Primary tet question Bengali grammar/ banan vul/ভুল সংশোধন
বাক্যগুলি পড়ে ভুল সংশোধন করে পুনরায় লেখ।
১) নেচে মেয়েটি ঘরে ঢুকিল।
উঃ মেয়েটি নেচে ঘরে ঢুকলো।
২) পাকা গাছের আম খেতে সুস্বাদু।
উঃ গাছের পাকা আম খেতে সুস্বাদু।
৩) এই কামরাটি কেবলমাত্র মহিলাদের জন্য।
উঃ এই কামলাটি মহিলাদের জন্য।
৪) এখানে শব পোড়ানোর ব্যবস্থা নেই।
উঃ এখানে শবদাহের ব্যবস্থা নেই।
৫) দেবতা অন্তর্ধান করলেন।
উঃ দেবতা অন্তর্হিত হলেন।
৬) আজ 'কারাগার' নাটক অভিনয় হবে।
উঃ আজ 'কারাগার' নাটক অভিনীত হবে।
৭) সবিনয় পূর্বক নিবেদন করছি।
উঃ সবিনয় নিবেদন করছি।
৮) পুকুরের জানাদের মাছ চুরি হয়েছে।
উঃ জানাদের পুকুরের মাছ চুরি হয়েছে।
৯) আশৈশব থেকে আমি রবীন্দ্রানুসারী।
উঃ আশৈশব আমি রবীন্দ্রানুসারী।
১০) বালিকাটি অশ্রুদগ্ধনয়নে চেয়ে আছে।
উঃ বালিকাটি অশ্রুসিক্ত নয়নে চেয়ে আছে।
১১) অসম্ভব বায়না কোরো না।
উঃ অবান্তর বায়না করো না।
১২) তুমি যে আজকাল ডুমুরের ফুল হয়ে উঠলে।
উঃ তুমি আজকাল ডুমুরের ফুল হয়ে গেছো।
১৩) টাটকা গোরুর দুধ পান করো।
উঃ গরুর টাটকা দুধ পান করো।
১৪) প্রমাণিত করো রবীন নির্দোষ।
উঃ প্রমাণ করো রবীন নির্দোষ।
১৫) গোপনীয় বিষয় সবাই জেনে গেছে।
উঃ গোপন বিষয় সবাই জেনে গেছে।
১৬) সেখানে অপমান হবার আশঙ্কা নেই।
উঃ সেখানে অপমানিত হবার আশঙ্কা নেই।
১৭) বাদল তেলেবেগুনে রেগে উঠল।
উঃ বাদল তেলেবেগুনে জ্বলে উঠল।
১৮) তীর্থের কোকিলের মতো ভিক্ষুকরা বসে আছে।
উঃ তীর্থের কাকের মতো ভিক্ষুকরা বসে আছে।
১৯) মেয়েটি আমার আমরাত্রির সলতে।
উঃ মেয়েটি আমার আমরাত্রির সলতে।
২০) পর্বতের নানা দৃশ্যাবলি দেখে আনন্দ হল।
উঃ পর্বতের নানা দৃশ্য দেখে আনন্দ পেলাম।
২১) লীলা অজীর্ণ রোগে ভুগছে।
উঃ লীলা জীর্ণ রোগে ভুগছে।
২২) কথা দিয়েও হরিপদ আদালতে সাক্ষী দিল না।
উঃ কথা দিয়েও হরিপদ আদালতে সাক্ষ্য দিল না।
২৩) লোকটি সাংঘাতিক আহার করল।
উঃ লোকটি প্রচুর খেল।
২৪) আজ সময় খুব সংক্ষেপ।
উঃ আজ সময় খুব সংক্ষিপ্ত।
২৫) আমার ভয়ংকর খিদে পেয়েছে।
উঃ আমার খুব খিদে পেয়েছে।
২৬) কারো সঙ্গে তার ঐক্যতা নেই।
উঃ কারো সঙ্গে তার ঐক্য নেই।
২৭) এখানে প্রবেশ নিষেধ।
উঃ এখানে প্রবেশ নিষিদ্ধ।
২৮) তোমার পত্র পাইয়া খুব খুশি হয়েছি।
উঃ তোমার পত্র পাইয়া খুব খুশি
২৯) গান্ধারী শোকানলে নিমজ্জিত হলেন।
উঃ গান্ধারী শোকানলে পড়লেন।
৩০) মেয়েটির ব্যবহার খুবই লজ্জাস্কর।
উঃ মেয়েটির ব্যবহার খুবই লজ্জাকর।
Comments
Post a Comment
Haven't doubt please let me know.