দক্ষিণ আমেরিকা অষ্টম শ্রেণী প্রশ্ন উত্তর

               দক্ষিণ আমেরিকা 

দক্ষিণ আমেরিকা মহাদেশের অন্তর্গত অষ্টম শ্রেণীর বিভিন্ন প্রশ্ন ও উত্তর আলোচনা করা হয়েছে। অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অন্তর্গত এই পাঠ্যাংশ যে সকল গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলো পরীক্ষায় বারবার আসে সেইসব প্রশ্নগুলির সম্পর্কে সুন্দর আলোচনা পেতে আমাদের সাথে যুক্ত থাকুন।

অষ্টম শ্রেণি ভূগোল (class 8) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন(second summative evaluation) দক্ষিণ আমেরিকা(South America) অষ্টম শ্রেণি দক্ষিণ আমেরিকা মহাদেশের প্রশ্ন ও উত্তর (South America chapter important question answer class 8)দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সাজেশন(class 8 geography suggestion for 2nd summative exam) অষ্টম শ্রেণীর সাজেশন দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন class 8 seconds summative exam question answer South America question answer class 8 geography solution
অষ্টম শ্রেণি ভূগোল (class 8) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন(second summative evaluation) দক্ষিণ আমেরিকা(South America) অষ্টম শ্রেণি দক্ষিণ আমেরিকা মহাদেশের প্রশ্ন ও উত্তর (South America chapter important question answer class 8)দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সাজেশন(class 8 geography suggestion for 2nd summative exam) অষ্টম শ্রেণীর সাজেশন দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন class 8 seconds summative exam question answer South America question answer class 8 geography solutionভূগোল (class 8) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন(second summative evaluation) দক্ষিণ আমেরিকা(South America) অষ্টম শ্রেণি দক্ষিণ আমেরিকা মহাদেশের প্রশ্ন ও উত্তর (South America chapter important question answer class 8)দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সাজেশন(class 8 geography suggestion for 2nd summative exam) অষ্টম শ্রেণীর সাজেশন দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন class 8 seconds summative exam question answer South America question answer class 8 geography solution
অষ্টম শ্রেণি ভূগোল (class 8) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন(second summative evaluation) দক্ষিণ আমেরিকা(South America) অষ্টম শ্রেণি দক্ষিণ আমেরিকা মহাদেশের প্রশ্ন ও উত্তর (South America chapter important question answer class 8)দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সাজেশন(class 8 geography suggestion for 2nd summative exam) অষ্টম শ্রেণীর সাজেশন দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন class 8 seconds summative exam question answer South America question answer class 8 geography solutionঅষ্টম শ্রেণি ভূগোল (class 8) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন(second summative evaluation) দক্ষিণ আমেরিকা(South America) অষ্টম শ্রেণি দক্ষিণ আমেরিকা মহাদেশের প্রশ্ন ও উত্তর (South America chapter important question answer class 8.

              দক্ষিণ আমেরিকা


১) পৃথিবীর দীর্ঘতম পর্বত শৃঙ্গের নাম কি ?

উঃ আন্দিজ 

২) পৃথিবীর বৃহত্তম নদীর নাম কি ?

 উঃ আমাজন 

৩) পৃথবীর উচ্চতম জলপ্রপাত এর নাম কি ?

উঃ এঞ্জেল জলপ্রপাত 

৪) পৃথিবীর উচ্চতম হ্রদের নাম কি ?

উঃ টিটিকাকা 

৫) পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?

উঃ অ্যাকোনকাগুয়া 

৬) পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বতশ্রেণী কোনটি ?

