উচ্চ মাধ্যমিক সাজেশন ২০২৫
ভাত - মহাশ্বেতা দেবী
১) " এ সংসারে সবকিছুই চলে বড়ো পিসিমার নিয়মে"- বড়োপিসিমার পরিচয় দাও। গল্পানুসারে তার চারিত্রিক বৈশিষ্ট্যগুলি লেখ।
২) "সে বুঝতে পারে, সব ভাত ওরা পথে ফেলে দিতে যাচ্ছে"- ওরা বলতে কাদের কথা বলা হয়েছে ? ওরা ভাত ফেলে দিতে যাচ্ছিল কেন ? সে কে ? বুঝতে পেরে সে কি করেছিল ?
৩) "বাদার ভাত খেলে তবে তো সে আসল বাদাটার খোঁজ পেয়ে যাবে একদিন"- বাদা কি ? উদ্দিষ্ট ব্যক্তির এইরকম মনে হওয়ার কারণ কি ?
২) দাঁতগুলো বের করে সে কামটের মতোই হিংস্র ভঙ্গি করে - কে কার প্রতি এরূপ আচরণ করেছিল? তার এরূপ আচরণের কারণ বিশ্লেষণ করো। ২+৩= ৫
৩)
কে বাঁচায় কে বাঁচে
১. কে বাঁচায় কে বাঁচে গল্পংশ অবলম্বনে মৃত্যুঞ্জয়ের চরিত্র লেখ।
২. "সেদিন অফিস যাওয়ার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখল"- কোন দিনের কথা বলা হয়েছে? সেই মৃত্যু দেখে মৃত্যুঞ্জয়ের প্রাথমিক প্রতিক্রিয়া কি হয়েছিল?
৩. "মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়"- মৃত্যুর জয়ের বাড়ির অবস্থা শোচনীয় কেন? সেই শোচনীয় অবস্থার পরিচয় দাও।
৪. "ভুরিভোজটা অন্যায় কিন্তু না খেয়ে মরাটা উচিত নয় ভাই"- কে কাকে একথা বলেছে? উক্তিটির তাৎপর্য লেখ।
ক্রন্দনরতা জননীর পাশে
১) ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় কবি জননীকে ক্রন্দনরতা বলেছেন কেন ? এই পরিস্থিতিতে কবি কি করা উচিত বলে মনে করেছেন ? ৩+২=৫
২) আমি তা পারিনা - কে কি পারেন না ? তিনি কি পারেন , তা কবিতা অবলম্বনে লেখ।
আমি দেখি
১)
রূপনারানের কূলে
১. "চিনিলাম আপনারে" -বক্তা কে? তিনি কিভাবে নিজেকে চিনলেন?
২. "রূপনারানের কূলে /জেগে উঠলাম" - কে জেগে উঠলেন? জেগে ওঠার আসল অর্থ কবিতায় কিভাবে প্রকাশিত হয়েছে তা লেখ।
৩. "মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে" - কার কাছে দেনা? এই দেনা সরূপ উল্লেখ কর। মৃত্যুতে তা কিভাবে শোধ হয়?
আমার বাংলা
১. "হাতি বেগার আইন আর চলল না"- হাতি বেগার আইন কী? তা আর চলল না কেন?
২. "আর এক রকমের প্রথা আছে" -প্রথাটির নাম কি? সেই প্রথা সম্পর্কে যাহা জানো লেখো ।
৩. "চেংমানের মাথায় আকাশ ভেঙ্গে পড়ল" চেংমান কে? তার মাথায় কিভাবে আকাশ ভেঙে পড়েছিল তা লেখ।
৪. "হঠাৎ একদিন ক্ষেপে উঠল কলের কলকাতা" -কলকাতা কেন ক্ষেপে উঠেছিল? সেই ক্ষ্যাপা কলকাতার বর্ণনা দাও।
৫. সাধুচরণ কে? গল্পে তার পরিচয় দাও ।
৬. "সরু লিকলিকে আঙুল দিয়ে সেই সব খুনিদের সে সনাক্ত করছে" - কে শনাক্ত করেছে? -কাদের কেন খুনি বলা হয়েছে?
