Posts

ভারতের ইতিহাস সম্পর্কে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

১) কোন পর্বতমালা ভারতবর্ষকে উত্তর-দক্ষিণ দু'ভাগে বিভক্ত করেছে? উঃ বিন্ধ্য পর্বত ২) ভারতের উত্তর-পশ্চিমে অবস্থিত একটি গিরিপথ এর নাম কি? উঃ খাইবার গিরিপথ ৩) ভারতবর্ষের প্রাচীনতম নাম কি? উঃ জম্বুদ্বীপ ৪) কোন নদীর নাম অনুসারে ভারতবর্ষের নাম ইন্ডিয়া বা হিন্দুস্তান হয়েছে? উঃ সিন্ধু ৫) দক্ষিণ ভারতের একটি প্রধান নদীর নাম লেখ। উঃ গোদাবরী ৬) ভারতবর্ষের হিন্দুস্থান নামকরণ করেছিল কারা? উঃ পারসিকরা ৭) আর্যরা কোন জাতিগোষ্ঠীর বংশধর ছিল? উঃ নর্ডিক জাতিগোষ্ঠী ৮) ভারতে আর্য জাতি গোষ্ঠীর বংশধর কারা? উঃ কাশ্মীর, পাঞ্জাবি জাতি ৯) রাজপুতরা কোন জাতি গোষ্ঠীর বংশধর? উঃ হুন ১০) সাঁওতালরা কোন জাতিগোষ্ঠীর বংশধর? উঃ প্রোটো অস্ট্রালয়েড ১১) দক্ষিণ ভারতের অধিবাসীরা কোন জাতি গোষ্ঠীর বংশধর? উঃ দ্রাবিড় ১২) অশোকের শিলালিপির পাঠোদ্ধার হয় কবে? উঃ 1837 খ্রিস্টাব্দে ১৩) নানাঘাট শিলালিপি থেকে কোন রাজার সম্পর্কে জানা যায়? উঃ প্রথম সাতকর্ণী ১৪) স্কন্দ গুপ্তের হুন আক্রমণ কারীদের পরাজিত হওয়ার কথা কোন শিলালিপি থেকে জানা যায়? উঃ ভিতারি শিলালিপি ১৫) গরুর স্তম্ভ কে নির্মাণ করেন? উঃ হেলিও ডরাস...

ভারতের ইতিহাসের গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

Image
১) a passage to India গ্রন্থটির রচয়িতা কে? উঃ E.M.Forstar 2) 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের ব্যারাকপুরে নেতৃত্ব দিয়েছিলেন কে? উঃ মঙ্গল পান্ডে ৩) ভারতের কোথায় প্রাচীন প্রস্তর যুগের নিদর্শন পাওয়া গেছে? উ মাদ্রজে ৪) কোন যুগকে হস্তকুঠার সংস্কৃতির যুগ বলা হয়? উঃ প্রাচীন প্রস্তর যুগ ৫) ভারতের এমন একটি অঞ্চলের নাম করো যেখানে মধ্য প্রস্তর যুগের নিদর্শন পাওয়া গেছে? উঃ দাক্ষিণাত্যের তিনেভেলি ৬) মেহেরগড় সভ্যতা কি ধরনের সভ্যতা? উঃ কৃষিকেন্দ্রিক নব্য প্রস্তর ৭) কে সর্বপ্রথম হরপ্পা সভ্যতার খনন কার্য পরিচালনা করেন? উঃ দয়ারাম সাহানি ৮) ভারতে প্রচলিত প্রথম ধাতু কোনটি? উঃ তামা ৯) দ্রাবিড় সভ্যতা প্রথম কোথায় গড়ে ওঠে? উঃ হরপ্পা অঞ্চলে ১০) কোন লিপি আর্যদের সম্পর্কে জানতে সাহায্য করে? উঃ বঘাজকই লিপি ১১) ঋক বৈদিক যুগের প্রধান দেবতা কে? উঃ ইন্দ্র ১২) ঋক বৈদিক যুগে নির্বাচিত রাজাকে কি বলা হত? উঃ গণপতি ১৩) বৈদিক সমাজ ব্যবস্থা কেমন ছিল? উঃ পিতৃতান্ত্রিক ১৪) হৌ-হান-শূ গ্রন্থের লেখক কে? উঃ ফ্যান হই ১৫) জৈনদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? উঃ দ্বাদশ অঙ্গ ১৬) ঝিনুকের দুটি সম্প...

