Class 6 science আচরণ বিজ্ঞান ষষ্ঠ শ্রেণির আমাদের পরিবেশ
আমাদের পরিবেশ
আচরণ বিজ্ঞান
১) আচরন বিজ্ঞান বলতে কী বোঝ?
উঃ- জীবজন্তু, পোকা-মাকড়ের আচার আচরন বিষয়ে বিজ্ঞানীরা গবেষণা করার জন্য খুঁটিয়ে দেখেন ,এই ধরনের গবেষণাকে আচরণ বিজ্ঞান বলে।
২) দু-জন আচরণ বিজ্ঞানীর নাম লেখ?
উঃ- চার্লস ডারউইন (ইংল্যান্ড), জ অ্যাঁরি ফ্যাবা (ফ্রান্স)
৩) চার্লস ডারউইন ও ফ্যাবার উত্তরসূরী হিসাবে কাদের মনে করা হয়?
উঃ- নিকো টিনবারজেন, কনরাড লোরেঞ্জ এবং কার্ল ফন ফ্রিশ।
৪) পাখিদের বোকামি কার আবিষ্কার?
উঃ- নিকো টিনবারজেন।
৫) মৌমাছির নাচের ভাষা কার আবিষ্কার?
উঃ- কার্ল ফন ফ্রিশ।
৬) প্রথম শিম্পাঞ্জি কোথায় দেখা গিয়েছিল?
উঃ- আফ্রিকায়।
৭) শিম্পাঞ্জিরা খাবার হিসাবে কী খায়?
- উইপোকা।
৮) ভারতীয় পাখিদের আচার আচরন নিয়ে কে লেখালেখি করেছেন?
উঃ- সালিম আলি।
৯) বাঘেরা মুত্রের গন্ধে নিজের এলাকা চিহ্নিত করে- এ বিষয়ে গবেষনা করেন কে?
উঃ- রতনলাল ব্রহ্মচারী।
১০) "বাংলার কীটপতঙ্গ' বইটির লেখক কে?
উঃ- গোপালচন্দ্র ভট্টাচার্য
১১) পিঁপড়ে সমাজে কতজন রানী থাকেন?
উঃ- একজন।
১২) দুটি সমাজবাদ্ধ প্রানীর নাম লেখ?
- পিঁপড়ে ও মৌমাছি।
১৩) পিঁপড়ের পরিবারে _________এর গুরুত্ব খুবই কম।
উঃ পুরুষ
১৪) লাল পিঁপড়ের দল হল _______ ও কালে পিঁপড়ের দল হল ________।
উঃ মনিব, সেবক
১৫। লাল লাল পিঁপড়ে ও কালো পিঁপড়ের মধ্যে পার্থক্য কী?
উঃ- লাল পিঁপড়েরা যুদ্ধে পটু হয় কিন্তু সেই তুলনায় কালো পিঁপড়েরা অনেক বেশি বুদ্ধিমান।
১৬) লাল পিঁপড়েদের কী বৈশিষ্ট্য লক্ষ করা যায়?
উঃ- এরা যুদ্ধে পটু হয়। মাঝে মাঝে খাবার মজুত করার চাপ বেড়ে যায়।
> লাল পিঁপড়েরা কালো পিঁপড়েদের সঙ্গে যুদ্ধ বাঁধায়। এরা কালো পিঁপড়েদের বাসায় গিয়ে তাদের ডিম মুখে করে নিয়ে নিজেদের বাসায় এনে রাখে। বড়ো হয়ে সারা জীবন বেগার খেটে মরে।
১৭) চাষি পিঁপড়ের প্রিয় খাদ্য কোনটি?
উঃ- পচা পাতার ওপর জন্মানো ছত্রাক
১৮) উইপোকার প্রধান খাবার কোনটি?
উঃ- সেলুলোজ।
১৯) উইপোকারা তাদের গর্তের বাইরে গেলে কী হয়?
উঃ উইপোকাদের গায়ে শরীরে 'কোনো শক্ত খোলক থাকে না। ফলে বেশিক্ষন রোদে তাপ লাগলে শরীর থেকে জল বেরিয়ে শরীর শুকিয়ে যায়। তাই এরা গর্তের বাইরে এসে ঘুরে বেড়ায় না।
২০) বোলতা ও পিঁপড়ের আত্মীয় কারা ?
উঃ মৌমাছি
২১) নেকটার কি ?
উঃ ফুলের মধ্যে থাকা মিষ্টি রস।
২২) মৌমাছিকে সামাজিক জীব বলা হয় কেন ?
উঃ মৌমাছিরা একা একা থাকে না। এরা একসঙ্গে সবাই মিলে এক একটা পরিবার হিসেবে বাস করে। তাই এদের সামাজিক জীব বলে।
২৩) মৌচাক তৈরি করে কোন মৌমাছি ?
উঃ শ্রমিক মৌমাছি
২৪) মৌচাক তৈরি হয় ____________ দিয়ে।
উঃ মোম
২৫) শ্রমিক মৌমাছির কাজ কি ?
উঃ ক) ফুল থেকে মধু সংগ্রহ করা।
খ) বৃষ্টি হলে জোরে জোরে বাতাস করে বাসা শুকনো করা।
গ) শত্রু এলে ঝাঁপিয়ে পড়ে হুল ফুটিয়ে দেওয়া।
২৬) মৌমাছি প্রতিপালনকে কি বলে ?
উঃ এপি কালচার
২৭) হাতের দেহে সবথেকে মজার অঙ্গ কোনটি ?
উঃ হাতির শুঁড়
২৮) হাতির সুর তৈরি হয়েছে কিভাবে ?
উঃ নাক আর ওপরের ঠোঁট জোড়া লেগে।
২৯) হাতির শুঁড়ের কাজ কি ?
উঃ পৃথিবীর স্থলভাগে ঘুরে বেড়ানো প্রাণীদের মধ্যে সবথেকে বড় আকারের প্রাণী হল হাতি। হাতির শুঁড় দেখতে মজার হলেও ইহা ভীষণ কাজে লাগে। যেমন-
ক) উপরের দিকে শুঁড় তুলে বাতাসের গন্ধ নিতে সাহায্য করে।
খ) গাছের ডাল ভাঙতে, জল তুলে মুখে ঢালতে হাতির শুঁড় কাজে লাগে।
গ) ঘাস,বিচালি ইত্যাদি মুখে তুলতে শুঁড় কাজে লাগে।
৩০) হাতির পরিবার সম্পর্কে যা জানো লেখো।
উঃ হাতিরা দল বেঁধে থাকে। এদের এক একটি দলকে এক একটা পরিবার বলে। মানুষ যেমন তার সন্তানকে সব সময় আগলে রাখেন হাতিরাও তেমনি তাদের সন্তানকে সব সময় চোখে রাখেন। এরা বাচ্চার কষ্ট একদম সহ্য করতে পারে না। হাতে পরিবারে প্রধান হল মা বা দিদিমা। কোন হাতি বিপদে পড়লে এরা একসঙ্গে সেই বিপদের মোকাবিলা করে।
Comments
Post a Comment
Haven't doubt please let me know.