প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন First Submative Evaluation class-5
First Submative Evaluation Class-Five(5) প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পঞ্চম শ্রেণী ইতিহাস/History থেকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের syllabus থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আলোচনা করা হয়েছে। #নীচের প্রশ্নগুলির পূর্ণ বাক্যে দাও (১) অনেকদিন আগের কথা কিভাবে জানা যায়? উঃ পুরানো দিনের লেখা পড়ে, ছবি দেখে এবং ইতিহাস বই পড়ে অনেকদিন আগের কথা জানা যায়। (২) ইতিহাস শুধু মানুষের কথা বলে কেন? উঃ কারণ মানুষ ছাড়া অন্য কোন প্রাণী পুরনো দিনের কথা জানতে চায় না। (৩)নদীমাতৃক সভ্যতা কাকে বলে? উঃ প্রাচীনকালে নদীর ধারেই সভ্যতা গুলো গড়ে উঠেছিল নদী ছিল সেখানকার মানুষের একমাত্র ভরসা এই নদী থেকেই তারা জীবিকা অর্জন করে বেঁচে থাকত নদী ছিল তাদের কাছে মায়ের মত তাই সেই সকল সভ্যতাকে বলে নদীমাতৃক সভ্যতা। উদাহরণ :- সুমের সভ্যতা, চীন সভ্যতা, হরপ্পা সভ্যতা প্রভৃতি। (৪)মরুভূমির লোকেরা কিসে চড়ে যাতায়াত করতেন? উঃ উটে। (৫)ভারতীয় উপমহাদেশ কে একসময় কি বলা হত? উঃ ভারত বর্ষ। (৬)ভারত শব্দের অর্থ কি? উঃ ভারত শব্দ...