Posts

School service commission Sanskrit question and answer

Image
                               তৃতীয় পর্ব                               ---------------- ১) নাটক কাকে বলে? উঃ মঞ্চে পাত্র-পাত্রীরা যে কাব্যের অভিনয় দেখান এবং দর্শকেরা রস আস্বাদন করেন, তা-ই দৃশ্যকাব্য, সাধারণভাবে নাটক। সংস্কৃতে একে রূপক বলে। রূপক 10 প্রকার এবং উপরূপক 18 প্রকার। ২) রূপক কত রকমের এবং কি কি? উঃ রূপক দশ প্রকার। যথা-১) নাটক ২) প্রকরণ ৩) ভাণ ৪) ব্যায়োগ ৫) সমবকার ৬) ডিম ৭) ইহামৃগ ৮) অংক ৯) বীথি ১০) প্রহসন ৩) প্রাচীন নাট্য শাস্ত্রের রচয়িতা কে? উঃ প্রাচীন নাট্য শাস্ত্রের রচয়িতা হলেন ভরত মুনি। ৪) পতাকা স্থান কি? উঃ কোন বিষয়ের উপস্থাপনায় সেইরকম অন্য বিষয় উদ্ভাসিত হলে, তাকে পতাকা স্থান বলে। ৫) পতাকা স্থানের সার্থক প্রয়োগ কর্তা কে? উঃ মহাকবি ভাস ৬) স্বপ্নবাসবদত্তা নাটকের কয়েকটি পুরুষ চরিত্রের নাম লেখ। উঃ সুত্রধার, উদয়ন, যৌগন্ধরায়ন, বসন্তক এবং ব্রহ্মচারী ছাত্র। ৭) স্বপ্নবাসবদত্তা নাটকের কয়েকটি নারী...

মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর

Image
                                        1)  অস্থি সঞ্চালনে পেশীর ভূমিকা আলোচনা করো। উত্তরঃ  অস্থি সঞ্চালনের পেশীর ভূমিকা গুলি হল-               (১) ফ্লেক্সন👉                      যে প্রক্রিয়ায় দুটি অস্থি ভাঁজ হতে বা কাছাকাছি আসতে সহায়তা করে, তাকে ফ্লেক্সন বলে। আর যেসব পেশি ফ্লেক্সন ক্রিয়ায় অংশ নেয়, তাদের ফ্লেক্সর পেশী বলে।                    উদাহরণ: বাইসেপস পেশি  যা কনুই সন্ধিকে ভাঁজ হতে সাহায্য করে।   (২) এক্সটেনসন  👉                                            যেক্রিয়ায় সন্ধিস্থল প্রসারিত হয় অর্থাৎ ভাঁজ করা অঙ্গ কে দূরে সরে যেতে সহায়তা করে, তাকে এক্সটেনসন বলে। আর যে সকল পেশী এক্সটেনসন ...

Madhyamik life science question and answer solve

Image
                            প্রথম পর্ব                            --------------- ১) টেস্টোস্টেরন ক্ষরিত হয় কোথা থেকে? উঃ শুক্রাশয় ২) ইনসুলিন ক্ষরিত হয় কোথা থেকে? উঃ অগ্নাশয় থেকে ৩) একটি লোকাল হরমোনের নাম লেখ। উঃ টেস্টোস্টেরন ৪) অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় না এমন একটি হরমোনের নাম লেখ ‌। উঃ পেপসিন ৫) বীজবিহীন ফল উৎপাদনে সাহায্য করে কোন হরমোন? উঃ IAA ৬) অ্যামিবার গমন অঙ্গের নাম কি? উঃ ক্ষণপদ ৭) দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণের জন্য যুক্ত মানব মস্তিষ্কের অংশটি  কি? উঃ সুষুম্নাশীর্ষক ৮) জীবের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কি বলে? উঃ চলন বলে ৯) জনন কোষের গমন অঙ্গের নাম কি? উঃ সিলিয়া ১০) স্পোর্টস এর প্রভাবে লজ্জাবতীর পাতা মুদে যায়-এটি কি প্রকার চলন? উঃ সিসমোন্যাস্টিক চলন ১১) কোন হরমোনের প্রভাবে উদ্ভিদের আলোকবর্তি  চলন দেখা যায়? উঃ অক্সিন ১২) ট্যাকটিক চলন দেখা যায় এমন একটি প্রাণীর নাম লেখ? উঃ ভলভক্স ১...

