ষষ্ঠ শ্রেণির ভূগোল তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
ষষ্ঠ শ্রেণীর ভূগোল
Set -1
১) মহাবৃত্ত বলা হয় কোন অক্ষরেখাকে ?
উঃ নিরক্ষরেখা
২) মূল মধ্যরেখার বিপরীতে অবস্থিত দ্রাঘিমা রেখাটি হল
_________________।
উঃ আন্তর্জাতিক তারিখ রেখা
৩) নিরক্ষরেখা থেকে যত মেরুর দিকে যাওয়া যায় পৃথিবীর আবর্তনের বেগের কি পরিবর্তন হয় ?
উঃ কমতে থাকে
৪) কোন মহাসাগরের ওপর দিয়ে ১৮০° দ্রাঘিমা রেখাটি বিস্তৃত হয়েছে ?
উঃ প্রশান্ত মহাসাগর
৫) বায়ুর গতিবেগ মাপক যন্ত্রের নাম কি ?
উঃ অ্যানিমোমিটার
৬) প্রতি এক হাজার মিটার উচ্চতায় তাপমাত্রা কত হারে কমে যায় ?
উঃ 6.5⁰C
৭) Earth Day হিসাবে পালন করা হয় কোন কবে ?
উঃ ২২ এপ্রিল
৮) বায়ুমণ্ডলের ওজোন স্তরকে ক্ষয় করেছে কোন গ্যাস ?
উঃ CFC
৯) বজ্রের শব্দের তীব্রতা কত ডেসিবেল ?
উঃ ১১০ ডেসিবেল
১০) পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বত শৃঙ্গের নাম কি ?
উঃ কাঞ্চনজঙ্ঘা
১১) ব্রহ্মপুত্র নদীর তিব্বতে কি নামে পরিচিত ?
উঃ সাংপো
১২) শিবালিক হিমালয়ের পাদদেশের ঘন অরন্যাবৃত অঞ্চল কে কি বলে ?
উঃ তরাই
১৩) পশ্চিমে ঝঞ্ঝা দেখা যায় কোন ঋতুতে ?
উঃ শীত
১৪) নীলগিরি পাহাড়ি অঞ্চলে কোন জনগোষ্ঠী বসবাস করে ?
উঃ টোডা
১৫) গম চাষের জন্য কিরূপ মৃত্তিকা প্রয়োজন ?
উঃ উত্তম জল নিকাশি ব্যবস্থাযুক্ত চুনযুক্ত দোঁয়াশ মাটি।
১৬) একটি তন্তু জতীয় ফসলের উদাহরণ দাও।
উঃ তুলো
১৭) মানচিত্র অংকন বিদ্যাকে কি বলে ?
উঃ কার্টোগ্রাফি
১৮) পৃথিবীর মানচিত্র দেখানো হয় কোন স্কেলে ?
উঃ ছোট স্কেলের মানচিত্রে
শূন্যস্থান পূরণ কর
১) পৃথিবীর মেরু ব্যাস ___________ কিমি।
উঃ ১২৭১৪ কিমি
২) ___________ পূর্ব দ্রাঘিমার স্থানীয় সময় ভারতের প্রমাণ সময়।
উঃ ৮২° ৩০ মিনিট
স্তম্ভ মেলাও
ক) মালাবার উপকূল - কয়াল
খ) ছোট সামুদ্রিক প্রাণী - প্রবাল
গ) জাতীয় উদ্যান - কাজিরাঙা
নিচের বিবৃতি গুলি শুদ্ধ অশুদ্ধ লেখো।
১) আগতো সৌর কিরণের ৩৫ % মহাশূন্যে ফিরে যায় তাকে অ্যালবেডো বলে।
উঃ শুদ্ধ
২) ২০১৫ সালে জাপানের ফুকুসিমায় পারমাণবিক বিস্ফোরণ ঘটেছিল।
উঃ অশুদ্ধ
৩) গ্রামাঞ্চলের তুলনায় শহরের মানুষের ওপর শব্দ দূষণের প্রভাব অনেক বেশি।
উঃ শুদ্ধ
এক কথায় উত্তর দাও
১) মিলেট কি ?
উঃ জোয়ার বাজরা ও রাগীকে একসঙ্গে বলে মিলেট।
২) সাঁওতাল জনগোষ্ঠী ভারতের কোন রাজ্যে বসবাস করে ?
উঃ পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ঝাড়খন্ড, ছোটনাগপুর।
৩) কার্টোগ্রাফি কি ?
উঃ মানচিত্র অংকন বিদ্যাকে কার্টোগ্রাফি বলে।
৪) ভারতের জলবায়ু কি প্রকৃতির ?
