পরাগযোগ কাকে বলে ? পরাগযোগ কয় প্রকার ও কি কি ? প্রত্যেক ভাগের সংজ্ঞাসহ উদাহরণ লেখ। স্বপরাগযোগ ও ইতর পরাগযোগ এর মধ্যে পার্থক্য লেখ

 1) পরাগযোগ কাকে বলে ? পরাগযোগ কয় প্রকার ও কি কি ? প্রত্যেক ভাগের সংজ্ঞাসহ উদাহরণ লেখ। স্বপরাগযোগ ও ইতর পরাগযোগ এর মধ্যে পার্থক্য লেখ

উঃ পরাগযোগঃ ফুলের পরাগধানী থেকে পরাগরেণু একই ফুলের বা একই গাছের অন্য ফুলে বা একই প্রজাতি ভুক্ত অন্য গাছের ফুলের গর্ভ মুন্ডে স্থানান্তরকে পরাগযোগ বা পলিনেশন বলে।

প্রকারভেদঃ পরাগযোগ দুই প্রকারের - ক) স্বপরাগযোগ এবং ইতর পরাগযোগ।

স্বপরাগযোগঃ যখন কোন ফুলের পরাগরেণু সেই ফুলের বা সেই গাছের অন্য ফুলের গর্ভমুন্ডের ওপর পড়ে তখন তাকে স্বপরাগযোগ বলে। 

উদাহরণঃ সাধারণত উভয়ের লিঙ্গ ফুলে সব পরাগ যোগ দেখা যায়। সিম, টমেটো, সন্ধ্যামালতি ইত্যাদি।

ইতর পরাগযোগঃ যখন কোন ফুলের পরাগ ঋণ ও একই প্রজাতির অন্য কোন গাছের ফুলের গর্ভ মন দিয়ে পড়ে তখন তাকে ইতর পরাগযোগ বলে।

উদাহরণঃ সাধারণত এক লিঙ্গ ফুলে ইতর পরাগ যোগ ঘটে যেমন - তাল, পেঁপে ,লাউ ইত্যাদি। 

পার্থক্যঃ ১) স্বপরাগযোগে কোন বাহকের প্রয়োজন হয় না। কিন্তু ইতর পরাগযোগে বাহকের প্রয়োজন হয়।

২) উভলিঙ্গ ফুলে স্বপরাগযোগ ঘটে কিন্তু একলিঙ্গ ফুলে ইতর পরাগযোগ ঘটে।

৩) স্বপরাগযোগে নতুন বৈশিষ্ট্য যুক্ত উদ্ভিদ উৎপন্ন হয় না কিন্তু ইতর পরাগযোগে ফলে প্রজাতির বিশুদ্ধতা নষ্ট হয়।

Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)