School service commission 2020 সংস্কৃত বিষয়ে 40 টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

Image
                             দ্বিতীয় পর্ব                              __________ ১) স্বপ্নবাসবদত্তা কার রচনা? উঃ ভাস ২) টি গণপতি শাস্ত্রী কতগুলি নাটক আবিষ্কার করেন? উঃ 13 টি ৩) স্বপ্নবাসবদত্তা নাটকের শেষের উদয়ন এর সঙ্গে কার পুনর্মিলন হয়েছিল? উঃ বাসবদত্তা ৪) সরস্বতীর বরপুত্র বলা হয় কাকে? উঃ কালিদাস ৫) ভাষার লেখা রামায়ণের কাহিনী নিয়ে রচিত একটি নাটকের নাম লেখ। উঃ প্রতিমা ও অভিষেক ৬) বাসক দত্তা নাটকে উদয়নের মন্ত্রীর নাম কি? উঃ যৌগন্ধরায়ন ৭) মহাভারতের কাহিনী নিয়ে লেখা একটি নাটকের নাম লেখ। উঃ কর্ণভার ৮) কালিদাস কোন দেবতার ভক্ত ছিলেন? উঃ শিব ৯) অভিজ্ঞান শকুন্তলম নাটকে বিদূষক এর নাম কি? উঃ মাধব্য ১০) কালিদাসের নাটক গুলির নাম লেখ। উঃ মালবিকাগ্নিমিত্রম, বিক্রমোর্বশীয়ম, ও অভিজ্ঞান শকুন্তলম ১১) কালিদাসের শ্রেষ্ঠ নাটক কোনটি? উঃ অভিজ্ঞান শকুন্তলম ১২) অভিজ্ঞানশকুন্তলম নাটকের কয়েকটি অংক? উঃ সাতটি ১৩) শ...

ভারতের ইতিহাসের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

১) হর্ষবর্ধন কোন বংশের রাজা ছিলেন? উঃ পুষ্যভূতি ২) হর্ষবর্ধনের রাজধানী কোথায় ছিল? উঃ কনৌজ ৩) হর্ষবর্ধন কবে সিংহাসনে বসেন? উঃ 606 খ্রীষ্টাব্দ ৪) হর্ষবর্ধন কতদিন রাজত্ব করেন? উঃ 40 বছর ৫) হর্ষবর্ধনের মৃত্যু হয় কবে? উঃ 646 খ্রিস্টাব্দে ৬) হর্ষবর্ধন এর পিতার নাম কি? উঃ প্রভাকর বর্ধন ৭) হর্ষবর্ধনের ভগিনীর নাম কি? উঃ রাজ্যশ্রী ৮) হর্ষবর্ধনের ভগ্নিপতির নাম কি? উঃ গ্রহবর্মা ৯) হর্ষবর্ধন কাকে পরাজিত করে সিংহাসনে বসেন? উঃ শশাঙ্ক ১০) শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? উঃ কর্ণসুবর্ণ ১১) শশাঙ্কের মৃত্যু হয় কবে? উঃ 673 খ্রিস্টাব্দে ১২) হর্ষবর্ধন কার কাছে পরাজিত হয়? উঃ দ্বিতীয় পুলকেশী ১৩) বাংলার প্রথম নির্বাচিত রাজার নাম কি? উঃ গোপাল ১৪) মুঙ্গের লিপিকার? উঃ দেবপাল ১৫) খলিলপুর তাম্রলিপি থেকে কার সম্পর্কে জানা যায়? উঃ ধর্মপাল ১৬) পাল রাজাদের মধ্যে শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? উঃ দেবপাল ১৭) গোপালের মৃত্যুর পর সিংহাসনে বসেন কে? উঃ গোপালের পুত্র ধর্মপাল ১৮) পার্লারের মধ্যে শেষ রাজা কে ছিলেন? উঃ নারায়ন পাল ১৯) কৈবর্ত বিদ্রোহ কার আমলে হয়েছিল? উঃ দ্বিতীয় মহিপাল ২০) পাল বংশ...

প্রথম বিশ্বযুদ্ধ ও ভারতের জাতীয়তাবাদ

Image
১) কোন কোন দেশ নিয়ে ত্রিশক্তি চুক্তি গঠিত হয়েছিল? উঃ জার্মানি, অস্ট্রিয়া ও ইতালি ২) কোন কোন দেশ নিয়ে ত্রিশক্তি মৈত্রী গঠিত হয়েছিল? উঃ ফ্রান্স, ইংল্যান্ড ও রাশিয়া ৩) কবে প্রথম বিশ্ব যুদ্ধ হয়েছিল? উঃ 1914 খ্রিস্টাব্দে ৪) প্রথম বিশ্বযুদ্ধের অবসান হয়েছিল কবে? উঃ 1918 খ্রিস্টাব্দে ৫) চৌদ্দ দফা শর্ত কে রচনা করেছিলেন? উঃ উড্রো উইলসন ৬) প্যারিসের শান্তি সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল? উঃ 1919 খ্রিস্টাব্দে ৭) ভার্সাই সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? উঃ বিজয়ী মিত্রপক্ষ ও পরাজিত জার্মানি ৮) জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন? উঃ এরিক ড্রুমন্ড ৯) কত খ্রিস্টাব্দে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়? উঃ 1919 খ্রিস্টাব্দে ১০) লখনৌ চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? উঃ 1916 খ্রিস্টাব্দে কংগ্রেস ও মুসলিম লীগ ১১) হোমরুল আন্দোলনের একজন নেতার নাম লেখ। উঃ বালগঙ্গাধর তিলক ১২) নিউ ইন্ডিয়া ও দি কমন উইল পত্রিকা কে প্রকাশ করেন? উঃ অ্যানি বেসান্ত ১৩) মারাঠা ও কেশরী পত্রিকার সম্পাদক কে? উঃ বালগঙ্গাধর তিলক ১৪) স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি বক্তা কে? উঃ বালগঙ্গাধর তিলক ১৫) লোকম...