উঃ ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির
নিচের প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর দাও।
১) কক্ষপথ কি ? কারা প্রথমে পৃথিবীর মানচিত্র তৈরি করেন ?
উঃ যে পথে গ্রহগুলি সূর্যের চারিদিকে ঘোরে তাকেই কক্ষপথ বলে।
পৃথিবীর প্রথম মানচিত্র তৈরি করেন মিশরীয়রা ।
২) পৃথিবীর বিভিন্ন অক্ষরেখা গুলির পরিচয় দাও।
উঃ পৃথিবীর বিভিন্ন অক্ষরেখা গুলি হল- নিরক্ষরেখা, কর্কটক্রান্তি রেখা, মকরক্রান্তি রেখা, সুমেরু বৃত্ত রেখা ও কুমেরুবৃত্ত রেখা।
৩) বায়ু দূষণের কারণগুলি লেখ। এসিড বৃষ্টির ফলে কি হয় ?
উঃ
Set -2
১) যে পূর্ণ বৃত্তাকার রেখা পৃথিবীকে সমান দুই ভাগে ভাগ করেছে তার নাম কি ?
উঃ মহাবৃত্ত
২) পৃথিবী কোন দিক থেকে কোন দিকে আবর্তন করছে ?
উঃ পশ্চিম থেকে পূর্ব দিকে
৩) সূর্যাস্তের ঠিক পরের সময়কে কি বলে ?
উঃ গোধূলি
৪) কোন গ্রহে বাতাস না থাকলে সেখানে আকাশের রং হবে কেমন ?
উঃ কালো
৫) ট্র্যাটোস্ফিয়ারে যে গ্যাস অতিবেগুনি রশ্মি শোষণ করে, তার নাম কি ?
উঃ ওজোন গ্যাস
৬) পৃথিবীকে বেস্টন করে থাকা গ্যাসীয় আবরণকে কি বলে ?
উঃ বায়ুমণ্ডল
৭) বাতাসে ধুলোর কনায় সূর্য রশ্মি প্রতিফলিত হয়ে বিচ্ছুরিত হলে আকাশের রং কেমন হয় ?
উঃ নীল
৮) যে পদ্ধতিতে আগত সৌররশ্মি ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে না তার নাম কি ?
উঃ পরিচলন
৯) বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রের নাম কি ?
উঃ রেনগজ
১০) শব্দের তীব্রতা পরিমাপক যন্ত্রের নাম কি ?
উঃ ডেসিবেল
১১) ভারতের একটি পশ্চিম বাহিনী নদীর নাম কি ?
উঃ নর্মদা
১২) ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি ?
উঃ সিয়াচেন
১৩) পাট কি জাতীয় ফসল ?
উঃ তন্তু জাতীয় ফসল
১৪) গম চাষের জন্য কত বৃষ্টিপাতের প্রয়োজন ?
উঃ ৫০ থেকে ১০০ সেমি
১৫) মানচিত্রে কৃষি জমি বোঝাতে কোন রং ব্যবহার করা হয় ?
উঃ হলুদ
১৬) পশ্চিমবঙ্গের অন্যতম আদিবাসী জনজাতি কোনটি ?
উঃ সাঁওতাল
১৭) কালো মাটি কোন ফসল চাষের জন্য উপযুক্ত ?
উঃ তুলো
১৮) অ্যালবেডোর পরিমাণ কত ?
উঃ ৩৫%
১৯) ভারতের কৃষিকাজ কোন বৃষ্টিপাতের উপর নির্ভরশীল ?
উঃ মৌসুমী
স্তম্ভ মেলাও
ক) গ্রামের মানচিত্র - বড় স্কেল মানচিত্র
খ) কফি - কর্ণাটক
গ) ঝুম চাষ - ভারতের উত্তর-পূর্বাঞ্চল
ঘ) বাংলা ভাষা - পশ্চিমবঙ্গ
২০) ম্যাপ শব্দটির উৎপত্তি কোন ল্যাটিন শব্দ থেকে ? এর অর্থ কি ?
উঃ ম্যাপ শব্দের উৎপত্তি ল্যাটিন শব্দ ম্যাপা থেকে।
এর অর্থ হল কাপড়।
২১) দার্জিলিং ও অসমে কোন বাগিচা ফসলের চাষ হয় ?
উঃ চা
২২) সিন্ধু নদের উৎস কোনটি ?
উঃ তিব্বতের মানুষ সরোবর হ্রদ
২৩) নীলগিরি পাহাড়ের একটি আদিবাসী গোষ্ঠীর নাম লেখ।
উঃ টোডা
Comments
Post a Comment
Haven't doubt please let me know.