8-class eight school questions
BENGALI, SCHOOL QUESTIONS - 2024
১.১ যাহার লাগি চক্ষু বুজে / বাহিয়ে দিলাম-
ক) দুঃখের সাগর
খ) অগুনদী
গ) অগুসাগর
ঘ) রক্তনদী
১.২ 'চন্দ্রগুপ্ত' নাটকের ঘটানাটি ঘটেছিল-
ক) সকালবেলায়
খ) দুপুর বেলায়
গ) সন্ধ্যাবেলায়
ঘ) রাত্রিবেলায়
১.৩ বিদ্যালয় শব্দটিতে মোট দলের সংখ্যা কয়টি
ক) ২ টি খ) ৩ টি গ) ৪ টি ঘ) ১টি
১.৪ করিয়া > কইর্যা করে এখানে যে নিয়মে ধ্বনি পরিবর্তন ঘটেছে তা হল।
ক) অপিনিহিতি
খ) অভিশ্রুতি
গ) সমীভবন
ঘ) স্বরসংগতি
অথবা, জানালা > জানলা হয়েছে ধ্বনি পরিবর্তনের যে নিয়মে।
ক) অভিশ্রুতি
খ) প্রগত সমীভবন
গ) পরাগত স্বরসংগতি
ঘ) মধ্য স্বরলোপ
২।একটি বাক্যে উত্তর দাও: যে কোন সাতটি
২.১ 'তোতাই' অ, আ, ক খ পড়বেনা কেন?
২.২ তাহা হইলে আমাদের উভয়ের প্রানরক্ষার সম্ভবনা' প্রান রক্ষার কোন উপায় বক্তা বলেছেন?
২.৩ সমাধান- শব্দটির দল বিশ্লেষণ করো।
২.৪ 'স্বরসংগতি' কাকে বলে?
২.৫ প্রবাদটির সার্থক ভাবে বাক্যে প্রয়োগ করো-
ক) অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট।
অথবা, এক হাতে তালি বাজেনা।
২.৬ গ্রামের বাইরে নদীর ধারের মাঠটি কী নামে পরিচিত?
২.৭ খাওয়াদাওয়ার পর অপু দুপুর বেলা কী করত?
অথবা, হরিহর হীরে পরীক্ষা করতে কোথায় গিয়েছিল?
৩ নীচের যে কোন দুটি উত্তর দাও:
৩.১ 'ময়ূর মাছে পন্যে' এই কথার অন্তর্নিহিত অর্থলেখ।
৩.২ 'হয়তো ভাবে' চড়ুই পাখি কী ভাবে বলে কবি মনে করেন?
৩.৩ সেইটি সবার চেয়ে শ্রেয় - কোনটি সবার চেয়ে শ্রেয়?
নীচের যে কোন ২টি প্রশ্নের উত্তর দাও:
৪.১ মাছের কালিয়ার তিনটে বেজে গেল "মাছের কালিয়া" সম্পর্কে এরকম বলার কারণ কী?
৪.২ রাজনারায়ণ বসুকে 'লেখাপত্রে' লেখক মধুসূদন দত্ত তার প্রিয় বন্ধুটির কাছে কোন আবেদন জানিয়েছেন?
৫) যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও।
১.১ ঝড়ের রাতে দূর্গা ও অপুর আম কুড়ানোর ঘটনা সম্পর্কে যা জানো লেখো।
৫.২ অপুর পাঠশালার বর্ণনা দাও।
Comments
Post a Comment
Haven't doubt please let me know.