বাংলা গানের ধারা

   বাংলা গানের ধারা 

১) মানুষের আদিমতম শিল্পের নাম কি ?

উঃ সংগীত

২) চর্যাচর্য গানের মোট সংখ্যা কয়টি ?

উঃ ৫১ টি

৩) আদি মধ্যযুগের বাংলা ভাষার সাহিত্যিক নিদর্শন কোনটি ? 

উঃ শ্রীকৃষ্ণকীর্তন 

৪) পাণ্ডব পাঞ্চালিকা কাব্যের রচয়িতা কে ?

উঃ কবীন্দ্র পরমেশ্বর দাস 

৫) বৈষ্ণব পদাবলীকে ভিত্তি করে গড়ে উঠেছে কোন গান ? 

উঃ কীর্তন

৬) কীর্তন গানের অঙ্গ কয়টি ও কি কি ?

উঃ পাঁচটি- কথা,দোঁহা,আখর,তুক ও ছুট 

৭) শাক্ত সংগীতের প্রথম ও প্রধান কবি কে ?

উঃ রামপ্রসাদ সেন 

৮) বাংলায় টপ্পা গানের প্রচলন করেন কে ?

উঃ নিধু বাবু

৯) কালিদাস চট্টোপাধ্যায় অপর কি নামে পরিচিত ?

উঃ কালী মির্জা 

১০) দাশরথী রায় কোন গানের সাথে যুক্ত ?

উঃ পাঁচালি

১১) যাত্রাগানে যাত্রা শব্দের অর্থ কি ?

উঃ গমন

১২) নিধুবাবুর প্রকৃত নাম কি ?

উঃ রামনিধি গুপ্ত 

১৩) নিধুবাবু ও কালীমির্জার সমসাময়িক ছিলেন কে ?

উঃ রঘুনাথ রায়

১৪) বাংলায় ধ্রুপদ রচনা করেন কে ?

উঃ রামশংকর ভট্টাচার্য 

১৫) ঠুংরি গানের প্রবর্তক কে ?

উঃ ওয়াজেদ আলী শাহ

১৬) বেগম আখতার কিসের সাথে যুক্ত? 

উঃ ঠুংরি গানের সাথে

১৭) ঢপ কীর্তনে ঢপ শব্দের অর্থ কি ?

উঃ সৌষ্ঠব সম্পন্ন

১৮) আকারমাত্রিক স্বরলিপির প্রবর্তন করেন কে ?

উঃ দ্বিজেন্দ্রনাথ ও জ্যোতিন্দ্রনাথ

১৯) Auld Lang syne গানের বাংলা গানটি কী ? 

উঃ পুরোনো সেই দিনের কথা 

২০) ক্যালকাটা ইয়ুথ কয়্যার এর যাত্রা শুরু হয় কার নেতৃত্বে?

উঃ রমা গুহঠাকুরতা 

২১) মান্না দে প্রকৃত নাম কি ?

উঃ প্রবোধচন্দ্র দে 

২২) কিশোর কুমারের প্রকৃত নাম কি ?

উঃ আভাসকুমার গঙ্গোপাধ্যায় 

২৩)  পথের পাঁচালী সিনেমায় সংগীত পরিচালনা করছেন কে ? 

উঃ পন্ডিত রবিশঙ্কর

২৪) পথের পাঁচালী সিনেমার সংগীত নির্দেশক কে ?

উঃ বিলায়েৎ খাঁ

২৫) মহীনের ঘোড়াগুলি র আত্মপ্রকাশ ঘটে কবে ? 

উঃ ১৯৭৬ সালে

২৬) প্রথম বাংলা ব্যান্ডের নাম কি ?

উঃ মহীনের ঘোড়াগুলি

২৭) ভাওয়াইয়া গান কোথায় প্রচলিত ?

উঃ উত্তরবঙ্গে 

২৮) জারি শব্দের অর্থ কী ?

উঃ ক্রন্দন

২৯) একজন শ্রেষ্ঠ বাউল সাধকের নাম লেখ।

উঃ লালন ফকির

৩০) বাংলা গজল রচনার পথিকৃৎ কে ?

উঃ অতুলপ্রসাদ সেন


Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)