মাটির ঘরে দেয়াল চিত্র তপন কর প্রশ্ন ও উত্তর

      মাটির ঘরের দেয়াল চিত্র 

                তপন কর 


১) দেয়াল চিত্র এঁকে থাকেন সাধারণত গ্রামের __________।

উঃ মেয়েরা 


২) পুরুলিয়া চলিত ভাষায় কি নামে পরিচিত ?

উঃ পুরুল্যা


৩) কোন অঞ্চলের লোক সমাজে দেয়ালে ছবি আঁকার চল আছে ?

উঃ পুরুলিয়া 


৪) বাংলার দেয়াল চিত্র চর্চার পিঠস্থান বলা হয় ___________অঞ্চলকে।

উঃ মানভূম


৫) পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় দেয়াল চিত্র আঁকা হয়ে থাকে ?

উঃ মেদিনীপুর বাঁকুড়া বর্ধমান বীরভূম প্রভৃতি জেলায়।


৬) দেয়াল চিত্রনের ক্ষেত্রে___________ অগ্রসর।

উঃ সাঁওতালরা 


৭) পশ্চিমবঙ্গের মানুষ গৃহ নির্মাণের প্রধান উপকরণ হিসেবে কি বেছে নিয়েছে ?

উঃ মাটি 


৮) মাটির ঘরের দেয়ালের চিত্রনের অন্যতম বৈশিষ্ট্য কি ?

উঃ এগুলি অস্থায়ী 


৯) সাধারণত কোন উৎসবকে উপলক্ষ্য করে দেয়াল চিত্রগুলি রচিত হয় ?

উঃ আশ্বিনের দূর্গা পূজা ও কার্তিকের দীপাবলি উৎসব।


১০) বাংলার কৃষিজীবী সমাজে এই প্রথা সর্বত্রই দেখা যায় - কোন প্রথার কথা বলা হয়েছে ?

উঃ লালচে গিরিমাটিতে গিরিফল চুবিয়ে ঘরের দরজার মাথায় ও দুপাশে ছাপ দেয়ার প্রথার কথা বলা হয়েছে।


১১) রাঢঙ্গের কৃষিজীবী সমাজে কোন প্রাচীন উৎসব পালিত হয় ?

উঃ গো -বন্দনা, অলক্ষী বিদায়, গরুখোঁটা প্রভৃতি। 


১২) সাঁওতালি দেয়াল চিত্রের বৈশিষ্ট্য কি ?

উঃ মূলত জ্যামিতিক আকার আশ্রিত বর্ণ সমাবেশে রচিত।


১৩) সাঁওতাল ছাড়া অন্যান্য কোন কোন গোষ্ঠীর মানুষেরা দেয়াল চিত্র করে থাকেন ?

উঃ ভুমিজ, কুর্মী গোষ্ঠীর মানুষেরা।


১৪) ভূমির কর্মী গোষ্ঠীর মানুষদের দেয়াল চিত্রণে সাধারণ লক্ষণ কি ?

উঃ পদ্ম 


১৫) মানভূমির দেয়াল চিত্রের প্রতীক বলা হয় __________ কে।

উঃ পদ্ম 


১৬) মোরগঝুঁটির দেয়াল চিত্রের বৈশিষ্ট্য কি ?

উঃ মোরগঝুঁটির দেয়াল চিত্রটির ধারে সারিবদ্ধ ভাবে উদীয়মান সূর্যের নকশা থাকে। সূর্য গুলির ফাঁকে উঠে আসে একটি করে আধ ফাটা পদ্ম। এর বাইরে যে শূন্যস্থান পড়ে থাকে সেখানে হরতনের চিহ্ন এবং সাধারণ লতাপাতা ময়ূর পাখি ইত্যাদি থাকে।


১৭) মাটি থেকে সাধারণত কত ফুট উচ্চতায় চিত্রগুলি বিস্তৃত হত।

উঃ ছ ফুট।


১৮) এই মাটির রং ঈষৎ হরিদ্রাভ - কোন মাটির কথা বলা হয়েছে ?

উঃ বেলে মাটি


১৯) ঘরের চতুষ্পার্শ্ব ঘিরে থাকা বেদীটির রং কি রকম হতো ?

উঃ কালো 


২০) বাংলার কৃষিজীবী সমাজের কিছু প্রাচীন উৎসবের নাম লেখ।

উঃ গো বন্দনা, গরুখুঁটা ইত্যাদি।


২১) তোমার জানা কোন অঞ্চলের লোকসমাজে দেয়ালে ছবি আঁকার চল আছে ?

উঃ পুরুলিয়া, বর্ধমান, বীরভূম অঞ্চলের লোকসমাজের দেয়াল চিত্র আঁকার চল আছে।


২২) মানভূম জেলায় কোন কোন আদিবাসী গোষ্ঠী বসবাস করে ?

উঃ মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমান জেলার পশ্চিম অংশ ,বীরভূম জেলা।


২৩) দেয়াল চিত্র করার জন্য কি কি উপাদান ব্যবহৃত হয় ?

উঃ গিরি মাটি ও গিরিফল 


২৪) দুধে মাটির ওপর কিভাবে চিত্রন করা হয় ?

উঃ দুধেমাটির প্রলেপটি ভিজে থাকতে থাকতেই এর উপর হাতের আঙ্গুলের ডগা দিয়ে দাগ টেনে ছবি আঁকা হতো।


২৫) মোরগঝুঁটির চালচিত্রে আর কি কি নকশা থাকে ?

উঃ মোরগ ঝুঁটির চিত্রের মধ্যে সারিরবদ্ধ ভাবে থাকে উদীয়মান সূর্যের নকশা। সেই সূর্যগুলির ফাঁকে থাকে আধ ফোঁটা পদ্ম। এছাড়াও নানা রকমের ছোট ছোট চিত্র ,যেমন - হরতন, ইস্কাবনের চিত্র, সাধারণ লতাপাতা, পাখি, ময়ূর ইত্যাদি ছবি।









Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)