27 টি গুরুত্বপূর্ণ ইতিহাসের সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

১) শিবাজী পতাকার নাম কি? উঃ ভাগোয়া ঝান্ডা ২) মুর্শিদকুলি খাঁ ঢাকা থেকে রাজধানী স্থানান্তর করেন কোথায়? উঃ মুর্শিদাবাদ ৩) বাংলায় বিপ্লবী আন্দোলনের জনক কে ছিলেন? উঃ অরবিন্দ ঘোষ ৪) শিবাজীর মায়ের নাম কি? উঃ জীজাবাঈ ৫) নাদির শাহ কবে ভারত আক্রমণ করেন? উঃ 1739 খ্রিস্টাব্দে ৬) ব্রিটেনকে দোকানদারের দেশ বলেছেন কে? উঃ নেপোলিয়ন ৭) নাসিক ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত ব্যক্তির নাম কি? উঃ বিনায়ক সভারকার ৮) দি গোল্ডেন গেট গ্রন্থটির লেখক কে? উঃ বিক্রম শেঠ ৯) তালাচাবির প্রথম ব্যবহার শুরু হয় কোথায়? উঃ মিশর ১০) মিশরীয় দের ছবি সাহায্যে লিখন পদ্ধতিকে কি বলে? উঃ হায়ারোগ্লিফিক লিপি ১১) সুমেরীয়দের লিপির নাম কি? উঃ কিউনিফর্ম ১২) সুমার শব্দের অর্থ কি? উঃ কালো চুলের মানুষ ১৩) লাইফ ডিভাইন গ্রন্থের লেখক কে? উঃ অরবিন্দ ঘোষ ১৪) নতুন দিল্লিতে সুপ্রিম কোর্ট স্থাপিত হয় কবে? উঃ 1950 খ্রিস্টাব্দে ১৫) জগৎগুরু অভিধা কে? উঃ জয়নাল আবেদীন ১৬) সাঁওতাল বিদ্রোহের প্রতীক কি? উঃ শাল গাছ ১৭) ময়ূর সিংহাসন কে তৈরি করে উঃ বেবাদল খাঁ ১৮) হযরত মুহাম্মদ এর পত্নীর নাম কি? উঃ খাদিজা ১৯) সবুজ পত...

ইতিহাস বিষয়ের চল্লিশটি গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

Image
১) বিল গ্রামের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? উঃ শেরশাহ ও হুমায়ুন ২) সীমান্ত গান্ধী নামে কে পরিচিত? উঃ আবদুল গফফর খান ৩) মোগল সম্রাট আকবর কোথায় জন্মগ্রহণ করেছিলেন? উঃ অমরকোটে ৪) মহারাজা ছত্রপতি উপাধি কে ধারণ করেছিলেন? উঃ শিবাজী ৫) শেষ মুঘল সম্রাট কে ছিলেন? উঃ দ্বিতীয় বাহাদুর শাহ ৬) লৌহ মানব নামে কে পরিচিত? উঃ বল্লভ ভাই প্যাটেল ৭) জাতীয় কংগ্রেস স্থাপিত হয় কার আমলে? উঃ ডাফরিন ৮) সুলতান মাহমুদের গুজরাট লুণ্ঠন ঘটে কত সালে? উঃ 1027 সালে ৯) তরাইনের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? উঃ 1191 সালে ১০) পূর্ণ স্বরাজ এর দাবি তোলা হয় কবে কোন অধিবেশনে? উঃ 1929 সালে লাহোর অধিবেশনে ১১) সুলতানি যুগের আকবর নামে কে পরিচিত? উঃ ফিরোজ শাহ তুঘলক ১২) স্বরাজ আমার জন্মগত অধিকার কথাটি কে বলেছিলেন? উঃ বালগঙ্গাধর তিলক ১৩) কুষাণদের আদি নাম কি ছিল? উঃ ইউচি ১৪) ভারতে মঙ্গলরা প্রথম আক্রমণ করে কার সময়ে? উঃ ইলতুৎমিস ১৫) খুদা -ই- খিদমতগার আন্দোলন কে সংগঠন করেন? উঃ গফফর খান ১৬) অজন্তা ও ইলোরা গুহাচিত্র তৈরি হয় কাদের আমলে? উঃ রাষ্ট্রকূট দের আমলে ১৭) ভারতবর্ষের স্বাধীনতা লাভের সময় ব্রিটিশ প্রধান...

