বিজ্ঞান সাধনায় বাঙালি প্রবন্ধ রচনা class -9 paragraph writing biggan sadhonay bangali
বিজ্ঞান সাধনায় বাঙালি
ভূমিকাঃ
বাংলার ভূমিতে বাঙালিরা বাস করে। বাংলার সভ্যতা অতি প্রাচীনকালের। এই বাঙালিরা চিরকালই শক্তি অপেক্ষা বুদ্ধিকে বেশি গুরুত্ব দিয়েছে। এর ফলেই বাঙালিরা উন্নতি বিস্তারে পৃথক মর্যাদা পেয়েছে। বাঙালির পারদর্শিতা ভেষজ বিজ্ঞানে, বাস্তুবিজ্ঞানের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে।
মুসলমান রাজত্বকালে বিজ্ঞান সাধনাঃ
প্রায় ২০০ বছর ধরে বাংলার বুকে চলে চরম অরাজকতা। বার বার শাসকের পরিবর্তনে সমাজে অশান্তি ও নৈরাজ্য নেমে আসে। তখন সমাজের পরিবর্তনে সকলেই আত্মরক্ষায় ব্যস্ত। বিজ্ঞান চর্চার অনুশীলন তো দূরের কথা বাধ্য হয় মন থেকে তা মুছে ফেলতে। বাঙালির বিজ্ঞান সাধনার ধারায় প্রতিকূল পরিবেশ বাধার প্রাচীর হয়ে দাঁড়ায়।
ইংরেজ শাসনকালে বিজ্ঞান সাধনাঃ
ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত ধরে মুসলমান রাজত্বকালের অবসান ঘটে। শুরু হয় আর এক শোষণ শাসনের কলঙ্কিত অধ্যায়। তারা মধ্যে একটি শুভ লক্ষণ দেখা যায় যে, ইংরেজি শিক্ষার মাধ্যমে পাশ্চাত্য বিজ্ঞানের সাধনা। বাঙালি আধুনিক বিজ্ঞান সাধনায় উৎসাহিত ও অনুপ্রাণিত হয়ে ওঠে।
আধুনিক যুগ ও বাঙালী বিজ্ঞান সাধনাঃ
আধুনিক যুগ বিজ্ঞান সাধনাকে সর্বোচ্চ স্তরে পৌঁছে দিয়েছে। জগদীশচন্দ্র বসু মানুষের মস্তিষ্কে স্মৃতিশক্তির অজৈব মডেল, বেতার তরঙ্গ বিষয়ক গবেষণা এবং উদ্ভিদের প্রাণ বিষয়ক গবেষণা অবিস্মরণীয় সংযোজন। আচার্য প্রফুল্ল চন্দ্র রায় মারকিউরাস নাইট্রেট যৌগ আবিষ্কার করে রসায়ন বিজ্ঞানে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বেঙ্গল কেমিক্যাল এর প্রতিষ্ঠা তারই অমর কীর্তি । এছাড়া বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিজ্ঞান রহস্য, প্রশান্ত চন্দ্র মহলানবিশের ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছেন। এইভাবে বাঙালিরা বিজ্ঞান সাধনায় এক অবিস্মরণীয় অবদান রেখেছেন।
খ্যাতনামা বাঙালি বিজ্ঞানীঃ
খ্যাতনামা বাঙালি বিজ্ঞানীদের মধ্যে অনেকেই অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিলেন। তাদের মধ্যে অন্যতম হলেন মেঘনাথ সাহা, বিনোদ বিহারী দে, নীলরতন সরকার, সত্যেন্দ্রনাথ বসু, বিধানচন্দ্র রায়, উপেন্দ্রনাথ ব্রহ্মচারী প্রমুখের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য।
উপসংহারঃ
কোন জাতি বা কোন দেশের উন্নতি সাধন করতে হলে অবশ্যই সব রকমের আধুনিক সুযোগ-সুবিধা থাকতে হবে। তবেই জাতির আর্থিক ও মানসিক সমৃদ্ধির সহায়ক হয়ে উঠবে। বিজ্ঞানের উন্নয়ন ও অগ্রগতি আজ সভ্যতার প্রতিটি স্তরে বিরাজমান। উপযুক্ত গবেষণার দ্বারা বাঙালিরা বিশ্বজয় করবে। এটাই সমগ্র জাতির চোখের শ্রেষ্ঠ স্বপ্ন।
।।।

Comments
Post a Comment
Haven't doubt please let me know.