সুস্থায়ী উন্নয়ন এবং কৃষি প্রশ্ন উত্তর পরিবেশ একাদশ শ্রেণী
সুস্থায়ী উন্নয়ন এবং কৃষি
প্রতিটি প্রশ্নের মান ২
১) সুস্থায়ী উন্নয়ন বলতে কী বোঝো ?
উঃ সুস্থায়ী উন্নয়ন হল এমন একটি ধারা যার ভিত্তি হল সম্পদের সুবিবেচনা প্রসূত ব্যবস্থাপনা যা বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের দীর্ঘ মেয়াদী উন্নয়ন ও চাহিদা পূরণ কে সুনিশ্চিত করে। অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্মের নিজস্ব চাহিদা মেটানোর ক্ষমতাকে বজায় রেখে বর্তমান প্রজন্মের চাহিদা মেটানোকে স্থিতিশীল উন্নয়ন বলে।
২) উন্নয়নের প্রাথমিক চাহিদার অন্তর্ভুক্ত তিনটি বিষয় উল্লেখ কর।
উঃ উন্নয়নের প্রাথমিক চাহিদার অন্তর্গত তিনটি বিষয় হলো খাদ্য পানীয় জল ও চিকিৎসা।
৩) পুনর্নবীকরণ যোগ্য সম্পদ কি ? একটি পুনরনবীকরণযোগ্য সম্পদের উদাহরণ দাও।
উঃ যেসব প্রাকৃতিক সম্পদ সাময়িকভাবে নিঃশেষিত হলেও পরবর্তী সময়ে আপনাআপনি পূরণ হয় সেগুলিকে পুনর্নবীকরণ যোগ্য সম্পদ বলে।
একটি পুনর্নবীকরণযোগ্য নবীকরণ যোগ্য সম্পদের উদাহরণ হল সামুদ্রিক মাছ।
৪) সুস্থায়ী উন্নয়নের মূল কথা কি ? স্থিতিশীল উন্নয়নের মূল সংজ্ঞাটি লেখ.
উঃ সুস্থায়ী উন্নয়নের মূল কথা হলো দরিদ্র অশিক্ষা অনাহার প্রভৃতি আর্থসামাজিক দুরবস্থা থেকে মানুষকে মুক্ত করে মানবজাতির সার্বিক বিকাশ ও কল্যাণ সাধন করা।
স্থিতিশীল উন্নয়ন বা সুস্থায়ী উন্নয়ন হলো এমন একপ্রকার উন্নয়ন প্রক্রিয়া যা বর্তমান প্রজন্মের চাহিদা পূরণ করে কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা পূরণের সামর্থকে ক্ষুন্ন করে না। এটি অর্থনৈতিক উন্নয়ন সামাজিক ন্যায় বিচার এবং পরিবেশ সংরক্ষণের মধ্যে সামঞ্জস্য রক্ষা করে।
৫) সুস্থায়ী উন্নয়ন প্রক্রিয়ার জৈব ও অর্থনৈতিক পদ্ধতির লক্ষ্য গুলি কি কি ?
উঃ সুস্থায়ী উন্নয়ন প্রক্রিয়ার জৈব পদ্ধতির লক্ষ্য গুলি হল- ক) বংশগত বৈচিত্র্যর সংরক্ষণ খ) স্থিতিস্থাপকতা গ) জৈব উৎপাদন বৃদ্ধি ইত্যাদি।
সুস্থই উন্নয়ন প্রক্রিয়ার অন্তর্গত অর্থনৈতিক পদ্ধতির লক্ষ্য গুলি হল- ক) মানুষের প্রাথমিক ন্যূনতম প্রয়োজন মেটানো এবং খ) আয়ের সমতা বজায়।
৬) সুস্থায়ী সমাজ গঠনের মূল উদ্দেশ্য কি ?
উঃ সুস্থায়ী সমাজ গঠনের মূল উদ্দেশ্য হলো প্রকৃতির স্বার্থ অনুযায়ী কাজ করে দীর্ঘস্থায়ী ভিত্তিতে সমাজের অস্তিত্বকে সুনির্দিষ্ট করা।
৭) সামাজিক স্থিতিশীলতা বলতে কী বোঝো ?
উঃ সামাজিক স্থিতিশীলতা বলতে এমন একটি সমাজ তৈরি করা ক্ষমতাকে বোঝায় যেখানে সবাই ভালোভাবে থাকতে পারে, এর জন্য প্রয়োজন সবার জন্য সমান সুযোগ ও সুবিধা নিশ্চত করা, স্বাস্থ্য, শিক্ষা এবং বাসস্থানসহ অন্যান্য গুরুত্বপূর্ণ সেবা মাধ্যমে মানুষের জীবন যাত্রার মান উন্নত করা। বিভিন্ন সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ ও প্রচার করা। এই বিষয়গুলিতে সবার অংশগ্রহণ নিশ্চিত করা, যাতে কেউ বাদ না পড়ে এবং সবাইকে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ করে দেওয়া।
৮) সুস্থায়ী উন্নয়নের তিনটি স্তম্ভের মধ্যে পারস্পরিক সম্পর্ক কি ?