উঃ আন্দিজ 

৭) আন্দেজ পর্বতমালায় অবস্থিত কয়েকটি পর্বত বেষ্টিত মালভূমির নাম লেখ।। 

উঃ বলিভিয়া, ইকুয়েডর, পেরু ইত্যাদি।

৮)  পৃথিবীর প্রথম ও দ্বিতীয় উচ্চতম সক্রিয় আগ্নেয়গিরি দুটির নাম লেখ। 

উঃ মাউন্ট চিম্বোরাজো এবং কটোপ্যাক্সি 

৯) দক্ষিণ আমেরিকার পূর্ব দিকে অবস্থিত উচ্চভূমি দুটির নাম কি ?

উঃ গায়ানা উচ্চভূমি এবং ব্রাজিল উচ্চভূমি। 

১০) গায়ানা উচ্চভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?

উঃ রোরোইমা 

১১) ব্রাজিল উচ্চভূমি সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?

উঃ পিকো-ডো-বানডাইরা 

১২) ব্রাজিল উচ্চভূমি ও আন্দিজ পর্বতের মাঝে________ মালভূমি অবস্থিত। 

উঃ ম্যাটোগ্রাসো 

১৩) ওরিনোকো নদীর অববাহিকায় __________সমভূমি।

উঃ ল্যানোস 

১৪) আমাজন নদী অববাহিকায় ________সমভূমি অবস্থিত। 

উঃ সেলভা 

১৫) পারানা প্যারাগুয়ে নদীর অববাহিকায়_________ সমভূমি সৃষ্টি হয়েছে। 

উঃ গ্রানচাকো 

১৬) লাভ প্লাটা নদীর অববাহিকায়_______ সৃষ্টি হয়েছে। 

উঃ পম্পাস 

১৭) দৈর্ঘ্যের বিচারে পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদীর নাম কি?

উঃ আমাজন 

১৮) কোন নদীর উপর angel জলপ্রপাত সৃষ্টি হয়েছে ?

উঃ ওরিনোকো 

১৯) কোন তিনটি নদীর মিলিত প্রবাহকে লা- প্লাটা নদী বলে হয় ? 

উঃ পারানা, প্যারাগুয়ে ও উরুগুয়ে।

২০) দক্ষিণ আমেরিকা মহাদেশের বেশিরভাগ অংশে কোন জলবায়ু লক্ষ্য করা যায় ?

উঃ উষ্ণ জলবায়ু 

২১) দক্ষিণ আমেরিকা মহাদেশের মাঝ বরাবর ________রেখা বিস্তৃত। 

উঃ মকরক্রান্তি রেখা 

২২) পম্পাস শব্দের অর্থ কি ?

উঃ সমতল ক্ষেত্র 

২৩) আর্জেন্টিনার রাজধানীর নাম কি ?

উঃ বুয়েন্স এয়ার্স 

২৪) পম্পাস অঞ্চলে প্রবাহিত স্থানীয় বায়ুর নাম কি ?

উঃ পাম্পেরো 

২৫) পৃথিবীর শ্রেষ্ঠ গম রপ্তানি কারক দেশ ________।

উঃ আর্জেন্টিনা 

২৬) দক্ষিণ আমেরিকার শস্যভান্ডার বলা হয়_____  অঞ্চলকে।

উঃ পম্পাস 

২৭) এস্টেনসিয়া কাকে বলে ?

উঃ পম্পাস অঞ্চলে পশুচারণ ভূমিকে এস্টেনশিয়া বলে। 

২৮) আন্দিত পর্বতের পাদদেশে অবস্থিত _______অঞ্চল দুগ্ধ শিল্পের জন্য বিখ্যাত। 

উঃ করডোবা 

২৯) মাংস রপ্তানিতে পৃথিবীতে প্রথম স্থান অধিকার করেছে ____________ অঞ্চল।

উঃ আর্জেন্টিনা তথা পম্পাস 

৩০) পৃথিবীর ফুসফুস বলা হয় কাকে ?