ভারত ও বিশ্বের ইতিহাস এর অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

Image
১) পাঞ্জাব কেশরী কাকে বলা হত? উঃ রঞ্জিত সিংহ ২) বন্দে মাতরম গানটি কোন উপন্যাসে আছে? উঃ আনন্দমঠ ৩) আনন্দমঠ উপন্যাসটি কে রচনা করেছেন? উঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ৪) ভারতের জাতীয় সংগীত কে রচনা করেন? উঃ রবীন্দ্রনাথ ঠাকুর ৫) জাতীয় পতাকার চক্রে লেখা আছে কোন বাক্য? উঃ সত্যমেব জয়তে ৬) সত্যমেব জয়তে কথাটি কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে? উঃ মুণ্ডক উপনিষদ ৭) বিধান সভার সভাপতি কে কি বলা হয়? উঃ স্পিকার ৮) কবীরের লেখা  উপদেশ বাণী কি নামে পরিচিত? উঃ দোহা ৮) গুপ্ত যুগের সবচেয়ে বড় আবিষ্কার কি? উঃ 1 থেকে 9 সংখ্যা ও শূন্য তত্ত্ব ৯) ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? উঃ লর্ড ক্যানিং ১০) তাইপিং বিদ্রোহ কোথায় ও কবে হয়েছিল? উঃ 1853 খ্রিস্টাব্দে চিনে ১১) সিপাহী বিদ্রোহ কবে হয়েছিল? উঃ 1857 খ্রিস্টাব্দের ১২) তিতুমীরের প্রকৃত নাম কি? উঃ মীর নিসার আলী ১৩) নুরজাহানের আসল নাম কি? উঃ মেহেরুন্নেসা ১৪) রানা প্রতাপ এর ঘোড়ার নাম কী? উঃ চেতক ১৫) মার্টিন লুথার কে ছিলেন? উঃ জার্মানির একজন ধর্ম সংস্কারক ১৬) নবাবী আমলে বাংলার রাজধানী কোথায় ছিল? উঃ মুর্শিদাবাদ ১৭) সৌরাষ্ট্র কোথা...

দ্বাদশ শ্রেণীর বাংলা ভাষা বিজ্ঞানের অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

Image
               বাঙালির ভাষা শিল্প ও সংস্কৃতি                             দ্বাদশ শ্রেণী Some important short question & answer for higher secondary education . History of Belgali literature short question.                        (ভাষাতত্ত্ব) Vasatatta ১) গঠন অনুসারে বাক্য কয় প্রকার? উঃ তিন প্রকার ২) থিসরাস শব্দের বুৎপত্তিগত অর্থ কি? উঃ রত্নাগার ৩) ভুজ+অন=ভজন এটি কিসের উদাহরণ? উঃ প্রত্যয় ৪) বিলাতি > বিলিতি ধ্বনি পরিবর্তনের কোন রীতি অনুযায়ী হয়েছে? উঃ স্বরসঙ্গতি ৫) তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন কে? উঃ স্যার উইলিয়াম জোন্স ৬) সংস্কৃত ভাষায় লিখিত থিসরাস এর নাম কি? উঃ অমরকোষ ৭)  বাংলায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কয়টি? উঃ সাতটি ৮) একটি স্বাধীন রূপমূল এর উদাহরণ দাও উঃ মানুষ ৯) বর্ণনামূলক ভাষাবিজ্ঞান কি নিয়ে আলোচনা করে? উঃ সমকালীন ভাষার গঠনরীতি নিয়ে ১০) একটি কম্পিত ধ্বনির উদাহরণ দা...