উঃ সুস্থায়ী উন্নয়নের তিনটি স্তম্ভের মধ্যে পারস্পারিক সম্পর্ক বিদ্যমান। এই তিনটি স্তম্ভ হল- ক) অর্থনৈতিক উন্নয়ন খ) সামাজিক ন্যায়বিচার এবং গ) পরিবেশ সংরক্ষণ। এরা একে অপরের সাথে জড়িত কারণ অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক ন্যয় বিচার ও পরিবেশ সংরক্ষণের ওপর নির্ভর করে। আবার শেষ দুটি স্তম্ভ অর্থনৈতিক উন্নয়নের সহায়ক।
প্রতিটি প্রশ্নের মান ৬
১) সুস্থায়ী উন্নয়নের বৈশিষ্ট্য গুলি উল্লেখ কর। সুস্থায়ী উন্নয়নের ধারণাটি ব্যাখ্যা কর।
উঃ সুস্থায়ী উন্নয়নের ক্ষেত্রে যেসব বৈশিষ্ট্য গুলি থাকা আবশ্যক সেগুলি নিচে আলোচনা করা হলো।
ক) নিরবিচ্ছিন্নতাঃ
সুস্থই উন্নয়ন একটি নীরবচ্ছিন্ন বা ধারাবাহিক প্রক্রিয়া এই প্রক্রিয়ার অনুচ্ছেদ থাকে না অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা পূরণের কথা মাথায় রেখে বর্তমান প্রজন্মকে সবসময় প্রাকৃতিক সম্পদের নিয়ন্ত্রিত ব্যবহার করতে হবে।
খ) পরিকল্পিত পরিচালনাঃ
সুস্থায়ী উন্নয়নের ক্ষেত্রে পৃথিবীর যে কোন সম্পদকে যথেচ্ছ ভাবে ব্যবহার করা হয় না। বরং প্রাকৃতিক সম্পদের পরিকল্পিত ও বিজ্ঞানসম্মত ব্যবহার ও ব্যবস্থাপনার ওপর নজর দেওয়া হয়। এক্ষেত্রে অনেক সময় ব্যবহৃত সম্পদের পুনরুদ্ধারের চেষ্টাও করা হয়।
গ) সম্পদের গুণমান বজায় রাখাঃ
সুস্থায়ী উন্নয়নের মাধ্যমে প্রাকৃতিক সম্পদের অপচয় রোধের ওপর অধিক গুরুত্ব দেওয়া হয়। এছাড়া ওই সকল সম্পদের গুণমান ও ক্রিয়াশীলতা অক্ষুন্ন রেখে সর্বাধিক আর্থিক সুবিধা ভোগ করার চেষ্টা করা হয়।
ঘ) উন্নয়ন ক্রিয়া পরিচালনাঃ
সাধারণ উন্নয়নের ক্ষেত্রে পরিবেশ ও প্রকৃতির বহু সম্পাদক ক্ষতিগ্রস্ত হয়। যেমন নগরায়নের ফলে প্রচুর গাছপালা কেটে ঘরবাড়ি ইত্যাদি নির্মাণ হওয়ায় উন্নয়ন হয়েছে ঠিকই কিন্তু এক্ষেত্রে পরিবেশ ও মানব স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই সুস্তাই উন্নয়নের ক্ষেত্রে পরিবেশ ও প্রকৃতিকে যথাসম্ভব অপ পরিবর্তিত রেখে মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যকে বজায় রেখে উন্নয়ন ক্রিয়া ঘটানো হয়।।
ঙ) বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মঃ
সুস্থায়ী উন্নয়নে কেবলমাত্র বর্তমান প্রজন্মের প্রয়োজন মেটানো হয় না ভবিষ্যৎ প্রজন্মের চাহিদার প্রতি সজাগ দৃষ্টি রেখে উন্নয়নের কাজ পরিচালনা করা হয়। এই উন্নয়নের ক্ষেত্রে ভবিষ্যৎ প্রজন্মের চাহিদার কথা ভেবে প্রাকৃতিক সম্পদের নিয়ন্ত্রণ ও প্রয়োজন অনুসারে ব্যবহারের চেষ্টা করা হয়।।
চ) ফলাফলঃ
সুস্থায়ী উন্নয়নের ফল ক্ষণস্থায়ী নয় বরং দীর্ঘস্থায়ী ।যা বেশ কয়েকটি প্রজন্ম ধরে টিকিয়ে রাখা সম্ভব। এটি পরিবেশের গুণ ও মানকে সুরক্ষিত রাখে। এই উন্নয়নের ক্ষেত্রে পরিবেশের পুনরূপ ক্ষতি না করে উন্নয়ন ঘটানো হয়। এর ফলে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা পূরণ হয়।
সুস্থই উন্নয়নের ধারণাঃ
Comments
Post a Comment
Haven't doubt please let me know.