History suggestions class nine short question
দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর পাঠ্যাংশ থেকে অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া হলো।
নবম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়
ক) নিচের প্রশ্নগুলি উত্তর পূর্ণ বাক্যে দাও।
প্রতিটি প্রশ্নের মান - ১
১) তৃতীয় বিশ্ব কথাটি কে প্রথম ব্যবহার করেন ?
উঃ ফ্রাঞ্জ ক্যানন
২) ডি. ডে কবে পালিত হয়?
উঃ ১৯৪৪ সালে ৬ জুন মিত্রশক্তি কর্তৃক
৩) ধর্মতন্ত্রের অস্ত্রাগার বলে কাকে ?
উঃ মার্কিন যুক্তরাষ্ট্র
৪) ইঙ্গ ফরাসি তোষণ নীতির রূপকার কে ?
উঃ ব্রিটিশ প্রধানমন্ত্রী স্ট্যানলি বোল্ডউইন
৫) রুশ জার্মান অনাক্রমণ চুক্তি কবে স্বাক্ষরিত হয় ?
উঃ ১৯৩৯ খ্রিঃ
৬) V. E. Day ( Victory in Europe Day ) কবে পালিত হয় ?
উঃ ১৯৪৫ সালে ৮ মে
৭) দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে যে এ্যাটম বোমা নিক্ষেপ করা হয়েছিল তার নাম কি ?
উঃ লিটলবয়, ফ্যাটম্যান
৮) ফরাসি বিপ্লবের আদর্শ কি ?
উঃ সাম্য, মৈত্রী ও স্বাধীনতা
৯) হেরেনভক তত্ত্বের প্রবর্তক কে ?
উঃ হিটলার
১০) এশিয়ার প্রথম নোবেলজয়ী কবির নাম কি ?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর
১১) লোকার্নো চুক্তি কবে স্বাক্ষরিত হয় ?
উঃ ১৯২৫ খ্রিঃ
১২) মিউনিখ চুক্তি স্বাক্ষর হয় কবে ?
উঃ ১৯৩৮ খ্রিঃ
১৩) স্ট্যালিনগ্রাদের যুদ্ধ কবে হয়েছিল?
উঃ ১৯৪২ খ্রিঃ
১৪) আনস্লাস বলতে কী বোঝ ?
উঃ জার্মানির অস্ট্রিয়া অধিগ্রহণ নীতি আনশ্লাস নামে পরিচিত।
১৫) একটি বাল্টিক প্রজাতান্ত্রিক রাষ্ট্রের নাম লেখ।
উঃ
১৬) পার্ল হারবার হত্যাকাণ্ডের প্রতিক্রিয়া কি হয়েছিল ?
উঃ আমেরিকা জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে এ্যাটম বোমা নিক্ষেপ করেছিল।
১৭) জেনেভা প্রোটোকলে কি বলা হয়েছিল ?
উঃ ১৯২৪ খ্রিঃ জেনেভা প্রটোকলে বলা হয়েছিল যে, যুদ্ধক্ষেত্রে রাসায়নিক গ্যাস ও ব্যাকটেরিয়া ব্যবহার করা যাবে না।
১৮) হিটলার ও মুসোলিনি কোন ধরনের জাতীয়তাবাদের বিশ্বাসী ছিলেন?
উঃ উগ্র জাতীয়তাবাদ
ষষ্ঠ অধ্যায় নবম শ্রেণী
খ) নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও।
প্রতিটি প্রশ্নের মান - ২
১) তৃতীয় বিশ্ব কি ?
উঃ অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিকভাবে পিছিয়ে পড়া এশিয়া আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার দেশগুলিকে তৃতীয় বিশ্ব বলে।
২) ক্যাশ এন্ড ক্যারি প্রথা কি ? কোন দেশ এই নীতি নিয়েছিল ?
উঃ "ক্যাশ এন্ড ক্যারি" এর অর্থ অস্ত্র নাও অর্থ দাও। এই কারণে মার্কিন যুক্তরাষ্ট্রকে ধর্মতন্ত্রের অস্ত্রাগার বলে।
আমেরিকা যুক্তরাষ্ট্র এই নীতি নিয়েছিল।
৩) ঠান্ডা লড়াই কবে কাদের মধ্যে হয়েছিল ?
উঃ ১৯৪৫ - ১৯৯০ সাল পর্যন্ত আমেরিকা ও রাশিয়ার মধ্যে ঠান্ডা লড়াই হয়েছিল।
৪) লেন্ডলিজ নীতি কি ?
উঃ আমেরিকা রাশিয়াকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অস্ত্রশস্ত্র দিয়ে সাহায্যের যে নীতি নিয়েছিলেন তার নাম লেন্ডলিজ নীতি।
৫) ইঙ্গ- ফরাসি তোষণ নীতি কি ?
