিক্ষিত হওয়া একান্ত জরুরী।

২৪) "যে পরিশ্রম আমরা স্বামীর গৃহকার্যে ব্যয় করি- বলতে কি বোঝানো হয়েছে ?

উঃ প্রচলিত ধারণা এই যে নারীরা পরিশ্রম করতে পারে না কিন্তু নারীরা তাদের স্বামীদের গৃহের কাজে যে পরিশ্রম করে তার গুরুত্ব বোঝাতে লেখিকা এই মন্তব্য করেছেন।

২৫) স্ত্রী জাতির অবনতির কারণ কি ?

উঃ সুশিক্ষার অভাব, নারীদের দৃঢ় মানসিকতার অভাব, সামাজিক অবস্থানে শুধু পুরুষদের এগিয়ে যাওয়া।

২৬) 







Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)