ভারতের জাতীয়তাবাদের ইতিহাস বিষয়ক কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
১) কলকাতা মাদ্রাসা কবে প্রতিষ্ঠিত হয়? উঃ 1781 খ্রিস্টাব্দে ২) কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন কে? উঃ ওয়ারেন হেস্টিংস ৩) এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়? উঃ 1784 খ্রিস্টাব্দে ৪) এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? উঃ স্যার উইলিয়াম জোন্স ৫) বারাণসীতে সংস্কৃত কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? উঃ 1792 খ্রিস্টাব্দে ৬) বারাণসীতে সংস্কৃত কলেজ কে প্রতিষ্ঠা করেন? উঃ জোনাথন ডানকান ৭) শ্রীরামপুরে ব্যাপ্টিস্ট মিশন কবে প্রতিষ্ঠিত হয়? উঃ 1800 খ্রিস্টাব্দের ৮) শ্রীরামপুর ব্যাপ্টিস্ট মিশন এর প্রতিষ্ঠাতা কে? উঃ উইলিয়াম কেরি ৯) হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? উঃ 1817 খ্রিস্টাব্দে ১০) হিন্দু কলেজের প্রতিষ্ঠাতা কে? উঃ ডেভিড হেয়ার ১১) হিন্দু কলেজের বর্তমান নাম কি? উঃ প্রেসিডেন্সি কলেজ ১২) কলকাতায় হেয়ার স্কুল কবে প্রতিষ্ঠিত হয়? উঃ 1817 খ্রিস্টাব্দে ১৩) শিবপুরে বিশপস কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? উঃ 18২০ খ্রিস্টাব্দে ১৪) শিবপুরে বিশপস কলেজ কে প্রতিষ্ঠা করেন? উঃ বিশপস মিডলটন ১৫) কলকাতায় কবে সংস্কৃত কলেজ স্থাপিত হয়? উঃ 1824 খ্রিস্টাব্দে ১৬) ক্যালকাটা স্কুল ব...