উঃ ১৯৩৬ - ১৯৩৯ খ্রিঃ পর্যন্ত ইংল্যান্ড ও ফ্রান্স জার্মানিকে তোষণ করেছিল। এই তোষণের ফলে হিটলার বিনা বাধায় শক্তি সঞ্চয়ের সুযোগ পেয়েছিল। এই নীতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের মূল কারণ সূচনা করেছিল।
৬) মিত্রশক্তি জোট বলতে কী বোঝো ?
উঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সমগ্র বিশ্ব দুটি শক্তি শিবিরে ভাগ হয়ে গিয়েছিল। তার মধ্যে ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া ও আমেরিকা নিয়ে গঠিত হয়েছিল মিত্রশক্তি জোট।
৭) অপারেশন বারবারোসা কি ?
উঃ ১৯৪১ সালে হিটলারের নেতৃত্বে রাশিয়াতে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে যে সামরিক অভিযান চলেছিল তা অপারেশন বারবারোসা নামে পরিচিত।
৮) পোড়ামাটি নীতি কী ?
উঃ জার্মান ও রুশ সেনাদের মধ্যে উত্তরে বাল্টিক সাগর থেকে দক্ষিনে কৃষ্ণসাগর পর্যন্ত এলাকা জুড়ে যুদ্ধ চলতে থাকে। সেই সময় পর্বে রুশ সেনাবাহিনী জার্মানির সব শস্যাগার ও ঘরবাড়ি পুড়িয়ে দিয়ে প্রচন্ড শীত ও রসদপত্রের অভাবে জার্মানিকে বেকায়দায় ফেলেছিল। ইহা পোড়ামাটি নীতি নামে পরিচিত।
৯) আটলান্টিক চার্টার এ্যাক্ট কি ?
উঃ বিশ্বশান্তি ভঙ্গকারী যে কোন দেশের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার জন্য মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন রুজভেল্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল উত্তর আটলান্টিকের নিউফাউন্ডল্যান্ডের কাছে মার্কিন যুদ্ধজাহাজ আগাথা হ্যারিসন ও ব্রিটিশ জাহাজ প্রিন্স অফ ওয়েলস এর মধ্যে বহু বিষয় নিয়ে আলোচনার পর ১৯৪১ সালে একটি সনদ আইন পাস করেন।ইহা আটলান্টিক চার্টার এ্যাক্ট নামে পরিচিত।
১০) কোন কোন দেশ নিয়ে অক্ষশক্তি জোট গড়ে ওঠে ?
উঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে সমগ্র বিশ্ব দুটি শক্তি শিবিরের বিভক্ত হয়ে পড়েছিল। তাদের মধ্যে ইতালি, জার্মানি ও জাপানকে নিয়ে গড়ে উঠেছিল অক্ষশক্তি জোট।
১১) অর্থনৈতিক মন্দা (১৯২৯-৩১) বলতে কী বোঝো ?
উঃ ১৯২৯ - ৩১ সাল পর্যন্ত অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে বিশ্ব বাণিজ্য ও শিল্পায়ন ভেঙে পড়লে দেশে দেশে চরম বেকারত্ব, দ্রব্যমূল্য বৃদ্ধি পায়। দেশে চরম বিশৃঙ্খল অবস্থায় সৃষ্টি হয়।
১২) হেরেনভক তত্ত্ব কি ?
উঃ হিটলার জার্মান জাতির শ্রেষ্ঠত্ব ও পবিত্রতা ব্যক্ত করতে গিয়ে তার বিখ্যাত হেরেনভক তত্ত্বে বলেছিলেন, একমাত্র জার্মানরাই বিশুদ্ধ আর্য জাতির বংশধর তাই জার্মান জাতি পৃথিবীর সমস্ত জাতির উপর কর্তৃত্ব করবে।
১৩) উন্নত যুদ্ধাস্ত্রের দু একটি উদাহরণ দাও।
উঃ কামানের গোলা, নিউক্লিয়ার টর্পেডো, নিউক্লিয়ার রিঅ্যাক্টর ইত্যাদি।
।।।।।
নবম শ্রেণীর ইতিহাস
পঞ্চম অধ্যায়
প্রতিটি প্রশ্নের মান - ২
১) জারতন্ত্র বলতে কী বোঝো ?
উঃ রাশিয়ায় প্রায় ১০২ বছর ধরে জার বা সম্রাট শাসনকার্য চালাতে গিয়ে নিজেদের মতো করে যে সকল নিজস্ব নিয়ম-নীতি, আইন-কানুন তৈরি করেছিলেন তাকে জারতন্ত্র বলে।
২) ত্রিশক্তি আঁতাত ও ত্রিশক্তি মৈত্রী চুক্তি গঠিত হয় কোন কোন দেশ নিয়ে ?
