ব্যাংকের গঠন ও কার্য প্রকল্প
প্রকল্পঃ ব্যাংকের গঠন এবং কার্যাবলী
ভূমিকাঃ
ব্যাংক হলো এক ধরনের আর্থিক প্রতিষ্ঠান, যা সাধারণ মানুষের সঞ্চয় এবং প্রতিষ্ঠানের উদ্বৃত্ত অর্থ আমানত হিসাবে সংগ্রহ করে পুঁজি গড়ে তোলে এবং সেই পুঁজি ব্যবসায়ীদের ঋণ হিসেবে প্রদান করে থাকে।
উদ্দেশ্যঃ
বাণিজ্যিক ব্যাংকগুলির মূল উদ্দেশ্য হল সাধারণ জনগণকে আর্থিক পরিষেবা প্রদান করা এবং ব্যবসার জন্য ঋণ প্রদান করা। যা অর্থনৈতিক স্থিতিশীলতা এবং অর্থনীতির বৃদ্ধি নিশ্চিত করতে সাহায্য করে।
গঠনঃ
কার্যাবলীঃ
ব্যাংকের কার্যাবলীকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায় -
ক) প্রাথমিক কাজঃ ব্যাংক সঞ্চয়, বর্তমান এবং স্থায়ী আমানতের আকারে আমানত গ্রহণ করে থাকে । সাধারণত ব্যাংক গুলি ফার্ম এবং ব্যক্তিদের কাছ থেকে সংগৃহীত উদ্বৃত্ত টাকা বাণিজ্যিক লেনদেনের অস্থায়ী প্রয়োজনে ধার দিয়ে থাকে।
খ) ঋণ ও অগ্রিম প্রদানঃ ব্যাংকের অন্যতম গুরুত্বপূর্ণ একটি কাজ হল উদ্যোক্তা ও ব্যবসায়ীদের ঋণ দেওয়া এবং অগ্রিম অর্থ প্রদান করা। এর বিনিময়ে ব্যাংকগুলি সুদ সংগ্রহ করে থাকে। এর মাধ্যমে প্রতিটি ব্যাংক লাভ করার প্রাথমিক উৎস হিসাবে কাজ করে। ঋণ দেওয়া এবং অগ্রিম অর্থ প্রদান করার জন্য ব্যাংকগুলি অল্প সংখ্যক আমানত ধরে রাখে। অবশিষ্ট পরিমাণ ঋণ গ্রহীতাদের দেওয়া হয় প্রভৃতি মাধ্যমে। যেমন - ডিমান্ড লোন, ক্যাশ ক্রেডিট লোন, স্বল্প মেয়াদী ঋণ ইত্যাদি।
গ) ক্রেডিট নগদ ঃ এই প্রক্রিয়ায় গ্রাহককে সরাসরি ঋণ দেওয়া হয় না। প্রথমে তার নথিপত্র যাচাই করে একটি ব্যাংক একাউন্ট খোলা হয়। তারপর তার একাউন্টে টাকা স্থানান্তর করা হয়।
ঘ) বিনিয়ম বিল ছাড়ঃ এটি একটি লিখিত চুক্তি, যা ভবিষ্যতে একটি নির্দিষ্ট সময়ে ক্রয়কৃত পণ্যের বিপরীতে অর্থ প্রদানের পরিমাণের ওপর নির্ভর করে। বাণিজ্যিক ব্যাংকের ডিসকাউন্টিং পদ্ধতির মাধ্যমেও উদ্বৃত্ত সময়ের আগে পরিমাণটি শেষ করা যেতে পারে।
ঙ) ওভার ড্রাফ্ট সুবিধাঃ এটি প্রদত্ত সীমা পর্যন্ত ওভার ড্রাফ্ট করার জন্য বর্তমান অ্যাকাউন্ট রেখে গ্রাহককে অগ্রিম ঋণ দেয়া হয়।
চ) সিকিউরিটি ক্রয় বিক্রয়ঃ ব্যাংক গ্রাহকদের তাদের মূল্যবান জিনিসপত্র বা নথি নিরাপদে রাখতে লকার সুবিধা প্রদান করে ব্যাংকগুলি এই পরিসীমা দেয়ার জন্য ন্যূনতম একটি বার্ষিক ফ্রি নেয়।
ছ) ক্রেডিট প্রদান করা এবং সংগ্রহ করাঃ এটি একটি প্রমিসরি নোট চেক এবং বিনিময় বিলের মতো বিভিন্ন উপকরণ ব্যবহার করে থাকে।
Comments
Post a Comment
Haven't doubt please let me know.