বরফে ঢাকা মহাদেশ আন্টার্টিকা

        বরফে ঢাকা মহাদেশ 

          আন্টার্টিকা 

অ) নিচের প্রশ্নগুলির উত্তর দাও।

১) আন্টার্টিকা পৃথিবীর কোন মেরুতে অবস্থিত ?

👉 দক্ষিণ মেরু 


২) আন্টার্টিকা শব্দের অর্থ কি ?

👉 উত্তরের বিপরীত 


৩) আয়তনে পৃথিবীর পঞ্চম মহাদেশের নাম কি ?

👉 আন্টার্টিকা 


৪) পৃথিবীর উচ্চতম, শীতলতম, শুষ্কতম, দুর্গম মহাদেশের নাম কি ?

👉 আন্টার্টিকা 


৫) আন্টার্কটিকার অপর নাম কি ?

👉 সাদা মহাদেশ 


৬) আন্টার্টিকার একটি জীবন্ত আগ্নেয়গিরির নাম লেখ।

👉 মাউন্ট এরেবাস 


৭) আন্টার্টিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?

👉 ভিনসন ম্যাসিফ (৪৮৯২ মি) 


৮) পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম কি ?

👉 ল্যাম্বার্ট 


৯) পৃথিবীর শীতলতম (জনবসতিহীন) স্থান কোনটি ?

👉 রাশিয়ার গবেষণা কেন্দ্র ভস্টক 


১০) আন্টার্টিকার আকাশে কোন মাসে মেরুতে দেখা যায়?

👉 আগস্ট মাসে 


১১) আন্টার্টিকার একমাত্র স্থায়ী বাসিন্দা _________।

👉 পেঙ্গুইন 


১২) পেঙ্গুইনের প্রধান খাদ্য কি ?

👉 সামুদ্রিক চিংড়ি জাতীয় ক্রিল, মাছ 


১৩) আন্টার্টিকায় কত রকম পেঙ্গুইনের প্রজাতি আছে ?

👉 ১৭ রকম 


১৪) পেঙ্গুইনের কোন প্রজাতির সবথেকে বড় হয় ?

👉 এম্পেরর পেঙ্গুইন 


১৫) কে কবে প্রথম পৃথিবীর দক্ষিণ মেরুতে পৌঁছান ?

👉 আমুন্ড সেন ও তার সঙ্গীরা 1911 সালে 14 ডিসেম্বর।


১৬) আন্টার্কটিকায় অবস্থিত ভারতের প্রথম গবেষণা কেন্দ্রের নাম কি ?

👉 দক্ষিণ গঙ্গোত্রী 


১৭) উত্তর মেরু অঞ্চলের বাসিন্দা __________।

👉 মেরু ভালুক 


১৮) _________হল পৃথিবীর সমস্ত দেশের একটা আন্তর্জাতিক ভূখণ্ড।

👉 আন্টার্টিকা 


১৯) পৃথিবীর দেশ গুলি আন্টার্টিকা মহাদেশকে নিয়ে কেন গবেষণা করছে ?

উঃ আন্টার্টিকা মহাদেশ কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, তামা, নিকেল, সোনার অফুরন্ত ভান্ডার রয়েছে। তাই সারা পৃথিবীর বিজ্ঞানীরা এই মহাদেশের প্রাকৃতিক পরিবেশ জলবায়ু, খনিজ সম্পদ নিয়ে গবেষণা করছেন।


২০) আন্টার্টিকা মহাদেশের বিজ্ঞানীরা কোন ঋতুতে যাত্রা করেন ?

👉 গ্রীর্ষ্ম ঋতুতে


আ) নীচের প্রশ্নগুলির উত্তর দাও।

১) আন্টার্টিকার জীবজগৎ সম্পর্কে যা জানো লেখো।

👉 আন্টার্টিকা চির বরফে ঢাকা থাকে। এখানে কোন গাছপালা জন্মায় না। তবে গ্রীষ্মকালে সমুদ্রের ধারে সামান্য বরফ গলে গেলে মস লাইকেন শ্যাওলা প্রভৃতি জন্মায়। এখানকার একমাত্র স্থায়ী বাসিন্দা হলো পেঙ্গুইন পাখি। ভয়ংকর ঠান্ডাতে থাকতে এরা অভ্যস্ত। আন্টার্টিকার সমুদ্র চিংড়ি জাতীয় ক্রিলে ভর্তি থাকে। ক্রিল হলো পেঙ্গুইনের প্রধান খাদ্য।


২) আন্টার্কটিকা মহাদেশকে "সাদা মহাদেশ" বলার কারণ কি ?

👉 আন্টার্টিকা হল পৃথিবীর পঞ্চম মহাদেশ। সারা বছরই এক থেকে দুই কিমি মোটা বরফের চাদর দিয়ে ঢাকা থাকে। তাই পৃথিবীর মানচিত্রে আন্টার্টিকাকে সাদা রঙের দেখানো থাকে। সেই কারণেই আন্টার্টিকার অপর নাম সাদা মহাদেশ।











Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)