উঃ আমাজন রেইন ফরেস্ট 

প্রশ্নঃ পম্পাস তৃণভূমির কৃষিজ সম্পদ ও প্রধান প্রধান শিল্পের বর্ণনা দাও
 অথবা 
পম্পাস অঞ্চলের পশুপালনের পরিচয় দাও

 উত্তর: পম্পাস তৃণভূমির কৃষিজ সম্পদ: পম্পাস তৃণভূমির নদীবাহিত উর্বর পলি মৃত্তিকা, লোয়েস মৃত্তিকা, পর্যাপ্ত বৃষ্টিপাত ও জলসেচের সুবিধা থাকায় এখানে প্রচুর পরিমাণে কৃষিজ ফসল উৎপন্ন হয়ে থাকে। এখানকার প্রধান প্রধান কৃষিজ ফসল গুলি হল  গমভুট্টাযববার্লিইক্ষুকার্পাসনানারকম ফলশাকসবজিহেক্লোভারআলফা-আলফা তৃণ প্রভৃতি। এই অঞ্চল থেকে প্রচুর পরিমাণে খাদ্যশস্য উৎপাদন করা হয় বলেএকে 'দক্ষিণ আমেরিকার শস্যভাণ্ডারবলা হয়

 প্রধান প্রধান শিল্প:পম্পাস সমভূমি অঞ্চলটি খনিজ সম্পদে সমৃদ্ধ নয়। সেজন্য এখানে কোনো বৃহদায়তন শিল্প গড়ে ওঠেনি। প্রধানত পশুজাত ও কৃষিজ কাঁচামালের ওপর ভিত্তি করে এখানে ছোটো ছোটো ও মাঝারি শিল্প গড়ে উঠেছে। যেমন-

 (1) পশুজাত কাঁচামাল ভিত্তিক শিল্প: গুঁড়োদুধপনিরমাখনঘিচিজ প্রভৃতি দুগ্ধজাত ও মাংস প্রক্রিয়াকরণ শিল্প গড়ে উঠেছে

 (ii) কৃষিজাত কাঁচামাল ভিত্তিক শিল্প : কৃষিজাত কাঁচমালকে কেন্দ্র করে ময়দাচিনিবেকারি প্রভৃতি শিল্প গড়ে উঠেছে। আর্জেন্টিনার রাজধানী বুয়েনস্ এয়ার্স শহরটি ময়দা শিল্পের জন্য সুবিখ্যাত

 (iii) অন্যান্য শিল্প: পম্পাস অঞ্চলের অন্যান্য শিল্পগুলি হল-বস্ত্রবয়ন শিল্পরাসায়নিক শিল্পইঞ্জিনিয়ারিং শিল্পখাদ্যপ্রক্রিয়াকরণ শিল্পসার শিল্পকাগজ শিল্প তৈরির কলকারখানা প্রভৃতি। পম্পাস তৃণভূমি অঞ্চলের প্রধান প্রধান শিল্পকেন্দ্রগুলি হল-বুয়েনস্ এয়ার্সমন্টিভিডিয়োলা-প্লাটাকরডোবারোজারিওবাহিয়াব্লাঙ্কাপ্রভৃতি। 


প্রশ্নঃ দক্ষিণ আমেরিকার রুটির ঝুড়ি বলা হয় কাকে ও কেন ? 

উঃ পম্পাস অঞ্চলকে দক্ষিণ আমেরিকার রুটির ঝুড়ি বলা হয়। 
বলার কারণঃ 
          পাম্পাস অঞ্চল আর্জেন্টিনার সবচেয়ে কৃষি সমৃদ্ধ এলাকা। এই অঞ্চলের মৃত্তিকা খুবই উর্বর। এছাড়াও এখানে সারা বছরই কৃষিকাজ্যের উপযোগী উষ্ণতা পাওয়া যায়। এই অঞ্চলে অল্প অল্প সারা বছরই বৃষ্টিপাত হয়ে থাকে।। এছাড়া এই অঞ্চলে কৃষিকাজ্যের অপর একটি বিশেষ অনুকূল অবস্থা হলো ভূমির ঠিক নিচেই ভৌম জলের সম্ভার গড়ে উঠেছে। ভূমি অল্প খুঁরলেই ভৌম জল আপনা আপনি ভূপষ্ঠে বেরিয়ে আসে।
 তাতে চাষ আবাদের বিশেষ সুবিধে হয়। এইসব কারণে পম্পাস অঞ্চলে বর্তমানে প্রচুর পরিমাণে গম জব ভুট্টা পিসি ইত্যাদি চাষ হয়। প্রচুর পরিমাণে গম জন্মানোর জন্য পম্পাস অঞ্চলকে দক্ষিণ আমেরিকার রুটির ঝুড়ি বলা হয়। 

