প্লাস্টিক যথেচ্ছ ব্যবহারের ফলে একটি সংবাদপত্রে প্রতিবেদন রচনা কর
প্রতিবেদন রচনা
প্রশ্নঃ প্লাস্টিক অতি ব্যবহারের ফলে পরিবেশ দূষিত হওয়া বিষয়ে সংবাদপত্রে একটি প্রতিবেদন রচনা কর।
উঃ
প্লাস্টিকের যথেচ্ছ ব্যবহারে দূষিত হচ্ছে পরিবেশ
নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ৪ জুলাই ২০২৪ : বর্তমান পৃথিবীর একটি বৃহৎ সমস্যা হল দূষণ। আর এই দূষণের জন্য সবচেয়ে বেশি দায়ী জৈব অভঙ্গুর প্লাস্টিকের অতি ব্যবহার । মানুষের দৈনন্দিন জীবনে সর্বত্রই প্লাস্টিকের ব্যবহার অপরিহার্য হয়ে উঠেছে। সর্বক্ষেত্রে জল খাওয়ার বোতল থেকে শুরু করে ক্যারিব্যাগ, কসমেটিক্স, ব্যবসা প্রায় সবত্রই প্লাস্টিক বা পলিথিন অপরিহার্য।। যেহেতু মাটির সাথে ইহা মেশেনা তাই মাটি ও পরিবেশকে ইহা সর্বাধিক দূষিত করে। এই বর্ষায় অত্যাধিক প্লাস্টিকের ব্যবহার শহরকে এমনভাবে ঘিরে ফেলেছে, যাতে জল নিকাশি ব্যবস্থা বন্ধ হয়ে পড়েছে। কেবল মানুষই নয় অন্যান্য প্রাণীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রতিদিন প্রায় কয়েক হাজার মেট্রিক টন প্লাস্টিকের বর্জ্য জলভূমিকে দূষিত করছে। গত সপ্তাহেই এক মৃত তিমির দেহ থেকে প্রায় ২৭ কিলো প্লাস্টিক পাওয়া গেছে। প্লাস্টিক দূষণে পৃথিবী ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যাপক হারে। প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়গুলি প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করে পরিবেশকে প্লাস্টিক মুক্ত করার চেষ্টা করার দৃষ্টান্ত দেখিয়েছেন। সারা রাজ্যে প্রায় হাজার অধিক মিছিল ও মিটিং আয়োজিত হয়েছে। পরিবেশ মন্ত্রী শ্রী ভূপেন্দ্র যাদব মহাশয় এ ব্যাপারে উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন। সরকারি সহায়তায় এই প্রক্রিয়াটি ভবিষ্যতে আরও ত্বরান্বিত হবে বলে তিনি জানিয়েছেন। একজন পরিবেশবিদের মতানুসারে শুধু সরকার নয় মানুষকেও সচেতন হতে হবে জানানো হয়।প্লাস্টিক যদি দেশের প্রত্যেক নাগরিক বর্জনের প্রতিশ্রুতি দেন তাহলেই এই দূষণ রোধ করা সম্ভব হবে। ইতিমধ্যে সরকার বেশ কিছু এলাকায় প্লাস্টিক ব্যবহারের একেবারে নিষিদ্ধ করার জন্য উদ্যোগী হয়েছেন। কয়েক মাসের মধ্যেই পুরোপুরি প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ করার আবেদনপেস করেছে। বেশ কিছু সমাজসেবী সংস্থা তাদের স্লোগান হচ্ছে- Eradicate plastic and save the Earth ।
Comments
Post a Comment
Haven't doubt please let me know.