উঃ জার্মানি, ইতালি ও অস্ট্রেলিয়া নিয়ে গঠিত হয় ত্রিশক্তি মৈত্রী চুক্তি এবং ইংল্যান্ড ফ্রান্স ও রাশিয়া নিয়ে গঠিত হয় ত্রিশক্তি আঁতাত।
৩) দ্বিতীয় আলেকজান্ডার এত স্মরণীয় কেন ?
উঃ ক্রিমিয়ার যুদ্ধে রাশিয়ার পরাজয়ের কারণে দ্বিতীয় আলেকজান্ডার কৃষক আন্দোলনের জন্য ভূমিদাস প্রথা উচ্ছেদ করেন। তার নির্দেশে ১৮৮১ খ্রিস্টাব্দে ভূমিদাস উচ্ছেদ আইন পাশ করে। তাই দ্বিতীয় আলেকজান্ডার এত স্মরণীয় হয়ে আছেন ।
৪) কে কবে বলশেভিক দল প্রতিষ্ঠা করেছিল ?
উঃ ১৮৯৮ খ্রিঃ ইসক্রা বলশেভিক দল প্রতিষ্ঠা করেন।
৫) রুশিকরণ নীতি কি ?
উঃ জার তৃতীয় আলেকজান্ডার রাশিয়ায় বিভিন্ন জাতির পৃথক অস্তিত্ব অস্বীকার করে জোর করে সবার ওপর রুশভাষা, রুশ সংস্কৃতি ও রুশ আইনকানুন চাপিয়ে দেন। ইহা রুশিকরণ নীতি নামে পরিচিত।
৬) লাল ফৌজ কি ?
উঃ লেলিনের তৈরি সেনাবাহিনী অর্থাৎ কমিউনিস্ট সেনাদল লাল ফৌজ নামে পরিচিত।
৭) ভার্সাই সন্ধির শর্তগুলি লেখ।
উঃ ক) আঞ্চলিক পুনর্বিন্যাস খ) অর্থনৈতিক শর্তাবলী ও গ) সামরিক শর্তাবলী।
৮) কবে কাদের মধ্যে ত্রিশক্তি চুক্তি স্বাক্ষরিত হয় ?
উঃ ১৮৮২ খ্রিস্টাব্দে জার্মানি, ইতালি ও অস্ট্রিয়ার মধ্যে ত্রিশক্তি মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয়।
৯) প্রথম বিশ্বযুদ্ধে মিত্র শক্তির জয়লাভের দুটি কারণ লেখ
উঃ ক) জার্মান সেনাবাহিনী আক্রমণাত্মক যুদ্ধে দক্ষ হলেও আত্মরক্ষা মূলক যুদ্ধে ততটা অভ্যস্ত ছিল না।
খ) স্বল্পস্থায়ী যুদ্ধে জার্মানি বেশি সুবিধা করতে পারত কিন্তু বিশ্বযুদ্ধের মত এত দীর্ঘস্থায়ী যুদ্ধ পরিচালনার জন্য যে অস্ত্রশস্ত্র প্রয়োজন তার ব্যবস্থা জার্মানির ছিল না।
গ) জার্মানি ও তার বন্ধু দেশগুলোর মিলিত সৈন্যসংখ্যা থেকে মিত্রশক্তির সৈন্য সংখ্যা অনেক বেশি ছিল।
১০) কে কবে লীগ অফ নেশনস প্রতিষ্ঠা করেছিল ?
উঃ উড্রো উইলসন ১৯১৯ খ্রিঃ
১১) আর্থিক মহামন্দা কি ?
উঃ ১৯২৯ থেকে ৩১ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে আর্থিক মহামন্দার যুগ বলা হয়। এই সময় বিশ্বব্যাপী অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়ে। ধনী দেশগুলি এর শিকার হয়।
১২) স্পেনের গৃহযুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল ?
উঃ প্রজাতান্ত্রিক সরকারের প্রধান ম্যানুয়েল আজানার সঙ্গে ফ্যাসিস্ট নেতা জেনারেল ফ্রাঙ্কোর মধ্যে ১৯৩৬ খ্রিস্টাব্দে।
১৩) কোন গ্রন্থটি নাৎসি বাইবেল নামে পরিচিত ?
উঃ হিটলার রচিত মেইন ক্যাম্প বা আমার সংগ্রাম গ্রন্থটি নাৎসি বাইবেল নামে পরিচিত।
১৪) স্পেনের গৃহযুদ্ধের গুরুত্ব লেখো।
উঃ ১৯৩৯ খ্রিস্টাব্দে ৪ এপ্রিল ফ্রাঙ্কো জয়লাভ করে। স্পেনে একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয় ।
।।।
Comments
Post a Comment
Haven't doubt please let me know.