প্রশ্নঃ টীকা লেখ - পাম্পাস অঞ্চল 

উঃ ভূমিকাঃ 
           দক্ষিণ আমেরিকা মহাদেশের অন্তর্গত আর্জেন্টিনা দেশে যে নাতিশীতোষ্ণ তৃণভূমি সৃষ্টি হয়েছে তাকেই বলা হয় পম্পাস অঞ্চল। এখানে যে কমল ও ক্ষুদ্র ঘাস জন্মায় তা পশু পালনের পক্ষে বিশেষ উপযোগী। 
ভূপ্রকৃতিঃ 
        পম্পাস অঞ্চলটি একটানা সমতল ক্ষেত্র। এই অঞ্চলের মূল ভূভাগ বেলেপাথর দ্বারা গঠিত হলেও তার উপরিভাগে সূক্ষ্ম দানাযুক্ত লোয়েস মৃত্তিকার আবরণ লক্ষ্য করা যায়। নদী বাহিত পলি এবং বায়ুবাহিত লোয়েস মৃত্তিকা দ্বারা কম্পাস অঞ্চলের উপরিভাগ গঠিত হয়েছে। 
নদ নদীঃ 
        তিনটি নদীর পম্পাস অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। এরা হলো উরুগুয়ে প্যারাগুয়ে ও পারানা। এরা শেষ গতিতে একসঙ্গে মিলিত হয়ে রিও ডিলা প্লাটা নাম ধারণ করে পূর্বদিকে প্রবাহিত হয়ে আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স ইয়ার্স এর সন্নিকটে আটলান্টিক মহাসাগরে পড়েছে।
জলবায়ুঃ 
       পম্পাস অঞ্চলের জলবায়ু নাতিশীতোষ্ণ প্রকৃতির। তবে সমুদ্রের সন্নিকটে অবস্থিত বলে জলবায়ু মোটামুটি সমভাবাপন্ন।। এখানকার বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ ৭৫ সেন্টিমিটার। 
কৃষিকাজঃ 
         এই অঞ্চলের মৃত্তিকা খুবই উর্বর। এখানে সারা বছরই কৃষি কাজের উপযোগী উষ্ণতা ও বৃষ্টিপাত হয়। এছাড়া এই অঞ্চলে ভূমির অল্প নিচেই ভৌম জল স্তর থাকার কারণে চাষ আবাদের বিশেষ সুবিধা হয়। এখানে প্রচুর পরিমাণে গম জব ভুট্টা পিসি ইত্যাদি জন্মায়। প্রচুর পরিমাণে গম জন্মানোর জন্য এই অঞ্চলকে দক্ষিণ আমেরিকার রুটির ঝুড়ি বলে। 

প্রশ্নঃ আমাজন নদী মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন ?

