স্বাধীনতা কবিতার প্রশ্ন উত্তর
স্বাধীনতা
১) পরাধীন মানুষের স্বাধীনতা পাওয়ার পথ গুলো কি কি ?
উঃ পরাধীন মানুষের স্বাধীনতা পাওয়ার পথগুলি হলো , হারানো মানসিক শক্তি ফিরে পেয়ে নিজের শক্তিতে সাহসী হয়ে ওঠা, নিজের মতো অন্য পরাধীন মানুষের মনেও বিশ্বাস জাগিয়ে তোলা। যে শক্তির কাছে তারা পরাজিত হয়েছে তার সঙ্গে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে হারানো স্বাধীনতা ফিরে পাওয়ার চেষ্টা করা যেতে পারে। আর তা না হলে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের মাধ্যমে স্বাধীনতা ছিনিয়ে আনতে হবে। একমাত্র তীব্র জাতীয়তাবোধ বা দেশের প্রতি ভালোবাসাই পারে মানুষের স্বাধীনতা স্পৃহাকে জাগিয়ে রাখতে।
২) আগামীকালের রুটি দিয়ে কি আজ বাঁচা যায়- এখানে আগামীকাল আর আজ বলতে কি বোঝানো হয়েছে ?
উঃ বিখ্যাত মার্কিন কবি ল্যাংস্টন হিউজ "স্বাধীনতা" কবিতা থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে।
এখানে আগামীকাল বলতে স্বাধীন দেশের স্বপ্নের কথা বোঝানো হয়েছে। আগামীকালের রুটি হল স্বাধীনতা পাওয়া। কিন্তু শুধু সেই স্বাধীনতার স্বপ্ন নিয়ে পরাধীন জাতি বাঁচতে পারে না। তাদের প্রয়োজন সুসংবদ্ধ প্রতিবাদ ও প্রতিরোধের মাধ্যমে স্বাধীনতা লাভের জন্য চেষ্টা করা। সময়ে সব ঠিক হয়ে যাবে- এই তত্ত্বকথা মানুষের বিশ্বাস ও আস্থা বেশি দিন রাখতে পারেনা।
আজ বলতে কবিতায় বর্তমান সময়ের পরাধীন অবস্থাকে বোঝানো হয়েছে। পরাধীনতার অপমান থেকে মুক্তি চাওয়া মানুষকে কষ্ট দিচ্ছে, তাদের মানবতাকে হরণ করছে। সেই দুঃসময়ে কোন মিথ্যা বাক্যে তারা সন্তুষ্ট নয়। কবি বলতে চেয়েছেন ভবিষ্যতের কোন ক্ষীণ সম্ভাবনার কথা ধরে নিয়ে কখনোই আজকের দিনটি অতিবাহিত করা সম্ভব নয়।
Comments
Post a Comment
Haven't doubt please let me know.