ভারতের ইতিহাস সম্পর্কে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

১) কোন পর্বতমালা ভারতবর্ষকে উত্তর-দক্ষিণ দু'ভাগে বিভক্ত করেছে? উঃ বিন্ধ্য পর্বত ২) ভারতের উত্তর-পশ্চিমে অবস্থিত একটি গিরিপথ এর নাম কি? উঃ খাইবার গিরিপথ ৩) ভারতবর্ষের প্রাচীনতম নাম কি? উঃ জম্বুদ্বীপ ৪) কোন নদীর নাম অনুসারে ভারতবর্ষের নাম ইন্ডিয়া বা হিন্দুস্তান হয়েছে? উঃ সিন্ধু ৫) দক্ষিণ ভারতের একটি প্রধান নদীর নাম লেখ। উঃ গোদাবরী ৬) ভারতবর্ষের হিন্দুস্থান নামকরণ করেছিল কারা? উঃ পারসিকরা ৭) আর্যরা কোন জাতিগোষ্ঠীর বংশধর ছিল? উঃ নর্ডিক জাতিগোষ্ঠী ৮) ভারতে আর্য জাতি গোষ্ঠীর বংশধর কারা? উঃ কাশ্মীর, পাঞ্জাবি জাতি ৯) রাজপুতরা কোন জাতি গোষ্ঠীর বংশধর? উঃ হুন ১০) সাঁওতালরা কোন জাতিগোষ্ঠীর বংশধর? উঃ প্রোটো অস্ট্রালয়েড ১১) দক্ষিণ ভারতের অধিবাসীরা কোন জাতি গোষ্ঠীর বংশধর? উঃ দ্রাবিড় ১২) অশোকের শিলালিপির পাঠোদ্ধার হয় কবে? উঃ 1837 খ্রিস্টাব্দে ১৩) নানাঘাট শিলালিপি থেকে কোন রাজার সম্পর্কে জানা যায়? উঃ প্রথম সাতকর্ণী ১৪) স্কন্দ গুপ্তের হুন আক্রমণ কারীদের পরাজিত হওয়ার কথা কোন শিলালিপি থেকে জানা যায়? উঃ ভিতারি শিলালিপি ১৫) গরুর স্তম্ভ কে নির্মাণ করেন? উঃ হেলিও ডরাস...

ভারতের ইতিহাসের গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

Image
১) a passage to India গ্রন্থটির রচয়িতা কে? উঃ E.M.Forstar 2) 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের ব্যারাকপুরে নেতৃত্ব দিয়েছিলেন কে? উঃ মঙ্গল পান্ডে ৩) ভারতের কোথায় প্রাচীন প্রস্তর যুগের নিদর্শন পাওয়া গেছে? উ মাদ্রজে ৪) কোন যুগকে হস্তকুঠার সংস্কৃতির যুগ বলা হয়? উঃ প্রাচীন প্রস্তর যুগ ৫) ভারতের এমন একটি অঞ্চলের নাম করো যেখানে মধ্য প্রস্তর যুগের নিদর্শন পাওয়া গেছে? উঃ দাক্ষিণাত্যের তিনেভেলি ৬) মেহেরগড় সভ্যতা কি ধরনের সভ্যতা? উঃ কৃষিকেন্দ্রিক নব্য প্রস্তর ৭) কে সর্বপ্রথম হরপ্পা সভ্যতার খনন কার্য পরিচালনা করেন? উঃ দয়ারাম সাহানি ৮) ভারতে প্রচলিত প্রথম ধাতু কোনটি? উঃ তামা ৯) দ্রাবিড় সভ্যতা প্রথম কোথায় গড়ে ওঠে? উঃ হরপ্পা অঞ্চলে ১০) কোন লিপি আর্যদের সম্পর্কে জানতে সাহায্য করে? উঃ বঘাজকই লিপি ১১) ঋক বৈদিক যুগের প্রধান দেবতা কে? উঃ ইন্দ্র ১২) ঋক বৈদিক যুগে নির্বাচিত রাজাকে কি বলা হত? উঃ গণপতি ১৩) বৈদিক সমাজ ব্যবস্থা কেমন ছিল? উঃ পিতৃতান্ত্রিক ১৪) হৌ-হান-শূ গ্রন্থের লেখক কে? উঃ ফ্যান হই ১৫) জৈনদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? উঃ দ্বাদশ অঙ্গ ১৬) ঝিনুকের দুটি সম্প...