ভৌতবিজ্ঞান প্রশ্ন ও উত্তর

Image
১) বায়ু ও লোহার মধ্যে কোনটিতে শব্দের বেগ বেশি হয়? উঃ লোহা ২) শব্দ তরঙ্গ কি জাতীয় তরঙ্গ? উঃ স্থিতিস্থাপক অনুদৈর্ঘ্য তরঙ্গ ৩) পুকুরে ঢিল ফেললে জলে যে তরঙ্গ সৃষ্টি হয় তা কি ধরনের তরঙ্গ? উঃ তির্যক তরঙ্গ ৪) কম্পাঙ্কের একক কি? উঃ হার্ৎজ(hz) ৫) স্টেথোস্কোপ শব্দের কোন নীতির উপর ভিত্তি করে কাজ করে? উঃ প্রতিফলন ৬) SONOR এর পুরো নাম কি? উঃ sound navigation and ranging ৭) শব্দ নির্বন্ধের সময়কাল কত? উঃ ১/১০ সেকেন্ড ৮) মাইকের শব্দের তীব্রতা কত ডেসিবেল? উঃ 110 ডিসিবেল ৯) শব্দের প্রাকৃতিক নির্বন্ধক কোনটি? উঃ গাছ ১০) শব্দোত্তর তরঙ্গ ব্যবহার করে এমন একটি প্রাণীর নাম করো? উঃ বাদুড় ১১) একটি মাত্র কম্পাঙ্ক বিশিষ্ট শব্দকে কি বলে? উঃ সুর ১২) একটি প্রাকৃতিক ও একটি মনুষ্য কৃত শব্দ দূষণের উল্লেখ করো। উঃ বজ্রপাতের শব্দ, বাজির শব্দ ১৩) মানুষের কান সর্বোচ্চ কত ডেসিবেল তীব্রতার শব্দ সহ্য করতে পারে? উঃ 85 ডেসিবেল ১৪) দ্বিমাত্রিক শব্দের প্রতিধ্বনি শোনার জন্য প্রতিফলকের নূন্যতম দূরত্ব কত হওয়া প্রয়োজন? উঃ 66. 4 মিটার ১৫) শব্দের তীব্রতা পরিমাপের একক কি? উঃ বেল ১৬) ডেসিবেল এককে কি প...

Primary TET Bengali grammar question and answer

Image
১) অক্ষরের উচ্চারণ মানের একককে কি বলে? উঃ মাত্রা ২) উচ্চারণের একক কি? উঃ ধ্বনি ৩) বাংলা ভাষায় যৌগিক স্বর দুটি কি কি? উঃ ঐ,ও ৪) বাংলা ভাষার একমাত্র কেন্দ্রীয় স্বরধ্বনি কোনটি? উঃ আ ৫) ঘোষ ধ্বনি কাদের বলে? উঃ বর্গের তৃতীয় ও চতুর্থ ব্যঞ্জনবর্ণগুলিকে ঘোষ ধ্বনি বলে। ৬) শিস ধ্বনির উদাহরণ দাও উঃ শ,স ৭) একটি পার্শ্বিক ধ্বনির উদাহরণ দাও। উঃ র ৮) বাংলা ভাষায় তাড়িত ব্যঞ্জনধ্বনি কি কি? উঃ ড়,ঢ় ৯) তরল স্বর এর দুটি উদাহরণ দাও। উঃ র,ল ১০) স্বরভক্তির অপর নাম কি? উঃ বিপ্রকর্ষ, মধ্যস্বরাগম ১১) একটি অর্ধস্বর এর উদাহরণ দাও। উঃ উ ১২) সংবৃত স্বরধ্বনির উদাহরণ দাও। উঃ ই, ১৩) কেন্দ্রীয় স্বরধ্বনির টির নাম কি? উঃ আ ১৪) একটি সংবৃত স্বরধ্বনির উদাহরণ দাও উঃ ই,উ ১৫) একটি বিবৃত স্বরধ্বনির উদাহরণ দাও উঃ আ ১৬) অর্ধ সংবৃত স্বরধ্বনির উদাহরণ দাও। উঃ এ, ও ১৭) একটি অর্ধ বিবৃত স্বরধ্বনির উদাহরণ দাও। উঃ অ ১৮) কণ্ঠনালীয় ধ্বনির উদাহরণ দাও। উঃ হ ১৯) নাসিক্য ধ্বনি এর দুটি উদাহরণ দাও। উঃ ঙ,ঞ,ম ২০) উষ্মধ্বনি দুটি উদাহরণ দাও। উঃ শ,ষ,স ২১) ঘৃষ্ট ধ্বনি দুটি উদাহরণ দাও। উঃ চ,ছ ২২) কম্...

