Madhyamik life science chromosome question and answer

[1] একটি আদর্শ ক্রোমোজোমের গঠন বর্ণনা করো। ➡️ একটি আদর্শ ক্রোমোজোমের অংশগুলি হলো-------- ক) ক্রোমাটিড:- প্রতিটি ক্রোমোজোম দৈর্ঘ্য বরাবর যে দুটি সূক্ষ্ম সুতোর মতো অংশ নিয়ে গঠিত তাদের ক্রোমাটিড বলে। খ) ক্রোমোনিমাটা:- ইন্টারফেজ দশায় ক্রোমোজোম এর মধ্যে যে দুটি সূক্ষ্ম তন্তু থাকে তাদের ক্রোমোনিমাটা বলে। আসলে প্রতিটি ক্রোমোনিমাটা মেটাফেজ দশার এক-একটি ক্রোমাটিড গঠন করে। গ) প্রাথমিক খাঁজ বা সেন্ট্রোমিয়ার:- ক্রোমোজোমের মাঝে যে খাঁজ থাকে তাকে প্রাথমিক খাঁজ বলে। ক্রোমোজোমের প্রাথমিক কাজের যে কোন অংশ থাকে তাকে সেন্ট্রোমিয়ার বলে সেন্ট্রোমিয়ার বলে। এই সেন্ট্রোমিয়ার এর অবস্থান অনুসারে ক্রোমোজোম চার প্রকার হয়----- ১)টেলোসেন্ট্রিক ২) অ্যাক্রোসেট্রিক ৩) মেটাসেন...