27 টি গুরুত্বপূর্ণ ইতিহাসের সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

১) শিবাজী পতাকার নাম কি? উঃ ভাগোয়া ঝান্ডা ২) মুর্শিদকুলি খাঁ ঢাকা থেকে রাজধানী স্থানান্তর করেন কোথায়? উঃ মুর্শিদাবাদ ৩) বাংলায় বিপ্লবী আন্দোলনের জনক কে ছিলেন? উঃ অরবিন্দ ঘোষ ৪) শিবাজীর মায়ের নাম কি? উঃ জীজাবাঈ ৫) নাদির শাহ কবে ভারত আক্রমণ করেন? উঃ 1739 খ্রিস্টাব্দে ৬) ব্রিটেনকে দোকানদারের দেশ বলেছেন কে? উঃ নেপোলিয়ন ৭) নাসিক ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত ব্যক্তির নাম কি? উঃ বিনায়ক সভারকার ৮) দি গোল্ডেন গেট গ্রন্থটির লেখক কে? উঃ বিক্রম শেঠ ৯) তালাচাবির প্রথম ব্যবহার শুরু হয় কোথায়? উঃ মিশর ১০) মিশরীয় দের ছবি সাহায্যে লিখন পদ্ধতিকে কি বলে? উঃ হায়ারোগ্লিফিক লিপি ১১) সুমেরীয়দের লিপির নাম কি? উঃ কিউনিফর্ম ১২) সুমার শব্দের অর্থ কি? উঃ কালো চুলের মানুষ ১৩) লাইফ ডিভাইন গ্রন্থের লেখক কে? উঃ অরবিন্দ ঘোষ ১৪) নতুন দিল্লিতে সুপ্রিম কোর্ট স্থাপিত হয় কবে? উঃ 1950 খ্রিস্টাব্দে ১৫) জগৎগুরু অভিধা কে? উঃ জয়নাল আবেদীন ১৬) সাঁওতাল বিদ্রোহের প্রতীক কি? উঃ শাল গাছ ১৭) ময়ূর সিংহাসন কে তৈরি করে উঃ বেবাদল খাঁ ১৮) হযরত মুহাম্মদ এর পত্নীর নাম কি? উঃ খাদিজা ১৯) সবুজ পত...

ইতিহাস বিষয়ের চল্লিশটি গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

Image
১) বিল গ্রামের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? উঃ শেরশাহ ও হুমায়ুন ২) সীমান্ত গান্ধী নামে কে পরিচিত? উঃ আবদুল গফফর খান ৩) মোগল সম্রাট আকবর কোথায় জন্মগ্রহণ করেছিলেন? উঃ অমরকোটে ৪) মহারাজা ছত্রপতি উপাধি কে ধারণ করেছিলেন? উঃ শিবাজী ৫) শেষ মুঘল সম্রাট কে ছিলেন? উঃ দ্বিতীয় বাহাদুর শাহ ৬) লৌহ মানব নামে কে পরিচিত? উঃ বল্লভ ভাই প্যাটেল ৭) জাতীয় কংগ্রেস স্থাপিত হয় কার আমলে? উঃ ডাফরিন ৮) সুলতান মাহমুদের গুজরাট লুণ্ঠন ঘটে কত সালে? উঃ 1027 সালে ৯) তরাইনের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? উঃ 1191 সালে ১০) পূর্ণ স্বরাজ এর দাবি তোলা হয় কবে কোন অধিবেশনে? উঃ 1929 সালে লাহোর অধিবেশনে ১১) সুলতানি যুগের আকবর নামে কে পরিচিত? উঃ ফিরোজ শাহ তুঘলক ১২) স্বরাজ আমার জন্মগত অধিকার কথাটি কে বলেছিলেন? উঃ বালগঙ্গাধর তিলক ১৩) কুষাণদের আদি নাম কি ছিল? উঃ ইউচি ১৪) ভারতে মঙ্গলরা প্রথম আক্রমণ করে কার সময়ে? উঃ ইলতুৎমিস ১৫) খুদা -ই- খিদমতগার আন্দোলন কে সংগঠন করেন? উঃ গফফর খান ১৬) অজন্তা ও ইলোরা গুহাচিত্র তৈরি হয় কাদের আমলে? উঃ রাষ্ট্রকূট দের আমলে ১৭) ভারতবর্ষের স্বাধীনতা লাভের সময় ব্রিটিশ প্রধান...