Bank/SSC/Rail/primary TET Question & Answer

Image
১) অশোক কলিঙ্গ জয় করেন কবে? উঃ 261 অব্দ ২) ইবাদত খানা কে প্রতিষ্ঠা করেন? উঃ আকবর ৩) অশোকের রাজ্যভিষেক হয় কবে? উঃ 269 অব্দে ৪) খলজি বংশের শেষ সুলতান কে ছিলেন? উঃ খসরু শাহ ৫) বাবর এর আত্মজীবনী কি? উঃ তুজুক ই বাবরি ৬) মধ্যযুগের মিশর থেকে ভারতে এসেছিলেন কোন পর্যটক? উঃ ইবন বতুতা ৭) যিশুখ্রিস্টের জন্ম কোথায়? উঃ বেথলেহেম শহরে ৮) ব্রতচারীর প্রতিষ্ঠাতা কে? উঃ গুরুসদয় দত্ত ৯) চন্দ্রগুপ্তের মায়ের নাম কি? উঃ মুরা ১০) দাস বিদ্রোহের নেতা কে? উঃ স্পার্টাকাস ১১) তৈমুর লং ভারত আক্রমণ করেছিলেন কবে? উঃ 1398 খ্রিস্টাব্দে ১২) পারসিকদের ধর্মগ্রন্থের নাম কি? উঃ জেন্দাবেস্তা ১৩) রাজ্য প্রশাসনের সবচেয়ে উপরে আছেন কে? উঃ রাজ্যপাল ১৪) কলকাতা প্রথম লাইব্রেরির নাম কি? উঃ ইম্পেরিয়াল লাইব্রেরি ১৫) প্রাচীন গ্রিসের সেরা কবি কে ছিলেন? উঃ হোমার ১৬): বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম কি? উঃ ত্রিপিটক ১৭) গ্রিস ও পারস্যের মধ্যে লড়াই হয়েছিল কি নিয়ে? উঃ ভূমধ্যসাগরের অধিকার নেই ১৮) শিখদের ধর্মগ্রন্থের নাম কি? উঃ গ্রন্থসাহেব ১৯) দিল্লি লাল কেল্লা কে নির্মাণ করেন? উঃ শাহজাহান ২০) ঝাঁসির ব...

ইতিহাস বিষয়ক কয়েকটি গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

Image
১) মহেঞ্জোদারো কে আবিষ্কার করেন? উঃ রাখালদাস বন্দ্যোপাধ্যায় ২) হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন? উঃ দয়ারাম সাহানি (১৯২১ খ্রিষ্টাব্দ) ৩) সিন্ধু সভ্যতার সমসাময়িক কয়েকটি সভ্যতার নাম লেখ। উঃ সুমের সভ্যতা, মেসোপটেমিয়া সভ্যতা, মিশরীয় সভ্যতা, ব্যাবিলন সভ্যতা। ৪) বোঘাজোকই লিপি কোথায় পাওয়া গেছে? উঃ এশিয়া মাইনরে ৫) প্রথম তুলার চাষ শুরু করে কারা? উঃ সিন্ধু অধিবাসীরা ৬) মেসোপটেমিয়ার লোকেরা সিন্ধু সভ্যতার কি নাম দিয়েছিল? উঃ মেহুলা ৭) সিন্ধু অধিবাসীরা পূজা করত কাকে? উঃ ষাঁড় ও অশ্বত্থ গাছ ৮) সিন্ধু সভ্যতা ছিল কোন যুগের সভ্যতা? উঃ তাম্র প্রস্তর যুগের সভ্যতা ৯) অশোকের শিলালিপির পাঠোদ্ধার করেন কে? উঃ জেমস প্রিন্স(১৮৩৭ খ্রিস্টাব্দ) ১০) অলবিরুনি কোথাকার লোক ছিলেন? উঃ মধ্য এশিয়া ১১) ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করেন? উঃ লর্ড ওয়েলেসলি ১২) দেবপুত্র উপাধি কে গ্রহণ করেছিলেন ? উঃ অশোক ১৩) দ্বিতীয় অশোক কাকে বলা হয়? উঃ কনিষ্ক কে ১৪) অলবিরুনি কখন ভারতে আসেন? উঃ গজনীর ভারত আক্রমণের সময় ১৫) মোট পুরাণের সংখ্যা কয়টি? উঃ 18 টি ১৬) মহাপুরাণ কয়টি? উঃ 18 টি ১৭) উপ পুরা...