চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ ফাইনাল পরীক্ষা
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
চতুর্থ শ্রেনী
১) ঠিক উত্তর নির্বাচন কর ১×৫ = ৫
ক) মানুষ প্রথম পোষ মানিয়েছিল- গরু/ কুকুর/ ঘোড়া/ বিড়ালকে।
উঃ কুকুর
খ) বিরসা মুন্ডা মিউজিয়াম অবস্থিত- কলকাতায়/ দীঘায় /রাঁচিতে /ব্যারাকপুরে
উঃ রাঁচি
গ) সুন্দরলাল বহুগুনা একজন- রাজনীতিবিদ/ পরিবেশ রক্ষক/ স্বাধীনতা সংগ্রামী/ শিক্ষক
উঃ পরিবেশ রক্ষক
ঘ) খাসিয়াদের সমাজের পরিবারের প্রধান হলেন- মা/ বাবা/ দাদা/ বোন
উঃ মা
ঙ) পুঁথিগুলি মোড়া ছিল - বেগুনি/ নীল/ লাল/ হলুদ শালুতে
উঃ লাল শালুতে
২) শূন্যস্থান পূরণ কর ১×৫ = ৫
ক) __________মাঝেমধ্যে রোদে দিলে সেগুলি অনেক দিন ভালো থাকে।
উঃ আচার
খ) প্রায় সাড়ে পাঁচশো বছর আগে রাজস্থানে_________ নামে একজন খুব জ্ঞানী ব্যক্তি ছিলেন।
উঃ জামভাজি
গ) __________ এর ধুলোয় দম আটকে যায়।
উঃ সিমেন্ট
ঘ) শক্ত ____________ জলে সহজে নষ্ট হয় না।
উঃ পোড়ামাটি
ঙ) _____________ এর প্যাঁড়া বিখ্যাত।
উঃ পুরী
৩) ঠিক বাক্যের পাশে (√) আর ভুল বাক্যের পাশে (×) চিহ্ন দাও
ক) কাঁচা ফসল হিমঘরে রাখলে বহুদিন ভালো থাকে।
উঃ ✓
খ) মিউজিয়ামকে বাংলায় চিড়িয়াখানা বলে।
উঃ ×
গ) বায়ুদূষণ ঘটায় ব্যাটারী চালিত যানবাহন।
উঃ ×
ঘ) ১৭৬০ খ্রিস্টাব্দ নাগাদ ব্যান্ডেল চার্চ বানানো শুরু হয়েছিল।
উঃ ×
ঙ) মানুষের জোট বাধা থেকে পরিবার আর সমাজ তৈরি হয়নি।
উঃ ×
চ) জমিতে ভালো ফসল ফলানোর জন্য পোকা মারার বিষ দেওয়া হয়।
উঃ ✓
৪) বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিল করে লেখ।
বাম স্তম্ভ ডান স্তম্ভ
ক) সূর্য মন্দির ক) স্থাপত্য(গ)
খ) বায়ু দূষণ খ) মাটি দূষণ(ঙ)
গ) পুরনো দিনের মসজিদ গ) বারো জোড়া চাকা(ক)
ঘ) মিহিদানা ঘ) পাথরের রং বদলে যাওয়া
ঙ) কীটনাশক ঙ) বর্ধমান (ঘ)
৫) একটি বাক্যে উত্তর দাও।
ক) গান্ধীর স্মারক সংগ্রহালয় পশ্চিমবঙ্গের কোন জেলায় রয়েছে ?
উঃ উত্তর ২৪ পরগনা
খ) জীবাণু থেকে খাবারকে কে বাঁচায় ?
উঃ নুন
গ) কৃষি ক্ষেত্রে ব্যবহৃত কীটনাশক কোন প্রকার জলের উৎসে মেশে ?
উঃ নদী, পুকুর প্রভৃতি ।
ঘ) ডাস্টবিন কোন কাজে ব্যবহৃত হয় ?