উঃ আমাজন নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি না হওয়ার কারণ গুলি হল-
প্রবল জনস্রোতঃ 
           আমাজন নদীর অববাহিকার আয়তন ও জলপ্রবাহের পরিমাণ অনুসারে ইহা পৃথিবীর বৃহত্তম নদী এই নদীর মোহনায় প্রায় ২৪০ কিলোমিটার বিস্তৃত। এই নদীটিতে প্রবল জলশ্রুত রয়েছে। তাই প্রচুর পরিমাণ জল আমাজন নদী দিয়ে প্রবাহিত হয়ে আটলান্টিক মহাসাগরে মিশেছে। ফলে মোহনায় কোন পলি জমতে পারে না। 
ভূমির ঢালঃ 
           আমাজন নদী অববাহিকা সমুদ্রের দিকে যথেষ্ট ঢালু ।তাই প্রবল বেগে জল আটলান্টিক মহাসাগরে গিয়ে পড়ে। নদী মোহনা খুব প্রশস্ত হওয়ায় সমুদ্র থেকে জোয়ারের জল নদীতে অবাধে প্রবেশ করতে পারে। তাই এই নদীর মোহনায় পলি জমে না।
সমুদ্র স্রোতঃ 
            নদীর মোহনা অঞ্চলে সমুদ্রস্রোত খুব বেশি শক্তিশালী হওয়ায় নদীর যে পরিমাণ পরিবহন করে নিয়ে আসে সমুদ্রস্রোত সেই পুলিশ হারিয়ে নিয়ে যায়। 
        এসব কারণে আমাজন নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি। 

প্রশ্নঃ দক্ষিণ আমেরিকার ভূ প্রকৃতিকে কয়টি অঞ্চলে ভাগ করা যায় ? যে কোন একটি ভাগের বর্ণনা দাও। 

উঃ ভূ প্রাকৃতিক গঠনের বৈচিত্র অনুসারে দক্ষিণ আমেরিকা মহাদেশ কে প্রধানত চারটি ভাগে ভাগ করা যায়। যথা - 
ক) পশ্চিমের পার্বত্য অঞ্চল 
খ) পশ্চিমের সংকীর্ণ উপকূলীয় অঞ্চল 
গ) পূর্বের উচ্চভূমি অঞ্চল 
ঘ) মধ্যভাগের বিশাল সমভূমি অঞ্চল 

ক) পশ্চিমের পার্বত্য অঞ্চলঃ 

                  পশ্চিমের পার্বত্য অঞ্চলটি দক্ষিণ আমেরিকা মহাদেশের পশ্চিমে প্রধানত আন্দিজ পর্বতমালা নিয়ে গঠিত। আন্দিজ হল পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা। এর সর্বোচ্চ শৃঙ্গ হল অ্যাকোনকাগুয়া। আন্দিত পর্বতমালার বেশ কিছু জায়গায় পর্বত বেষ্টিত মালভূমি আছে। যেমন বলিভিয়া ইকুয়েডর টিটিকাকা মালভূমি ইত্যাদি। টিটি কাকা হল উচ্চতম মালভূমি। এই মালভূমিতেই অবস্থিত টিটিকাকা হ্রদ হল পৃথিবীর উচ্চতম হ্রদ। 

খ) পশ্চিমের সংকীর্ণ উপকূলীয় অঞ্চলঃ 

                             এই অঞ্চলটি দক্ষিণ আমেরিকা মহাদেশের পশ্চিমে প্রশান্ত মহাসাগর উপকূল এবং আন্দিজ পর্বতমালার মাঝে অবস্থিত। এর মধ্যভাগে প্রায় ১১ হাজার কিমি দীর্ঘ আটাকামা মরুভূমি অবস্থিত। ইহা পৃথিবীর অন্যতম শুষ্ক ও খরা প্রবণ অঞ্চল। 

গ) পূর্বের উচ্চভূমি অঞ্চলঃ 

                    দক্ষিণ আমেরিকার পূর্ব দিকে দুটি উচ্চভূমি অঞ্চল অবস্থিত। এই উচ্চভূমি দুটি বহু প্রাচীন ভূখণ্ডের অংশবিশেষ। এই উচ্চভূমি দুটি আমাজন নদী দ্বারা বিভক্ত হয়েছে। একটি হল আমাজন নদীর উত্তর দিকে গায়ানা উচ্চভূমি এবং অপরটি হল আমাজন নদীর দক্ষিণে অবস্থিত ব্রাজিল উচ্চভূমি। এই উচ্চভূমির দক্ষিণ-পূর্ব প্রান্তে আটলান্টিক মহাসাগরের তীরে অবস্থিত পিকো ডো বানডাইরা হলো এর সর্বোচ্চ শৃঙ্গ। ব্রাজিল উচ্চভূমি ও আন্দিজ পর্বতের মাঝে নাটক গ্রাসও মালভূমি অবস্থিত। 

