Teachers day paragraph sanskrit

     ১) শিক্ষকদিবসঃ

অনুচ্ছেদ রচনাঃ


শিক্ষকদিবসঃ শিক্ষকাণাম্ ছাত্রানাম্ চ একঃ গুরুত্বপূর্ণঃ দিবসঃ। অয়ং দিবসপালনং ছাত্রাণাম্ অবশ্যমেব কর্তব্যম্।সেপ্টেম্বরমাসস্য পঞ্চমদিবসঃ এব শিক্ষকদিবসঃ। অস্মিনদিবসে ভারতবর্ষস্য প্রাক্তনঃ রাষ্ট্রপতিঃ সর্বপল্লি রাধাকৃষ্ণান্ অজায়ৎ। তস্য জন্মদিবসঃ শিক্ষকদিবসঃ ইতি মান্যতে। স এব জগৎবিখ্যাতঃ শিক্ষকঃ আসীৎ । অস্মিন্ দিবসে ভারতবাসিনঃ তস্মৈ শ্রদ্ধাং জ্ঞাপয়তি। অস্মাকমৃ বিদ্যালয়ে অয়ং দিবসঃ সাড়ম্বরে উদযাপিতঃ ভবতি। শ্রদ্ধাবান্ লভতে জ্ঞানম্" ইতি গীতিবাক্যং অস্য দিবসস্য গভীরব্যঞ্জনাং  সূচয়তি ।

বঙ্গানুবাদ -- 


        শিক্ষক দিবস হল শিক্ষক ও ছাত্রদের একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনটি পালন করা ছাত্রদের অবশ্যই কর্তব্য। ৫ই সেপ্টেম্বর শিক্ষক দিবস। ওই দিন‌ ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি সর্বপল্লি রাধাকৃষ্ণান্ জন্মগ্রহণ করেছিলেন।তার জন্মদিনকে শিক্ষক দিবস মনে করা হয়। তিনি ছিলেন জগৎবিখ্যাত শিক্ষক। ওইদিন ভারতবাসীরা তাকে শ্রদ্ধাজ্ঞাপন করে। আমাদের বিদ্যালয়ে এই দিনটি সাড়ম্বরে উদযাপিত হয়।শ্রদ্ধাবান জ্ঞানলাভ করে এই গীতিবাক্য এই দিনটির গভীর ব্যঞ্জনা সূচনা করে।

Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)