Bangla MCQ class 11 question 2st semester
সঠিক উত্তরটি নির্বাচন করো (MCQ): ১। 'পুঁই মাচা' গল্পটি প্রকাশিত হয় কোন পত্রিকায়? ক) প্রবাসী খ) বিচিত্রা গ) ভারতীয় ঘ) প্রগতি ২। অন্নপূর্ণার মতে স্বামী সহায়হরি ক) বেদে পাড়ায়। খ) দুলে পাড়ায় গ)বাগদী পাড়ায়। ঘ) বাগদি দুলেপাড়ায় ৩। গল্পে সহায়হরিকে একঘরে করতে চেয়েছিলেন- ক) হরিময় ঠাকুর খ) মধুময় ঠাকুর (গ) সুখময় ঠাকুর ঘ) কালীময় ঠাকুর ৪। সঠিক ক্রমটি বেছে না (i) পুঁই শাকগুলি ঘাটের ধারে রায় কাকা ক্ষেন্তিকে দিয়েছিল। (ii) দু'পয়সা ডজনের চুড়িগুলি একটি সেফটিপিন দিয়ে একত্র করে আটকানো। (iii) মেয়েটি শান্ত অথচ ভয়মিশ্রিত দৃষ্টিতে মা'র দিকে চাহিয়া হাতের বাঁধন আলগা করিয়া দিল। (iv) ক্ষেন্তি গয়া পিসির থেকে চিংড়ি মাছ নিয়েছিল। বিকল্পসমূহ: ক) (i), (ii), (iv), (iii) গ) (ii), (iii), (iv), (i) খ) ii), (iv), (i), (iii) ঘ i), (iv), (ii), (iii) | ৫। অন্নপূর্ণাকে তার ছেলেমেয়েরা ক) শ্রদ্ধা করত খ)ভালোবাসত গ) ভয় করত ঘ) ভক্তি করত। ৬। বরোজপোতার বিজন বনে দিনে দুপুরে ...