সাহিত্যের ইতিহাস
১. বাংলা চিত্রকলার ইতিহাসে রামকিঙ্কর বেইজের অবদান লেখ
২. বাংলা চিত্রকলায় যামিনী রায়ের অবদান লেখো।
৩. বাংলা গানের ইতিহাসে অতুলপ্রসাদ সেনের অবদান লেখ।
৪. বাংলা গানের ইতিহাসে রজনীকান্ত সেনের অবদান।
৫. বাংলা গানের ইতিহাসে মান্নাদের অবদান লেখো।
৬. বাংলা অভিধানের পট শব্দের অর্থ কি? পট শিল্পের গুরুত্ব লেখ।।
ভাষাতত্ত্ব
১. বাক্য কাকে বলে? গঠন অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ আলোচনা কর। বাক্যের কয়টি অংশ ও কি কি? উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও।
২. গুচ্ছ ধ্বনি ও যুক্ত ধোনির সংজ্ঞা সহ উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও।
৩. ভাষাবিজ্ঞানের বহুল প্রচলিত শাখা তিনটির বিবরণ দাও।
৪. সুরতরঙ্গ কাকে বলে? অবিভাজ্য ধ্বনিগুলির সম্পর্কে লেখ।
৫. শব্দার্থ পরিবর্তনের ধারা গুলি সংক্ষিপ্ত আলোচনা কর।
অলৌকিক
১. "গল্পটা আমাদের স্কুলে শোনানো হল" - গল্পটা কি? স্কুলে গল্পটা শুনে লেখকের কি প্রতিক্রিয়া হয়েছিল?
২. "পাঞ্জা সাহেবে পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি" - আশ্চর্য ঘটনাটির বর্ণনা দাও।
৩. "গল্পটা বার কয়েক গুরুদ্বারেতেও শুনেছি"- কে শুনেছেন? কোন গল্পটা? গল্পটি সংক্ষেপে লেখ।
অথবা
১. "মার সঙ্গে তর্ক শুরু করি" -কে মায়ের সঙ্গে তর্ক শুরু করেন? কোন বিষয় নিয়ে তর্ক শুরু করেন?
২. "ঠিক হলো ট্রেনটা থামানো হবে" -কোন ট্রেনের কথা বলা হয়েছে? সেটি কিভাবে থামানো হয়েছিল?
৩. "চোখের জলটা তাদের জন্য" -কাদের জন্য? কে চোখের জল উৎসর্গ করেছিলেন? ঘটনাটি সংক্ষেপে লেখ।
বিভাব
১. বিভাব নাটকের নাট্য রীতির যে অভিনবত্ব ফুটে উঠেছে তা লেখ।
২. "কোথাও জীবনের খোরাক হাসির খোরাক নেই" -বক্তা কে? কোথাও জীবনের খোরাক হাসির খোরাক নেই কেন?
৩. "এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে" -কোন ঘটনার প্ররিপ্রেক্ষিতে বক্তা এ কথা বলেছেন? উক্তিটির তাৎপর্য আলোচনা কর।
৪. বিভাব নাটকের নামকরণের সার্থকতা আলোচনা কর
৫. "এমনি সময়ে হঠাৎ এক সাহেবের লেখা পড়লাম"- সাহেবের নাম কি? সাহেবের লেখা পড়ে কি জানলেন?
৬."বুদ্ধিটা কি করে এলো তা বলি" -কোন বুদ্ধির কথা বলা হয়েছে? সেই বুদ্ধির পরিচয় দাও।
৭. "সে খুব আর্টিস্টিক মরা একেবারে ইসথেটিক মরা"- নাটকে কিভাবে বর্ণনা করা হয়েছে তা লেখ।
৮."এই পড়ে বুকে ভরসা এল" -কি পড়ে বুকে ভর্সা এলো তার বর্ণনা দাও।
শিকার
১. শিকার কবিতার মূলভাব বুঝিয়ে দাও।
২. "একটা অদ্ভুত শব্দ"- শব্দটি কিসের? তাকে অদ্ভুত বলা হয়েছে কেন লেখো?
Comments
Post a Comment
Haven't doubt please let me know.