দুর্বাসসঃ শাপঃ সংস্কৃত নাটক দ্বাদশ শ্রেণী
West Bengal Board of Higher Secondary Council education নির্ধারিত দ্বাদশ শ্রেণীর সংস্কৃত পাঠ্য" দূর্বাসসঃ শাপঃ" নাটক থেকে গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর আলোচনা এখানে করা হলো।
১) শকুন্তলা কে ? শকুন্তলার দুই সখীর নাম উল্লেখ কর।
উঃ শকুন্তলা হলেন মহর্ষি কণ্বের পালিতা কন্যা। শকুন্তলা প্রকৃতপক্ষে মহর্ষি বিশ্বামিত্র ও মেনোকার কন্যা । তার দুই সখি হলেন অনসূয়া ও প্রিয়ংবদা।
২) শকুন্তলার কার সঙ্গে কোন মতে বিবাহ হয়েছিল ?
উঃ হস্তিনাপুরের রাজা দুষ্যন্তের সঙ্গে শকুন্তলার গান্ধর্ব মতে বিবাহ হয়েছিল।
৩) অনসূয়া কে ?
উঃ শকুন্তলার দুই প্রিয় সখীর মধ্যে অন্যতমা।
৪) প্রিয়ংবদার কেন দুষান্ত সম্পর্কে কোন সংশয় ছিল না ?
উঃ দুষ্যন্তের মত বিশেষ সুন্দর আকৃতির মানুষের দোষ থাকে না বলে দুষ্যন্ত সম্পর্কে প্রিয়ংবদার কোন সংশয় ছিল না।
৫) প্রিয়ংবদা কোন কারণে শঙ্কিতা ছিলেন ?
উঃ শকুন্তলার গান্ধর্ব বিবাহ শুনে তাত কণ্ব কি করবেন এই ভেবে প্রিয়ংবদা শঙ্কিতা ছিলেন।
৬) শকুন্তলার দুই সখী অত ফুল তুলছিল কেন ?
উঃ তাদের নিত্য পূজা ছাড়াও সেদিন শকুন্তলার সৌভাগ্য দেবতার পূজার ব্যাপার থাকায় বেশি ফুল তুলছিল।
৭) অনসূয়া ফুল তোলার সময় কি শুনতে পেয়েছিল ?
উঃ কুটিরের দিকে এক অতিথির কণ্ঠস্বর শুনতে পেয়েছিলেন। ৮) অতিথি আগমনের সময় কুটিরে কে ছিলেন ?
উঃ শকুন্তলা
৯) কণ্বের আশ্রমে অতিথির রূপে কে এসেছিলেন ?
উঃ ঋষি দুর্বাসা
১০) শকুন্তলা কিভাবে চিত্রার পিতার মতো অবস্থান করেছিল ?
উঃ শকুন্তলা স্বামীর চিন্তায় তন্ময় হয়ে বাম হাতের উপর মুখটি রেখে চিত্রার্পিতার মত বসেছিল।
১১) শকুন্তলাকে কে অভিশাপ দিয়েছিল ?কেন ?
উঃ দুর্বাসা
শকুন্তলা তন্ময় ও তার জন্য দুর্বাসার আগমনের সংবাদ জানতে পারেননি কোনরকম অভ্যর্থনাও করেননি, তাই দুরবাসা রেগে গিয়ে শকুন্তলাকে অভিশাপ দিয়েছিল।
১২) দুর্বাসার এই অভিশাপ দেওয়ার বৃত্তান্তটি কে প্রথম জেনেছিল ?
উঃ প্রিয়ংবদা
১৩) দুর্বাসার অভিশাপ দেওয়ার সংবাদটি কে কাকে শুনিয়েছিল ?
উঃ প্রিয়ংবদা অনসূয়াকে।
১৪) দুর্বাসার ক্রোধ শান্ত করতে কে গিয়েছিল ?
উঃ প্রিয়ংবদা
১৫) প্রকৃতিবক্রঃ স কস্যানুনয়ং প্রতিগৃহ্নাতি - স পদের দ্বারা কাকে বোঝানো হয়েছে ?
উঃ ঋষি দুর্বাসাকে
১৬) প্রিয়ংবদা কুটিরে এসে শকুন্তলাকে কি অবস্থায় দেখেছিলেন ?
উঃ শকুন্তলা বাম হাতের উপর মুখটি রেখে স্বামীর চিন্তায় তনময় হয়ে ছবির মত বসেছিল।
১৭) গান্ধর্ব বিধি কি ?
উঃ এক প্রকার বিবাহ বিধি। যে বিধিতে পুরুষ ও স্ত্রী অনুরাগবশত নিজেদের ইচ্ছায় পারস্পরিক মিলিত হয়।
১৮)
Comments
Post a Comment
Haven't doubt please let me know.