সংবাদপত্রের সম্পাদককে পত্র লেখার নিয়ম।

** সংবাদপত্রের সম্পাদককে পত্র লেখার নিয়ম **

(সংবাদপত্রের সম্পাদকের কাছে চিঠি লেখার ক্ষেত্রে যে সকল নিয়মগুলি প্রয়োজন সেগুলি এখানে আলোচনা করা হলো।)

একটি মাত্র পত্ররচনা করে একাধিক পত্র কিভাবে রচনা করা যায় সে বিষয়ে এই ভিডিও ।

___________________________________________________

[সম্পাদক সমীপেষু,

সমাচার সারাদিন,

২১, আচার্য প্রফুল্লচন্দ্র রোড

কলকাতা: ৭০০০০৯

বিষয় : [ প্রশ্নে যার সম্পর্কে পত্র লিখতে দেবে প্রশ্ন দেখেই বিষয়টি লিখবে ]

সবিনয় নিবেদন, ]

                       ___________________________________________________________________________________________________________________________________ ______________________________________________________________[একারণে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে আপনার বহুল প্রচারিত সংবাদপত্রের মাধ্যমে আমি বিষয়টি সম্পর্কে অবহিত করতে চাইছি। তারা যদি অনুগ্রহ করে এ বিষয়ে সত্বর পদক্ষেপ গ্রহণ করেন, তাহলে ভালো হয়।

               আশা করি এই বিষয়টির গুরুত্ব বিবেচনা করে আমার পত্র মার্জনা করে বাধিত করবেন। 

ঠিকানা:                                          নমস্কারান্তে 

                                              নাম: ]


১) হাসপাতালের সামনে জোরে মাইক বাজানো অপরাধ। এবিষয়ে সচেতনতা গড়ে তুলতে সংবাদপত্রে চিঠি লেখ।
২) বন্যা প্রকোপের গ্রামের বহু কৃষি জমি নদীর গাছে হারিয়ে যাচ্ছে- নদীর পাড়গুলির স্থায়ী রক্ষণাবেক্ষণ প্রয়োজন। এবিষয়ে সংবাদপত্রের সম্পাদকের কাছে একটি পত্র লেখ।
৩) গ্রামীন বিদ্যালয়গুলিতে কম্পিউটার শিক্ষা কেন্দ্র গড়ে তোলার আশু প্রয়োজনীয়তার কথা জানিয়ে বহুল প্রচারিত দৈনিকে একটি চিঠি প্রেরণ কর।
৪) জীর্ণ সেতু রক্ষণাবেক্ষণের প্রয়োজনের কথা জানিয়ে সংবাদপত্রের সম্পাদকের কাছে একটি পত্র রচনা কর।







,


.

Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)