উঃ নোংরা আবর্জনা ফেলার জন্য ডাস্টবিন ব্যবহার হয়
ঙ) একটি ডাল শস্যের নাম লেখ।
উঃ মসুর, মটর
চ) পুরীর একটি বিখ্যাত মন্দিরের নাম লেখ।
উঃ কোনারক
৬) দু তিনটে বাক্যে উত্তর দাও (যে কোন ছয়টি)
ক) একটি গৃহপালিত পশুর নাম লেখ এবং তার থেকে আমরা কি ধরনের উপকার পাই তা উল্লেখ কর।
উঃ একটি গৃহপালিত পশু হলো গরু।
গরু থেকে আমরা দুধ পেয়ে থাকি। গরুর গোবর থেকে ঘুঁটে তৈরি হয়। এর সিং ও খুর থেকে চিরুনি তৈরী হয়। গরুর চামড়া দিয়ে ব্যাগ, জুতো তৈরী হয়।
খ) তৃণভোজী প্রাণী কাকে বলে ? উদাহরণ দাও।
উঃ যে সকল প্রাণী সবুজ উদ্ভিদের খাদ্য হিসাবে খায়, তাদেরকে তৃণভোজী প্রাণী বলে।
যেমন - ছাগল , হরিণ ইত্যাদি।
গ) নোংরা জলে নিয়মিত স্নান করলে কি কি সমস্যা হতে পারে ?
উঃ ১) নোংরা জলে নিয়মিত স্নান করলে শরীরে জীবাণু প্রকাশ করতে পারে।
২) মাথায় ও শরীরে জীবাণু আটকে যায়।
ঘ) দূষণ কাকে বলে ?
উঃ পরিবেশ যখন মানুষের বসবাসের অনুপযোগী হয়ে ওঠে তখন তাকে দূষণ বলে।
যেমনঃ জল দূষণ, বায়ু দূষণ, মাটি দূষণ ইত্যাদি।
ঙ) টীকা লেখঃ ভিক্টোরিয়া মেমোরিয়াল
উঃ ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতায় অবস্থিত।ইহা কয়েকশো বছরের পুরনো স্থাপত্য । বর্তমানে যানবাহন, কলকারখানার ধোঁয়ায় এর মার্বেল পাথর কালচে ও হলদে ছাপ পড়ে গেছে।
চ) সৌধ কি ?
উঃ যে সকল স্থাপত্যের সঙ্গে কারোর স্মৃতি জড়িয়ে থাকে তাকে সৌধ বলে। ইহা একটি স্থাপত্য।এর সঙ্গে কারো নাম জড়িয়ে থাকে। যেমন - মমতাজের স্মৃতিতে বানানো তাজমহল।
ছ) রাসায়নিক বিষ কি ?
উঃ জমির ফসলকে পোকামাকড়ের হাত থেকে বাঁচাতে চাষিরা যা ব্যবহার করে তাকে রাসায়নিক বিষ বলে।
জ) ব্যান্ডেল চার্চে কার জীবনের গল্প কিসের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে ?
উঃ যীশুর জীবনের গল্প পুতুলের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে ।
৭) পাঁচ ছয়টি বাক্যের উত্তর দাও (যে কোন চারটি)
ক) পরিবেশ দূষণের ফলে আমাদের কি কি ক্ষতি হতে পারে ?
উঃ পরিবেশ দূষণের ফলে মানুষের বসবাসের অনুপযোগী হয়ে পড়ে । মানুষ নানা রকম দুরারোগ্য ব্যাধিতে ভুগতে থাকে।
খ) তাজমহল আসলে স্থাপত্য/ ভাস্কর্য/ সৌধ তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।
উঃ তাজমহল আসলে স্থাপত্য হলেও মমতাজের স্মৃতির উদ্দেশ্যে ইহা বানানো হয়েছিল তাই এটি সৌধ।
গ) ট্রাক্টর দিয়ে চাষ করার সুবিধা কি কি ?
উঃ ট্রাক্টর দিয়ে চাষ করলে অল্প সময়ে অনেক বেশি জমি চাষ করা যায় আর খাটনিও কম হয়।
ঘ) রাসায়নিক সার ব্যবহারের দুইটি সুবিধা ও দুটি অসুবিধা লেখ।
উঃ সুবিধাঃ
১) রাসায়নিক সার ব্যবহারের ফলে জমি উর্বর হয়।
২) জমির ফলন বৃদ্ধি পায়।
অসুবিধাঃ
১) অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহারের ফলে মাটির গুণ নষ্ট হয়ে যায়।
২) মাটি ক্ষমতা হারিয়ে ফেলে।
চ) স্থাপত্য , ভাস্কর্য নষ্ট হচ্ছে কিভাবে ?
উঃ ভূমিকম্প, বন্যা, ঝড়-বৃষ্টি, কলকারখানা ও গাড়ির ধোঁয়া প্রভৃতির ফলে স্থাপত্য, ভাস্কর্য নষ্ট হচ্ছে।
।।।
Comments
Post a Comment
Haven't doubt please let me know.