তিন পাহাড়ের কোলে -শক্তি চট্টোপাধ্যায় central board of secondary school poem tin paharer kole
তিন পাহাড়ের কোলে
শক্তি চট্টোপাধ্যায়
প্রশ্নঃ তিন পাহাড়ে ট্রেনের থেকে নেমে - a) কোন কবিতায় কে লিখেছেন ? b) তিন পাহাড়ে ট্রেনের থেকে নেমে অন্ধকারে তারা কি দেখলেন ? 2 + 3 = 5
উঃ a) আলোচ্য অংশটি আধুনিক কবি শক্তি চট্টোপাধ্যায় তার "তিন পাহাড়ের কোলে" কবিতায় লিখেছেন।
b) বিশুদ্ধ তাজা বাতাসের জন্য তিনজন শহরবাসী পাহাড়ের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। সেখানে যখন তারা পৌঁছালেন তখন অন্ধকার হয়ে এসেছে। সেই অন্ধকারময় পরিবেশে পৌঁছে তারা ফ্রেমে আঁটা ফটোর মতো সেই আলো আঁধারি দৃশ্য দেখে অভিভূত হয়েছিলেন। সেই স্টেশনে কোন জনমানব ছিল না। কেবল মাথার উপরে খোলা আকাশ তারায় পরিপূর্ণ। প্রকৃতি যেন তার সৌন্দর্যকে উজার করে দিয়েছিল। পাহাড়ি বনভূমির সৌন্দর্য তাদের মনের মধ্যে গভীরভাবে রেখাপাত করেছিল।
প্রশ্নঃ "এমন একটি দেশে আসলে সক্কলে পথ হারায়"- a) কার লেখা কোন কবিতার অংশ ? b) কবি কেমন দেশের কল্পনা করেছেন? পথ হারানো কথার অর্থ কি বোঝো ?
উঃ a) আলোচ্য অংশটি আধুনিক কবি শক্তি চট্টোপাধ্যায় রচিত "তিন পাহাড়ের কোলে" কবিতার অংশ।
b) কবি এমন একটি দেশের কল্পনা করেছেন, যেদেশে সুদূর অতীতকে ভুলে থাকা যায়। সেখানে বিরাজ করে কেবল অনন্ত সৌন্দর্য প্রীতি। ঝরনা, টিলা, পাথুরে বনভূমির মধ্যে শহরে রাস্তা নেই । পাহাড়ি উঁচু-নিচু পথ, গাড়ি ঘোড়ার উৎপাত নেই। সেখানে নির্জন নিরালা পথে পথিক আপন মনে হেঁটে চলে। মনের ভূমিতে পাহাড়ি বনভূমি সৌন্দর্য রেখাপাত করে। সেখানে কেবল বিরাজ করে সবুজ দিয়ে ঘেরা গ্রাম।
পথ হারানো কথার অর্থ হলো সৌন্দর্যে অভিভূত হওয়া। তিন পাহাড়ে কোলে উপস্থিত হয়ে তারা সৌন্দর্যের আকৃষ্ট হয়ে আনন্দের সাথে কথাটি বলে উঠেছেন।
প্রশ্নঃ "সহজ করে বাঁচা কি আর খাঁচাতে সম্ভব?"- a) কোন কবিতার অংশ ? কবি কে ? b) খাঁচা শব্দের অর্থ কি ? কেন সেখানে সহজ করে বাঁচা সম্ভব নয় ?
উঃ a)"তিন পাহাড়ের কোলে" কবিতার অংশ, কবি হলেন শক্তি চট্টোপাধ্যায়।
b) খাঁচা হল কাঠের বা লোহার তৈরি বন্ধ ঘর বিশেষ। মুক্ত পরিবেশে,মুক্ত প্রাণের উল্লাসে বিচরন করাই হল জীবন। সেই পরিবেশেই জীবনধারণ করা সম্ভব।কারণ প্রকৃতির খোলা পরিবেশ থেকে তার রূপ,রস,গন্ধ ও স্পর্শেই জীবন বিকশিত হয়।আর বন্ধ খাঁচায় আবদ্ধ থাকার অপর নাম মৃত্যু।সেখানে জীবনের পর্যায়গুলি পূর্ণতা পায় না।প্রকৃতির মুক্ত পরিবেশে না থেকে জীবন রুদ্ধ হয়ে যায়। তাই সেখানে বাঁচা সম্ভব নয়।
Comments
Post a Comment
Haven't doubt please let me know.