ছন্দে শুধু কান রাখো অজিত দত্ত
ছন্দে শুধু কান রাখো
অজিত দত্ত
২) নীচের প্রশ্নগুলির উত্তর দাও।
২.১ ছন্দে শুধু কান রাখো' কবিতায় কবি কোন কথায় কান দিতে নিষেধ করেছেন ?
উঃ "ছন্দে শুধু কান রাখো" কবিতায় কবি অজিত দত্ত মন্দ কথার প্রতি কান দিতে নিষেধ করেছেন।
২.২) ছন্দ শোনা যায় নাকো'--কখন ছন্দ শোনা যায়না ?
উঃ কবি অজিত দত্ত বলেছেন দ্বন্দ্ব ভুলে ছন্দের মধ্যে কান না দিলে ছন্দ শোনা যায় না।
২.৩) কেউ লেখেনি আর কোথাও "--- কোন প্রসঙ্গে কবি এ কথাটি বলেছেন ?
উঃ নদীর স্রোতের ছন্দ মনের মাঝে শুনতে পাওয়ার বর্ণনা প্রসঙ্গে কবি আলোচ্য কথাটি বলেছেন।
৩) নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও
৩.১) মনের মাঝে জমবে মজা "-- মনের মাঝে কীভাবে মজা জমে ওঠে ?
উঃ "ছন্দে শুধু কান রাখো" কবিতায় কবি অজিত দত্ত বলেছেন, এই জগতে অবস্থিত সকল বস্তুকে ছন্দসুরের সংকেতে সারা পৃথিবীকে চিনতে পারলে জীবন পদ্যময় হয়ে উঠবে । আর সেই সঙ্গে মনের মাঝে মজা জমে উঠবে।
৩.২) পদ্য লেখা সহজ নয় "-- পদ্য লেখা কখন কঠিন হয়ে ওঠে ?
উঃ কবি অজিত দত্ত "ছন্দে শুধু কান রাখো" কবিতায় বলেছেন মন্দ কথার প্রতি মন না দিয়ে ছন্দের মধ্যে কান রাখতে। কারণ দ্বন্দ্ব ভুলে ছন্দের মধ্যে কান না রাখলে পদ্য লেখা কঠিন হয়ে ওঠে।
৩.৩) চিনবে তারা ভুবনটাকে "--- কীভাবে ভুবনটাকে চেনা সম্ভব হবে ?
উঃ এই পৃথিবীতে সবকিছুই ছন্দের মধ্যে দিয়ে চলে। তাই সকল জিনিসের মধ্যে যারা কান ও মন পেতে সেই ছন্দকে অনুভব করতে পারবে, তারাই এক ছন্দসুরের সংকেতে সকল ভুবনটাকে চিনবে।
৪) নীচের প্রশ্নটির উত্তর নিজের ভাষায় লেখ।
কিচ্ছুটি নয় ছন্দহীন "-- ছন্দে শুধু কান রাখো'কবিতায় কবি সমস্ত কিছুর মধ্যে কীভাবে ছন্দের সন্ধান পেয়েছেন বিশ্লেষন কর ।
উঃ আলোচ্য অংশটি কবি অজিত দত্ত রচিত "ছন্দে শুধু কান রাখো" কবিতা থেকে নেওয়া হয়েছে।
এই জগতের প্রত্যেকটি বস্তুর মধ্যেই ছন্দ বিদ্যমান। কবির বর্ণনায়- ঝড়-বাদল, জ্যোৎস্না, পাখির ডাক, ঝিঁঝিঁর ডাকের মধ্যে তিনি ছন্দকে খুঁজে পেয়েছেন । এছাড়া নদীর স্রোতের ছন্দ, মোটরগাড়ির ছন্দ ,রেলগাড়ি, নৌকা -জাহাজ সবকিছুই ছন্দের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলে। ঘড়ির কাঁটা, দিনরাত্রি সমস্তকিছুই ছন্দে বাঁধা আছে । তাই দ্বন্দ্ব ভুলে পৃথিবীর সকল জিনিসের মধ্যে মন দিলেই বোঝা যাবে কিছুই ছন্দহীন নয়।
Comments
Post a Comment
Haven't doubt please let me know.