Hs Bengali suggestion

 বাংলা গল্প - ভাত 

১) "এ সংসারে সব কিছুই চলে বড় পিসিমার নিয়মে"- বড় পিসিমা কে ? গল্পে তার চরিত্রের কি পরিচয় পাওয়া যায় ?

২) "বাদার ভাত খেলে তবে তো সে আসল বাদার খোঁজ পেয়ে যাবে একদিন"- বাদা কি ? উদ্দিষ্ট ব্যক্তির এইরকম মনে হওয়ার কারণ কি ?

৩) "সে বুঝতে পারে, সব ভাত ওরা পথে ফেলে দিতে যাচ্ছে।"- ওরা বলতে কাদের কথা বোঝানো হয়েছে ? ওরা ভাত ফেলে দিতে যাচ্ছিল কেন ? সে কে বুঝতে পেরেছে কি করেছিল 

৪) ভাতে হাত ঢুকিয়ে দিতে সে স্বর্গ সুখ লাভ করে। ভাতের স্পর্শে কে কিভাবে ভাতের জোগাড় করল তার এই অনুভূতির কারণ কি 

বাঙালির ভাষা শিল্প ও সংস্কৃতি

বিজ্ঞান চর্চা 

১) বাংলা বিজ্ঞান চর্চায় জগদীশ চন্দ্র বসুর অবদান লেখ।

২) বাংলা বিজ্ঞান চর্চায় মেঘনাথ সাহার অবদান লেখ।

৩) সত্যেন্দ্রনাথ বসু ও কাদম্বিনী গঙ্গোপাধ্যায়ের এর অবদান লেখ।

৪) বোসন কণার আবিষ্কর্তা কে ? তার সম্পর্কে যা জান লেখ।

 ক্রিয়াক্ষেত্র 

১) বাংলা ইতিহাস চর্চায় ফুটবলের সুপ্রভাত কিভাবে হয়েছিল লেখো।

২) দাবা খেলার স্রষ্টা কে ? দাবা খেলায় পশ্চিমবঙ্গের স্থান নিরূপণ করো।

বাংলা চিত্রকলা 

১) বাংলা চিত্রকলায় যামিনী রায়ের অবদান লেখো।

২) রামকিঙ্কর বেইজ ও নন্দলাল বসুর অবদান লেখো।

৩) পট শব্দের অর্থ কি ? বাংলা পটচিত্রের গুরুত্ব লেখো।

চলচ্চিত্র

১) বাংলা চলচ্চিত্রে মৃণাল সেনের অবদান লেখ।

২) বাংলা চলচ্চিত্রে ঋত্বিক ঘটকের অবদান লেখ।

৩) তপন সিংহের কৃতিত্ব আলোচনা কর।

বাংলা গানের ধারা

১) বাংলা গানের ধারায় মান্না দে'র অবদান লেখ।

২) বাংলা গানে কাজী নজরুল ইসলামের অবদান লেখ।

ক্রন্দনরতা জননীর পাশে 

১) আমি তা পারি না - কে কি পারেন না ? তিনি কি পারেন ?

২) ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় কবি জননীকে ক্রন্দনরতা বলেছেন কেন 

৩) ওই সবুজের ভীষণ দরকার /শহরের অসুখ কেবল হা করে সবুজ খায়। 

বিভাব 

১) কোথাও জীবনের খোরাক হাসির খোরাক নেই বক্তা কে কোথাও জীবনের খরাক হাসির খোরাক নেই কেন 

২) এবার নিশ্চয় লোকের খুব হাসি পাবে, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে বক্তা এ কথা বলেছেন উক্তিটির তাৎপর্য আলোচনা কর।

৩) বিভাব নাটকের নাট্য রীতির যে অভিনবত্ব ফুটে উঠেছে তা লেখো 

৪) বিভাব নাটকের নামকরণের সার্থকতা আলোচনা কর

ভাষাতত্ত্ব 

১) বাক্য কাকে বলে গঠন অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ আলোচনা কর।

২) সুর তরঙ্গ কাকে বলে অবিভাজ্য ধ্বনি গুলির সম্পর্কে লেখ

৩) শব্দার্থ পরিবর্তনের ধারা গুলি সংক্ষেপে আলোচনা কর।

আমার বাংলা 

১) সরু লিকলিকে আঙুল দিয়ে সেই সব খনি দের শেষ সনাক্ত করছে কে সনাক্ত করছে কাদের কেন খুনি বলা হয়েছে 

২) সাধুচরন কে গল্পে তার কি পরিচয় পাওয়া যায় 

৩) 



Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)