সবুজ জামা কবিতার প্রশ্ন ও উত্তর অষ্টম শ্রেণি
সবুজ জামা
বীরেন্দ্র চট্টোপাধ্যায়
ক) নিচের প্রশ্নগুলির উত্তর দাও
১) তোতাই বাবুর সবুজ জামা চাই কেন ?
উঃ তোতাই বাবু গাছের মতো সবুজ ও প্রাণবন্ত হয়ে উঠতে চায়। তাই তোতাই বাবুর সবুজ জামা চাই।
২) সবুজ গাছেরা কোন পতঙ্গ পছন্দ করে ?
উঃ সবুজ গাছেরা প্রজাপতি পছন্দ করে ।
৩) সবুজ জামা আসলে কি ?
উঃ গাছের সবুজ জামা বলতে সবুজ পাতাকে বোঝানো হয়েছে। পাতা যেমন তাদের জীবন ধারণের সাহায্য করে তেমনি তোতাই বাবুর সবুজ জামা তার প্রাণশক্তির প্রতীক হয়ে উঠবে।
৪)" এক পায়ে দাঁড়িয়ে থাকা তো খেলা"- এখানে কোন খেলার কথা বলা হয়েছে ?
উঃ এখানে গাছেদের এক পায়ে দাঁড়িয়ে থাকার সঙ্গে শিশুদের এক পায়ে ছুটে ছুটে এক রকমের খেলার কথা বলা হয়েছে।
৫) তোতাই সবুজ জামা পরলে কি কি ঘটনা ঘটবে ?
উঃ তোতাই সবুজ জামা পরলে তার গায়ে প্রজাপতি এসে বসবে। আর তার কোলে ঝড়ে পড়বে একটা দুটো তিনটে লাল নীল ফুল।
আ) নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখ
১) সবুজ জামা কবিতায় তোতাইয়ের সবুজ জামা চাওয়ার মাধ্যমে কবি কি বলতে চাইছেন তা নিজের ভাষায় লেখ।
উঃ আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় "সবুজ জামা" কবিতায় একটি ছোট্ট শিশু তোতাই নামক চরিত্রের সৃষ্টি করেছেন। তোতাইয়ের সবুজ জামা চাওয়ার মাধ্যমে কবি যন্ত্রসভ্যতার যুগে শিশু ও প্রকৃতির মধ্যে এক চমৎকার বন্ধন তৈরি করতে চেয়েছেন।
তোতাই বাবু হল এক নতুন যুগের প্রতিনিধি। সে সবুজ জামা গায়ে দিয়ে গাছের মতোই প্রাণবন্ত ও সৃজনশীল হয়ে উঠতে চায়। আসলে কবি বলতে চেয়েছেন, বর্তমান পুঁথিগত শিক্ষা ছেড়ে আগামী প্রজন্ম বেড়ে উঠুক প্রকৃতির মাঝে, প্রকৃতির নিজস্ব নিয়মে। কৃত্রিমতার মুখোশ খুলে তাদের চারপাশে পৃথিবীর সঙ্গে সহজ সরল সম্পর্ক গড়ে উঠুক।
২) তোতাই অ আ ক খ পড়বে না কেন ?
উঃ তোতাই গাছের মতো সবুজ জামা পরে প্রকৃতির মাঝে থাকতে চায় তাই সে অ আ ক খ পড়বেনা।
২) তার নিজের"- কোন জিনিসকে তার নিজের বলা হয়েছে ?
উঃ আলোচ্য অংশে তার নিজের বলতে তোতাইয়ের কোলে টুপ করে ঝরে পড়া একটা দুটো তিনটে লাল নীল ফুলকে বোঝানো হয়েছে।
৩) তোতাই সবুজ জামা পরলে কিভাবে তার জীবন বদলে যাবে ?
উঃ তোতাই নামক শিশুটি সবুজ জামা পড়তে চায় সবুজ জামা পেলে সে আর স্কুলে যাবে না, অ আ ক খ শিখবে না। সবুজ জামা পরলে সে গাছেদের মতই এক পায়ে দাঁড়িয়ে থাকবে।আর তখন তার গায়ে প্রজাপতি এসে বসবে। আর তার কোলের উপর ঝরে পড়বে একটা দুটো তিনটে লাল নীল ফুল ,যা সম্পূর্ণভাবে তার নিজের হবে।
Comments
Post a Comment
Haven't doubt please let me know.