ঘ) মধ্যভাগের বিশাল সমভূমি অঞ্চলঃ 

                            পশ্চিমের পার্বত্য অঞ্চল এবং পূর্বের উচ্চভূমির মাঝে এই বিশাল সমভূমি অঞ্চলটি অবস্থিত। পরিনত আমাজন ও লা প্লাটা নদীর সম্মিলিত অববাহিকায় হল এই সমভূমি অঞ্চল। এই সমভূমি অঞ্চল বিভিন্ন নদী অববাহিকায় বিভিন্ন নামে পরিচিত। ক) অরিনোকো নদী অববাহিকায় ইহা ল্যানস সমভূমি ,খ) আমাজন নদী অববাহিকায় সেলভা সমভূমি গ) পারানা,প্যারাগুয়ে নদীর অববাহিকায় গ্রানচাকো সমভূমি এবং ঘ) লা-প্লাটা নদীর অববাহিকায় পম্পাস সমভূমি নামে পরিচিত। এই অঞ্চলেই পৃথিবীর বৃহত্তম চিরহরিৎ অরণ্যের সৃষ্টি হয়েছে এর নাম সেলভা অরণ্য।


অষ্টম শ্রেণি ভূগোল (class 8) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন(second summative evaluation) দক্ষিণ আমেরিকা(South America) অষ্টম শ্রেণি দক্ষিণ আমেরিকা মহাদেশের প্রশ্ন ও উত্তর (South America chapter important question answer class 8)দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সাজেশন(class 8 geography suggestion for 2nd summative exam) অষ্টম শ্রেণীর সাজেশন দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন class 8 seconds summative exam question answer South America question answer class 8 geography solution
অষ্টম শ্রেণি ভূগোল (class 8) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন(second summative evaluation) দক্ষিণ আমেরিকা(South America) অষ্টম শ্রেণি দক্ষিণ আমেরিকা মহাদেশের প্রশ্ন ও উত্তর (South America chapter important question answer class 8)দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সাজেশন(class 8 geography suggestion for 2nd summative exam) অষ্টম শ্রেণীর সাজেশন দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন class 8 seconds summative exam question answer South America question answer class 8 geography solutionভূগোল (class 8) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন(second summative evaluation) দক্ষিণ আমেরিকা(South America) অষ্টম শ্রেণি দক্ষিণ আমেরিকা মহাদেশের প্রশ্ন ও উত্তর (South America chapter important question answer class 8)দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সাজেশন(class 8 geography suggestion for 2nd summative exam) অষ্টম শ্রেণীর সাজেশন দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন class 8 seconds summative exam question answer South America question answer class 8 geography solution
অষ্টম শ্রেণি ভূগোল (class 8) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন(second summative evaluation) দক্ষিণ আমেরিকা(South America) অষ্টম শ্রেণি দক্ষিণ আমেরিকা মহাদেশের প্রশ্ন ও উত্তর (South America chapter important question answer class 8)দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সাজেশন(class 8 geography suggestion for 2nd summative exam) অষ্টম শ্রেণীর সাজেশন দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন class 8 seconds summative exam question answer South America question answer class 8 geography solutionঅষ্টম শ্রেণি ভূগোল (class 8) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন(second summative evaluation) দক্ষিণ আমেরিকা(South America) অষ্টম শ্রেণি দক্ষিণ আমেরিকা মহাদেশের প্রশ্ন ও উত্তর (South America chapter important question answer class 8.

Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)